"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 13/10/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-13/10/2021
![shy-fox-curation.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVPFCUkmypFXaLbru5x4avbHLRmBQAC9JvqwxDnpqPP2Q/shy-fox-curation.jpg)
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog
আসলে নিজের নাম দেখে অনেক আন্দদিত। এইখানে আসতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আর সকলের জন্য শুভ কামনা রইল। সবার জন্য এখানে আসতে পারে।
লাজুক খ্যাঁক এর ছোয়া পেয়ে আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ নিজের নামটা লিস্টে এসেছে আমার । চেষ্টা করব এই জায়গা গুলি ধরে রাখতে।
লাজুক খ্যাঁক প্রতিদিন সবাইকে নিজের ভালোবাসা দিয়েই যাচ্ছে। অনেক ভালোবাসা রইলো লাজুক খ্যাঁক মশাই এর জন্য।
এতোদিন পর আজকে প্রথম লাজুক খ্যাঁকের ছোয়া পেয়েছি।কষ্ট আজ কিছুটা হলেও সফল মনে হয়ছে।আজ আমি খুবই আনন্দিত।আজ লাজুক খ্যাঁক আমাকে কাজের প্রতি আরো বেশি উৎসাহী করলো।অনেক ধন্যবাদ। লাজুক খ্যাঁকের জন্য শুভকামনা জানায়। সবার ভালো ভালো কাজের মাধ্যমে "আমার বাংলা ব্লগ " কমিউনিটি আরো দূরে এগিয়ে যাবে এটায় প্রত্যাশা রইলো।
লাজুক শিয়াল প্রাপ্ত সকল কিউ রেশন প্রাপ্ত ব্যক্তিদের কে অভিনন্দন
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট অনেক সুন্দর হয়েছে। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক সুন্দর সুন্দর পোস্ট গুলোকে লাজুক খ্যাঁক ভোট দিচ্ছে দেখে খুব ভালো লাগলো। এভাবেই এগিয়ে যাবে আমাদের সবার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ। শুভ কামনা রইলো
লাজুক খ্যাক আমাকে ভুলে গেছে। তবে অনেক আনন্দিত যে সেরা পোস্টগুলো খ্যাঁক কিউরেশন করে। এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।
লাজুক খ্যাঁকের সমর্থন পুষ্ট সবাইকে অভিনন্দন।
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট অনেক সুন্দর হয়েছে।এখানে আমার নাম নাই আশা করছি পরবর্তীতে আমার নাম থাকবে।সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
লাজুক খ্যাঁকের প্রত্যহ কিউরেশন রিপোর্ট বেছে বেছে সব ভালো মানের পোস্টগুলো নির্বাচন করে। আর এর মধ্যে যখন নিজের পোস্ট দেখতে পাই তখন খুবই ভালো লাগা কাজ করে। ধন্যবাদ জানাচ্ছি লাজুক খ্যাঁককে প্রতিনিয়ত ভালো মানের পোস্টগুলো নির্বাচন করার জন্য।