গান কভার: এ বড়ই আজব কুদরতি...
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ ই জুন, রবিবার,২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।
এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে এ বড়ই আজব কুদরতি... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: এ বড়ই আজব কুদরতি..
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
আঠারো মোকামের মাঝে
জ্বলছে একটি রূপের বাতি।।
কিবা রে কুদরতি খেলা
জলের মাঝে অগ্নি জ্বালা।
খবর জানতে হয় নিরালা
নীরে ক্ষীরে আছে জ্যোতি।।
ফণি মণি লাল জহরে
সে বাতি রেখেছে ঘিরে।
তিন সময় তিন যোগ সে ধরে
যে জানে সে মহারথী।।
থাকতে বাতি উজ্জ্বলাময়
দেখ না যার বাসনা হৃদয়।
লালন কয় কখন কোন সময়
অন্ধকার হবে বসতি।।
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানের গানের অর্থ আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই গানটায় আমি মাঝেমধ্যে গিয়ে থাকি কয়েকদিন আগেই এই গানটি ঢাকা থেকে রেকর্ডিং করেছিলাম। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
তারিখ | ১৬ ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ |
লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
লালন সাঁইয়ের গানগুলো নিয়ে আজকাল রিসার্চ করা হচ্ছে শুনে ভালো লাগলো ভাইয়া। লালন গীতি গান শুনতে আমার অনেক ভালো লাগে। আর আপনার কন্ঠ শুনতে আরো বেশি ভালো লাগে। ভাইয়া আপনি কিন্তু প্রফেশনাল শিল্পীদের মতই গান করেন। চমৎকার হয়েছে আপনার আজকের গানটি।
অনেক আগে থেকেই লালন গীতি গান আমাদের দেশ ব্যাতিত বাইরের দেশেও রিসার্চ করা হয়। লালন গীতি গানগুলো গাইতে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে গানগুলো উপস্থাপন করার জন্য।
আজ আপনি আমাদের মাঝে সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি আমার ওইভাবে সোনা হয়নি। তবে আপনার কন্ঠে শুনতে পেয়ে ভালই লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
লালন গীতি গানগুলো গাইতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এ ধরনের লালন গীতি গান গুলো অনেক পছন্দ করি আর আপনি যে সুন্দরভাবে টেনে টেনে গানের কলি গুলো আমাদের মাঝে উপস্থাপন করলেন যেটা সত্যি প্রশংসার একটা বিষয়। যাইহোক ভাই খুব সাজিয়ে গুছিয়ে গানটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
লালনের গান গাওয়া অনেক কষ্টের। আপনি চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন ভাইয়া। চর্চা অব্যবত রাখলে আরো ভালো গাইতে পারবেন। লালন সংগীত আমার অনেক প্রিয়। আপনি যে গানটি আজ কভার করেছেন , সেটা লালনের বিখ্যাত একটি গান। সবমিলে আপনার গায়কি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে আপু চেষ্টা করলেই সফল হওয়া যায়। অবশ্যই আমার এই চেষ্টা অব্যাহত রাখবো যাতে আরো ভালো কিছু করতে পারি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
লালন গীতি আগে খুব একটা শোনা হতো না। তবে আপনার গানগুলো শোনার পর থেকে লালন গীতি শুনতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনার কন্ঠে লালন গীতি গান শুনতে খুবই ভালো লাগে আমার। ধন্যবাদ আপনাকে দারুন একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য গুলো পড়লে সত্যি মনের কাছে অনেক বেশি ভালো লাগে। জানিনা কেমন গান করি! তবে চেষ্টা করি লালন গীতি গান গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাই আপনি ছোটকালে লালন গীতি গান গেয়ে স্কুলে পুরস্কার পেয়েছেন শুনে খুব ভালো লাগলো। তবে আপনি খুব সুন্দর লালন গীতি গান গেয়ে থাকেন। আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে ভালো লাগে। তবে লালন গীতি গান গাওয়া খুব কষ্টকর। আজকের গানটি আপনার অসাধারণ হইছে। সুন্দর করে এ বড়ই আজব কুদরতি গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কন্ঠে লালন গীতি গান শুনতে আপনার অনেক বেশি ভালো লাগে জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়তে সত্যিই অনেক ভালো লাগে।
আপনার কন্ঠে লালন গীতি অসাধারণ লাগে শুনতে। বরাবরের মতোই খুব সুন্দর ভাবে লালন গীতিটা কভার করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে আপনার কন্ঠে আজকের এই লালন গীতিটা শুনে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি লালনগীতি কভার করে শেয়ার করার জন্য।
আমার কন্ঠে লালনগীতি গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি লালন গীতি পরিবেশন করেছেন। লালনের গান আমাদের ভালো লাগে আমরা কুষ্টিয়ার মানুষ লালনের গানের প্রতি আমাদের আলাদাই টান। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর গানটি আমাদের মাঝে এতো সুন্দর ভাবে পরিবেশন করার জন্য।
হয় ঠিকই কইছো তুমি কুষ্টিয়ার মানুষের লালনগীতির প্রতি আলাদা একটা টানা আছে। তাহলে তোমারো কি আছে টান? অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ অবশ্যই ভালো লাগে। লালনের গানের প্রত্যেকটা কথা আমাদেরকে শিক্ষা দেয়।
হুম গান শুধু কান দিয়ে শুনলেই হয় না, মন দিয়ে শুনে সেটা থেকে শিক্ষা নিতে হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে।
লালন গীতি আমার খুব প্রিয়। আমি যখন সময় পাই তখনই লালন গীতি শুনে থাকি। এই বড় আজব কুদরতি গানটি আমার খুব প্রিয় গান। এটি আমি অসংখ্য বার শুনেছি। এখন আবার আপনার কন্ঠে শুনতে পেরে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে একটি লালন গীতি উপহার দেওয়ার জন্য।
আপনি লালন গীতি গান অনেক পছন্দ করেন জেনে খুশি হলাম ভাই। এই গানটি আপনি অসংখ্যবার শুনেছেন আজকে আমার কন্ঠ শুনতে পেরে অনেক ভালো লাগলো জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।