সংসারে টানাটানি!! দ্বিতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওরা রহমাতুল্লাহি অবারাকাতহু। আশাকরি 'আমার বাংলা ব্লগ' পরিবারের সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে বর্তমান সময়ে 'সংসারে টানাটানি' দ্বিতীয় পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের ভালো লাগবে।

couple-gfa2955fd6_1920.jpg
Source

আমার এক বড় ভাই বললেন, জীবনটা একদম শীতকাল হয়ে গেল রে। আর ভালো লাগে না। কবে যে এই শীতকাল শেষ হবে। আমি অবাক হয়ে বললাম, এসব আপনি কি বলছেন?জীবন শীতকাল হয়ে গেল মানে? গরমের যন্ত্রণায় বাঁচা যাচ্ছে না।আচ্ছা,অতিরিক্ত গরমে আপনার মাথাটাথা বিগড়ে গেল না তো।বড় ভাই বললেন,মাথা তো অবশ্যই বিগড়িয়েছে।তবে সেটা গরমে না।
lover-ge66e58037_1920.jpg
Source

বরং ওই যে বললাম জীবনটা শীতকাল হয়ে গেছে ;এই টেনশনে।আমি এবার তাকে শক্ত করে ধরলাম।বললাম জরুরী ভিত্তিতে যেন ব্যাখ্যা দেন জীবন কেন শীতকাল হলো। কীভাবে শীতকাল হলো। এবার বড় ভাই বললেন,এত আয়োজন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই।ব্যাপার খুবই সহজ। শীতকালে কি হয়? হয়তো অনেক কিছু হয়, তবে আমার জীবনে একটা কাজই হয়েছে, সেটা হচ্ছে টানাটানি।কম্বল নিয়ে টানাটানি। ছোটবেলায় কম্বল নিয়ে টানাটানি করেছি ভাই-বোনদের সঙ্গে, আর বড়বেলায় এসে টানাটানি করি বউয়ের সঙ্গে।বউ টানে এক মাথা ধরে, আমি টানি আরেক মাথা ধরে।এ নিয়ে রাত-বিরাতে বিশাল ক্যাচাল।তো এই যে টানাটানি, আগে এই টানাটানি শুধু শীতকালে ছিল। তাও কম্বলকেন্দ্রিক আর এখন এটা বারোমাসি এবং সবকিছু কেন্দ্রিক। মানে পুরো সংসারেই টানাটানি লেগে আছে। এইটা কিনতে গেলে ওইটা কেনার টাকা থাকে না, উফ,কী যে একটা অবস্থা। অবস্থা তো না, দুরবস্থা। আমি বললাম, চিন্তা করবেন না। শিগগিরই আপনার জীবনের শীতকাল কেটে যাবে।
sad-g3fa7ccdc5_1920.jpg
Source
বড় ভাই বললেন, শুধু আমার জীবনের শীতকাল? কেন, তোর সংসারে কোন টানাটানি নেই? আমি বললাম, না নেই। আমার টানাটানি দরকার পড়ে না। বুদ্ধি করে আরো অনেক আগেই কম্বল দুই টুকরো বানিয়ে নিয়েছি তো !
আমার আরেক ছোট ভাই বললেন, জিনিসপত্রের দাম বেড়ে সংসারে টানাটানি লাগার কারণে আর কারও কোনো সুবিধা হোক বা না হোক তেলাপোকা আর ইঁদুরের কপাল

house-mouse-g7c5686d02_1920.jpg
Source

খুলে গেছে।আমি জানতে চাইলাম,কিভাবে ? ছোট ভাই বললেন, কিভাবে আবার?আগে একবারেই কয়েকটা আপেল কেটে ফেলতাম। কয়েকটা পিঁয়াজ কেটে ফেলতাম। আলু কেটে ফেলতাম।আর এখন কিপ্টেমি করি। অর্ধেকটা কেটে খাই বা রান্না করি, বাকি অর্ধেকটা পরের বারের জন্য রেখে দিই।ব্যস, এই সুযোগে এই কাটা
cockroach-g29a33fb9a_1280.jpg
Source
জিনিসগুলো ইঁদুর আর তেলাপোকারা ‘ইয়াম’ ‘ইয়াম’ করে খায়। বলতে পারেন বাসায় ‘খাদ্য উৎসব’ চলছে।

Sort:  
 2 years ago 

আসলে বর্তমান বাজারের যে অবস্থা সংসারে টানাটানি হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মাঝে এই অবস্থা হয়ে যাচ্ছে। তবে এই সীমিত আয়ের মধ্যে আমরা যদি বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি এবং সংসারের সবাই একইরকম ভাবে যতটুকুই আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে পারি তাহলেই আমাদের জীবন সুখীময় হয়ে উঠবে। এইটা সবার মাঝেই থাকা উচিত।

 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ।আসলে দিন দিন বর্তমান অবস্থা এমন দাঁড়াচ্ছে যে,মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন অবস্থায় একটু বুঝে শুনে চলতে পারলে কিছুটা হলেও কষ্ট লাগব হবে।

 2 years ago 

আপনাকে এর আগের রূপক ভাই দু-তিনবার বলেছিলেন এই iStok এর ছবিগুলো ব্যবহার না করতে। অনেক ফ্রি সাইট রয়েছে সেখানকার ছবি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি কোন ভাবে কথা শুনছেন না। এভাবে তো চলবে না। আমি একটি সাইট দিয়ে দিছি, pixabay এইখান থেকে পরবর্তীতে ছবি ব্যবহার করবেন, ধন্যবাদ....

 2 years ago 

ঠিক আছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমাকে উক্ত তথ্য প্রদান করার জন্য।

ধন্যবাদ ভাইয়া। আপনার পোস্টে বাস্তব কথাগুলো আপনি এমন ভাবে তুলে ধরেন আসলেই ভালো লাগে।আপনার পোষ্ট আমাদের জন্য আগামি দিনের অনুপ্রেরণা

সুন্দর লেখনী, আবার রসও আছে, চালিয়ে যান ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56714.19
ETH 2341.70
USDT 1.00
SBD 2.37