You are viewing a single comment's thread from:
RE: দৈনিক মজুরি ১২০ টাকা [১০% লাজুক খ্যাঁকের জন্য]
দৈনিক মজুরি ১২০ টাকা, টাইটেলটি পড়ে পুরোটা পড়ার জন্য মনটা কৌতুহল হয়ে উঠলো। অবশেষে পড়লাম। অসম্ভব ভালো লেগেছে ভাইয়া।আপনার এই লেখার মাধ্যমে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। আসলে ভাইয়া আগে যখন আলিফ লায়লা দেখতাম, তখন একেক জনের কথা শুনলে হাসি পেত।অমুক করবে, তমুক করবে।আসলে কিছুই না।শুধু কথার কথা। আর আমাদের এখানকার অবস্থা ও একই ইউরোপ আমেরিকা সাথে তুলনা আসলে এসব তো শুধু মাত্র শান্তনা বা ব্রেন ওয়াস।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কিছু সত্য কথা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।