You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৯
একদিন তৃতীয় শ্রেণির এক ছাত্র প্রথমদিন পরীক্ষা দেয়ার আগে সব পড়া ভালোভাবে পড়ে ও লিখে গেল। ছাত্রটি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর বাবার সঙ্গে কথোপকথন-
বাবা : তোমার পরীক্ষা কেমন হয়েছে? সব কমন পড়েছে তো।
ছেলে : না বাবা, ভালো পরীক্ষা দিতে পারিনি, কিন্তু খাতায় অনেক কিছু লিখেছি।
বাবা : যাই হোক, এবার জীবনে প্রথম খাতায় কিছু লিখেছিস, পাস নম্বর তো উঠবেই, তাই না।
ছেলে : না বাবা।
বাবা : কেন? তুই না বলেছিস অনেক কিছু লিখেছিস?
ছেলে : হ্যাঁ, লেখাগুলো ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য খাতাটি বাসায় নিয়ে এসেছি। আগামীকাল শিক্ষকের কাছে খাতা জমা দিয়ে দেব!