You are viewing a single comment's thread from:

RE: নাইস ভিউ [বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত]

in আমার বাংলা ব্লগ2 years ago
এমন একটি অসাধারন বাস্তব ঘটনার রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে ভাই। বিশেষকরে একের পর এক জিনহাও এর উপর যে বিপদ আসে।শুরুতেই তার মা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার একমাত্র ছোট বোনের আবার সেই অসুখ ছিল।মাকে মৃত্যুর সময় জিনহাও কথা দিয়েছিল,তার এই আদরের বোনকে সবসময় দেখে রাখবে।কিন্তু তার খুব টাকার প্রয়োজন।তাই তার বন্ধু মাধ্যমে ব্যাংক থেকে এক লাখ টাকা নিয়ে পুরাতন ফোন কিনে।কিন্তু পুরাতন ফোন ক্রয় বিক্রয় সরকার নিষিদ্ধ করে দেয়। তাই ব্যাংক কতৃপক্ষ টাকার জন্য তার দোকান নিয়ে যায়। তারপরও সে ধৈর্য্য হারায়নি। একপর্যায়ে ফোন কোম্পানীর মালিকের সাথে কথা বলতে সক্ষম হয়।পরবর্তী মালিকের সকল শর্তপুরন করে কিছু ভালো লোক নিয়ে তার সাফল্য আসে। আসলে আমার কাছে মুভির রিভিউ পড়ে মন হয়েছে কঠিন অধ্যবসায় সাথে অটুট মনোবল নিয়ে অনেক অসম্ভব কাজে ও সাফল্য অর্জন করে উচ্চ থেকে উচ্চস্থানে উঠা সম্ভব।যা নাইট ভিউ মুভিতে জিনহাও করে দেখিয়েছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর একটি বাস্তব ঘটনা অবলম্বন নির্মিত মুভির রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105709.66
ETH 3341.43
SBD 4.12