।। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছ বাজার সৈয়দপুর।। 0% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

৫ই সেপ্টেম্বর/২০২২ইং।
রোজ রোজ: সোমবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে "বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সৈয়দপুর শুটকি মাছ বাজার" এর কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলকে ভাল লাগবে।

।। চিত্র-০১।।

IMG_20220904_145757527~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ২রা সেপ্টেম্বর/২০২২ ইং তারিখে বিশেষ একটি জরুরী কাজে গিয়েছিলাম পঞ্চগড় জেলা সদরে। কিন্তু যাবার পথে আমাদের বহনকারী বাসটি সৈয়দপুর বাস টার্মিনাল এর কাছাকাছি গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। ড্রাইভার বাসটি রাস্তার সাইটে দাঁড় করিয়ে মিনিট দশেক প্রচুর চেষ্টা করেও ঠিক করতে পারল না।

।। চিত্র-০২।।

IMG_20220904_150117309~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg উপরে অন্তর না পেয়ে বাঁশের স্টাফ মেকানিক ডেকে আনলেন। এবং মেকানিক এসে বলল কমপক্ষে ১ ঘন্টা সময় লাগবে গাড়ির ক্রটি মেরামতে। ফলে আমরা বাসের সমস্ত যাত্রী নিচে নেমে পড়লাম। গাড়ি মেরামতের ফাঁকে যাত্রীরা সব কিউবা হোটেলে, কেউবা পান সিগারেট খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল।

।। চিত্র-০৩।।

IMG_20220904_150133970~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমি সময় নষ্ট না করে এই সময়টুকু কাজে লাগালাম। আমাদের গাড়ির কাছ থেকে ৩০ থেকে ৪০ গজ দূরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছের বাজার দর্শনে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি বিশাল শুটকি মাছের বাজার আর বড় বড় আড়ত ঘর।

।। চিত্র-০৪।।

IMG_20220904_145819176~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ঘুরে ঘুরে দেখতে লাগলাম নানান প্রজাতির শুটকি মাছ। এর প্রায় দেড়শ থেকে দুইশত হবে। শুটকি মাছের বাজারটি ঘুরতে ঘুরতে কথা হয় ব্যবসায়ী নিয়ামুল বাসার, ফরিদ উদ্দিন, আলমগীর ও নিয়ামত মুন্সির সঙ্গে। তারা জানান-এখানে প্রায় ৭০-৮০টি শুটকি মাছের বড় বড আড়ৎ রয়েছে। মাঝারি আড়ৎ রয়েছে প্রায় ৩০-৪০টি। সৈয়দপুর বৃহত্তম দ্বিতীয় শুটকি মাছের আড়ত থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শুটকি মাছ পাইকারি দরে সাপ্লাই হয়ে থাকে।

।। চিত্র-০৫।।

IMG_20220904_145816721~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ব্যবসায়ীরা জানান-করোনা কালীন সময়ে এই বাজারে মন্দা ভাব নেমে এসেছিল। বর্তমানে তারা সেই সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা জানান-বর্তমানে এখন প্রতিদিন শুটকি বেচাকেনা হয় প্রায় অর্ধ কোটি টাকা।

।। চিত্র-০৬।।

IMG_20220904_145124567~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সৈয়দপুর শুটকি মাছের বাজার থেকে ভারতে দেশি পুটি মাছের শুটকি রপ্তানি করছেন ব্যবসায়ীরা। ২০২১ইং সনের শেষের দিকে ভারতে পুঁটি মাছের শুটকি প্রায় ৫০-৬০ কোটি টাকার শুটকি রপ্তানি করেছেন। ভারতে বাংলাদেশের পুটি মাছের শুটকির ব্যাপক চাহিদা রয়েছে। চলতি বছরে এর হার আর দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

।। চিত্র-০৭।।

IMG_20220904_145131257~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ব্যবসায়ীর আরো জানান-১৯৮০ ইং সন থেকে সৈয়দপুর বাস টার্মিনালের পাশে এই শুটকি মাছের আড়ৎ/বাজার গড়ে উঠেছে। দেশের প্রায় ১৪-১৫টি মোকাম থেকে শুটকি মাছ আমদানি রপ্তানি করে থাকেন ব্যবসায়ীরা। সৈয়দপুরের এই শুটকি মাছের বাজার দেশবাসীর কাছে শুক্তির বন্দর বলেও পরিচিত।

।। চিত্র-০৮।।

IMG_20220904_150148008~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার "বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছ বাজার সৈয়দপুর" এর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আজ এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার মঙ্গল কামনায় শুভরাত্রি।।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationSyedpur dry fish market.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  

It's a keeper🐠. Resteemed.

 2 years ago 

এতো বড় শুটকির বাজার আমি আগে কখনো দেখি নাই। ৭০-৮০ টি শুটকির দোকান এক সাথে এইটা সত্যি বিশাল ব্যাপার। আমার কিছু প্রিয় শুটকি মাছ আছে। আমারতো মনে হচ্ছে সেখান থেকে আমার পছন্দের মাছগুলো কিনে নিয়ে আসি।

 2 years ago 

আমিও এত বড় শুটকি মাছের বাজার আগে কখনো দেখিনি। যাওয়ার পর দেখে বিস্মিত হয়ে গিয়েছিলাম। একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি মাছের বাজার। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভ্রমরের ভাগ্য থাকলে এমনই হয় ভাইয়া। আপনার ইচ্ছা ছিল না বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি বাজার ভ্রমণ করার কিন্তু বাসের যান্ত্রিক সমস্যার কারণে সেটা হয়ে গেল আর আপনি আমাদের মাঝে শেয়ার করে ফেললেন সেই ফটোগ্রাফি গুলো। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমরাও দেখে ফেললাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির বাজার।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। যাত্রীবাহী বাসটির যান্ত্রিক কুটি না হইলে আমার সৌভাগ্যে এত সুন্দর একটি দৃষ্টিনন্দন শুটকির বাজার দেখার সৌভাগ্য হতো না। মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমিও কিছুদিন আগে ঘুরে আসলাম এখান থেকে।যদি কেউ প্রথমবার যায় অবাক হয়ে যাবে বিহারী ভাষা শুনে।তবে শহর টি আমার বেশ ভাল লেগেছে।

 2 years ago 

আসলে তাই। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। বেশ ভালো লাগলো আর কি। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এধরনের শুঁটকির বাজার আগে কখনো দেখিনি। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেলাম। শুটকি বাজার দেখে অনেক ভালো লাগল। আসলে কখন যাওয়া হয় তা তো জানা নেই। তবে আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সময় সুযোগ হলে ঘুরে যেতে পারেন। মজার একটি উপভোগ্য বিষয়। আমি তো প্রথমে দেখে অবাক বনে গিয়েছিলাম। সময় সংক্ষেপের কারণে হাতের কাছে যা পেয়েছি তাই দেখেছি। সবকটি আরত দেখতে পারিনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এত রকমারি শুটকি মাছ জীবনে কোনদিন দেখিনি। এত রকম শুটকি মাছ একত্রে দেখার এক নয়া অভিজ্ঞতা হলো দাদা। অতএব আপনার এই বিশেষ পোস্টকে ক্রেডিট দিতেই হয়। আর 5 নম্বর ছবিতে ওই যে দৈত্যাকার কি ঝুলছে, ওটা কি মাছ?

 2 years ago 

সময় সংক্ষেপের কারণে আমিও জিজ্ঞেস করিনি। তাই আপনাকে ৫ নং শুটকি মাছের নামটি বলতে পারছিনা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

যাইহোক গাড়ি খারাপ হয়ে তাহলে একদিক থেকে ভালোই হয়েছে। দেড়শ থেকে ২০০ প্রজাতির শুটকি মাছের সন্ধান পেয়েছেন। বাংলাদেশের শুটকি মাছ গুলো খুব ভালো এবং বিখ্যাত। আমাদের এখানে বিশেষ ভালো পাওয়া যায় না।

 2 years ago 

জি ভাই, যাত্রী ভাই বাসের ত্রুটি না ঘটলে এত সুন্দর শুটকি মাছের বাজার উপভোগ করতে পারতাম না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Hi, @amitab,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

Thank you very much for the encouraging comment.

 2 years ago 

শুটকি মাছের বাজার ঘুরে খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মধ্যে তুলে ধরেছেন আপনার আলোচিত্রগুলো দেখে খুবই ভালো লাগলো।। একসাথে এতগুলো শুটকি মাছ আমিও পূর্বে কখনো দেখিনি।।

 2 years ago 

সত্যি তাই, অনেকেই দেখেনি। মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি সবার পোস্ট কম বেশি পড়ে কমেন্ট করার জন্য যতটা পারি ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

২রা সেপ্টেম্বর/২০২৩ ইং তারিখে বিশেষ একটি জরুরী কাজে গিয়েছিলাম পঞ্চগড় জেলা সদরে

আয় হাই আপনি ভবিষ্যতে চলে গেছিলেন হি হি। মজা করলাম ঐটা ২০২২ হবে। শুটকি বাংলাদেশের বেশ সম্ভাবনাময় একটি পণ‍্য। বিগত কিছু বছর এটা বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। শুটকি বাজার টা ভালো পরিদর্শন করেছেন।।

 2 years ago 

ধন্যবাদ ভাই তারিখের ভুলটি ধরার জন্য। এটা ছিল টাইপিং মিসটেক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

💕

 2 years ago 

Thanks brother.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97542.75
ETH 3458.83
USDT 1.00
SBD 3.15