You are viewing a single comment's thread from:
RE: সত্য ঘটনা অবলম্বনের ভুতের গল্প-০১ ||10% Beneficiary to @shy-fox
অবশ্য ভূত প্রেত আমি খুব একটা বিশ্বাস করি না।তবে জ্বীন আছে।এটাকে অনেকে ভূত প্রেত বলে থাকে।অবশ্য বটগাছ, তালগাছ, বাঁশঝাড় বা নির্জন জায়গায় জ্বীন থাকে,এটা আমি শুনেছি।কখন দেখা বা এমন কোন পরিস্থিতিতেও পরিনি। অবশ্য তাদের মধ্যে খারাপ এবং ভালো আছে। খারাপরা ঐ সব জায়গায় থাকে আর ভালোরা মানুষের পাশে থেকে মানুষের উপকারও করে অবশ্য আমরা তাদের চিনি না। আসলে আপনার কাকিমার সাথে যা হয়েছে তা ভয় পাওয়ারই কথা।পরবর্তী পর্বে আপনার থেকে আরও ভয়ের কিছু জানবো সেই অপেক্ষায় রহিলাম।
আপনি ঠিক বলছেন ভাইয়া ভালো খারাপ আছে ভূত মধ্যে। আমরা বলি ভূত আপনারা বলেন জীন । অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করাব জন্য।