You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগের একটিভ ও সুপার একটিভ মেম্বারদের সংক্ষিপ্ত তালিকা (A short list of "Active & Super Active Authors") 19-November-22
আসলে প্রতিসপ্তাহে এই রিপোর্ট দেখার জন্য আমরা অধিক আগ্রহে বসে থাকি।গতসপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও সুপার এক্টিভ লিস্ট টায়ার -১ এ থাকতে পেরে খুব ভালো লাগছে।আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।আর এত সুন্দর করে রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।