"ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ এপ্রিল, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। গতকালকে আমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে জানতে পারলাম এবারের ঈদের জন্য বেশ বড় একটা ছুটি হচ্ছে আমাদের প্রায় ১৫-২০ দিনের। ঈদের ছুটি মানে আলাদা একটি আনন্দ আলাদা একটি মজা। ফাইনাল পরীক্ষা শেষ ঈদের ছুটি তাহলে বাড়িতে আসতেই হয়। তাই আজকে সকালেই খুব ভোরে সাড়ে চারটা নাগাদ আমি আর আমার বন্ধু রাহুল মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা হতে।
খুব ভোরে বের হওয়ার কারণ হলো যাতে ঢাকায় অতিরিক্ত জ্যাম পোহাতে না হয়। আর আমাদের বাড়ির এদিকেও এসে যাতে রোদ গরমের সমস্যাটা না হয়। কিন্তু ঢাকায় আমাদের বাসা হতে বের হওয়ার কয়েক মিনিট পরেই শ্যামলী পৌঁছে গেলাম। আর এই শ্যামলী থেকেই জ্যাম শুরু হয়ে গেল। এতটা সকালে বের হলাম তারপরও প্রচন্ড জ্যামের ভেতর অনেক বিরক্ত লাগছিল কারণ আমরা ভেবেছিলাম এত সকালে কোন জ্যাম জ্যাম থাকবেনা।
তারপর জ্যামের ভিতরেই ফাঁকফোকর দিয়ে বের হতে থাকলাম এভাবে কিছু সময় আসতে আসতে গাবতলির বাঁধের রাস্তা পর্যন্ত আসলাম। তারপর দেখি বাঁধের রাস্তার পর থেকে পথ একদম ফাঁকা এদিকে কোন জ্যামই নাই। তবে রাস্তাতে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল যার জন্য মোটরসাইকেল চালানো টা একটু কষ্ট হয়ে যাচ্ছিল বন্ধু রাহুলের জন্য ।
তারপর আমরা গাবতলী থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেই। গাবতলী থেকে পাটুরিয়া ঘাট প্রায় ৮০ কিলোমিটার। আমরা যখন মানিকগঞ্জ পাবো তখনই দেখি পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল সকালে সূর্য দেখতে। সকালে ফাঁকা থাকার কারণে দেড় ঘন্টার ভেতরেই পাটুরিয়া ঘাটে পৌঁছে যায় আমরা।
এবারে ফেরিতে ওঠার পালা ১৪০ টাকা দিয়ে মোটরসাইকেলের টিকিট কেটে নিলাম। তারপর প্রথমে তিন নাম্বার ফেরিঘাটে গিয়ে দেখি গাড়ি এবং যাত্রী উঠানো প্রায় শেষ হয়ে গেছে। তাই আমাদেরকে সেখান থেকে ফেরত আসছে হল এবং আবার দুই নাম্বার ফেরিঘাটে যেতে হল। ফেরি পার হতেই আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগে গিয়েছিল। আসলে এই দেড় ঘন্টা সময় টা খুবই বেশি আমার কাছে মনে হয়। বাংলাদেশের পরবর্তী পদ্মা সেতু যদি দৌলতদিয়া পাটুরিয়ায় হয় তাহলে আমাদের যাওয়া আসার জন্য এই দেড় ঘন্টা সময় টা অন্তত বাঁচবে।
ফেরি ঘাট থেকে পার হয়ে গোয়ালন্দ-রাজবাড়ী সড়কে আসার পরেই নিজের এলাকা মনে হচ্ছিল। আসলে এই অনুভূতিটা অনন্য সুন্দর। ফেরিঘাট পার হতে হতেই বেশ ভালোই রোদ উঠে গিয়েছিল। আমাদের এলাকার মহাসড়কেতে বেশ ভালোই রৌদ্রজ্জ্বল দেখা যাচ্ছিল।
মাছপাড়া পর্যন্ত আসার পরে আমাদের এলাকার লোকাল রোডে ঢুকে পড়লাম। এলাকার লোকাল রোডে ঢোকার পর মনের ভিতর একটি আলাদা প্রশান্তি কাজ করছিল। মনে হচ্ছিল যে কখন বাড়িতে পৌঁছাব কখন বাড়ির মানুষের সাথে দেখা হবে। তারপর একটু আসতেই আমাদের বাড়ির সামনে চলে আসলাম তারপর বন্ধু রাহুল আমাকে নামিয়ে দিয়ে আমার থেকে বিদায় নিয়ে তাদের বাড়ি চলে গেল। আমাদের বাড়ি আর বন্ধু রাহুলের বাড়ি দুই থেকে তিন কিলোমিটার দূরত্ব হবে। দুই বন্ধু প্রচুর আনন্দ এবং উন্মাদনা নিয়ে সারা পথ গান গাইতে গাইতে আসছি। সত্যি বলতে অনেক অনেক বেশি মজা হয়েছে আজকে বাড়ি আসার সময়। বাড়িতে বেশ মজা করেই ঈদের ছুটি কাটাতে চাই সবার সাথে।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরাম্যান | @aongkon |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
তারিখ | ১৬ এপ্রিল |
লোকেশন | বাংলাদেশ |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon


যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর সামনে ঈদ আর ঈদের মধ্যে বাসায় আসবেন এটাই স্বাভাবিক যেহেতু অনেক দিনের ছুটি পাচ্ছেন। ঢাকা শহর মানেই যানজটে পরিপূর্ণ। খুব ভোরবেলা রওনা দিয়েও জ্যামে পড়েছিলেন জেনে অনেক বেশি অবাক লাগছে। যাই হোক অবশেষে বাসায় পৌঁছেছেন জেনে ভালো লাগলো।
আসলে ঢাকা শহর যানজটে পরিপূর্ণ থাকে সবসময়। অনেকদিন পর ঈদের ছুটিতে বাড়িতে আসতে পেরে অনেক ভালো লাগছে। গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
পরীক্ষা শেষ হয়ে গেছে, ঈদের সময় সামনে। এই মুহূর্তে বাসায় ফেরার সবার জন্য স্বাভাবিক একটা বিষয়,তবে দোওয়া থাকবে যেন এই মুহূর্তে আপনজনদের সাথে খুবই আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করতে পারেন এবং সুন্দরভাবে ঈদের দিনগুলো উদযাপন করতে পারেন আপনার পথচলা শুভ হোক সেই কামনা রইল।
সুন্দর চমৎকার একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাইয়া ঈদের সময় বাড়ি যাওয়ার মজাই আলাদা। যদিও ঈদের সময় রাস্তায় অনেক জ্যাম থাকে। আপনারা মটর সাইকেল দিয়ে চলে গেছেন,তাই অনেক আরামে গেছেন। সুস্থ ভাবে আবার ফিরে আসুন সেই কামনা করি। ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ ভাই আমরা মোটরসাইকেল এসেছি বলে অনেক আরামে আসতে পেরেছি। দোয়া করবেন যেন ঈদ শেষ করে আবার সুস্থভাবে ঢাকাতে ফিরতে পারি। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।