আসলে এ ধরনের অস্বাভাবিক মৃত্যু আমাদের বড়ই কষ্ট দেয়।যেন মনে নেওয়া যায় না।প্রায় পত্রিকা খুললেই এ ধরনের রোড এক্সিডেন্ট চোখে পরে।দেখলেই মনটা কষ্টে ভরে যায়।আসলে আপনার ছোট মায়ের অস্বাভাবিক মৃত্যুের আপনাদের পরিবার অনেকটা মানসিক কষ্ট পেয়েছিল।আর সময়টাও কত দ্রুত চলে গেল।দেখতে দেখতে একটি বছরের পরিসমাপ্তি।যাইহোক,আগামী শুক্রবার আপনার ছোট মায়ের মৃত্যুবার্ষিকী বাড়িতে যাবেন জেনে খুব ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইল দাদা।
হুম মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছি ভাই যাওয়ার , এখন দেখি কি হয়।