"🌿 আমার বাংলা ব্লগ 🌾" এ প্রথম প্রতিযোগিতা : বিষয় - "তেলেভাজা রান্নার রেসিপি" 🍲🍴

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

logo.png

এটাই আমাদের কমিউনিটি-তে প্রথম কনটেস্ট । বর্ষাকাল, প্রায় সারাদিনই শ্রাবণের ধারা অঝোর ধারায় ঝরে চলেছে । এমন দিনেই তো তেলেভাজা জমে ভালো সাথে মুড়ি কাঁচা লঙ্কা আর...... ভূতের গল্প । বাইরে এলোমেলো দমকা জোলো হাওয়া, থেকে থেকে কখনো ঝির ঝির করে বৃষ্টি পড়ছে আবার কখনও বা মুষল ধারায় । সন্ধ্যার পরে ব্যাঙের ডাক, ঝিঁঝিঁ পোকা আর বৃষ্টি পড়ার শব্দ , মাঝে মাঝে আকাশের এ মাথা থেকে ও মাথা অব্দি বিদ্যুতের ঝিলিক, মেঘের গুরু গুরু ডাক সব মিলিয়ে শ্রাবনের সন্ধ্যা একটা অদ্ভুত মায়াবী আশ্চর্য সন্ধ্যা । এই রকম সন্ধ্যে বেলায় কোনো কালেই ক্লাসের বই ছুঁতাম না । গ্রামের ছেলে, বিদ্যুৎ ছিল না, হ্যারিকেনের কাঁপা কাঁপা আলো, দেয়ালে অদ্ভুত আলো-ছায়ার খেলা, খোলা জানালা দিয়ে মাঝে মাঝে বৃষ্টির ছাঁট- ভূতের গল্পের বই খুলে বসতাম । আর সাথে থাকতো কখনো আলুর চপ, কখনো পেঁয়াজী-বেগুনি, ডাল-পুরি, সিঙ্গাড়া, ফুলুরি আর অবশ্যই বড়ো একবাটি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা মুড়ি ।

আজকেও তেমনি একটা শ্রাবনের সন্ধ্যা । তো বন্ধুরা চলো তেলেভাজা তৈরী করি আর এখানে রেসিপিটাও শেয়ার করি --

আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় : "তেলেভাজা রান্নার রেসিপি" 🍲🍴

নিয়মাবলী :

১. শুধুমাত্র তেলেভাজার রেসিপি শেয়ার করা যাবে । আলুর চপ, বেগুনি , পেঁয়াজি, সিঙ্গাড়া , ডাল পুরি (কচুরি), ডাল বড়া , ফুলুরি এই তেলেভাজার মধ্যে যে কোন একটি অথবা একাধিক তেলেভাজার রেসিপি শেয়ার করা যাবে ।

২. অন্য্ কোনো জায়গা থেকে রেসিপি হুবহু কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ । শুধুমাত্র নিজের লেখা রেসিপি শেয়ার করতে হবে ।

৩. রেসিপিটি নিজে প্রথমে প্রস্তুত করে তার স্টেপ বাই স্টেপ বর্ণনা দিতে হবে , সাথে অবশ্যই নিজের তোলা অরিজিনাল ফটো ।

৪. পুরোনো রেসিপি শেয়ার করা যাবে না । ২১শে জুন থেকে ২৭শে জুনের মধ্যে করা রেসিপিই শুধুমাত্র শেয়ার করা যাবে ।

৫. নিজের তোলা রেসিপির স্টেপ বাই স্টেপ ছবির সাথে একটা অবশ্যই সেলফি উইথ ফুড থাকতে হবে ।

৬. পোস্ট করার সময়সীমা ২১শে জুন থেকে ২৭শে জুনের মধ্যে । ২৭শে জুন বা তার পরে করা পোস্টটি কন্টেস্টের বহির্ভূত বলে গণ্য করা হবে ।

৭. পোস্ট করার সময় অবশ্যই amarbanglablog-contest এই ট্যাগটি ব্যবহার করতে হবে, অন্যথায় পোস্টটি disqualified হিসাবে গণ্য করা হবে ।

পুরস্কার :

১ম স্থান অধিকারী : ৩০ Steem

২য় স্থান অধিকারী : ২০ Steem

৩য় স্থান অধিকারী : ১০ Steem

বিচারক :

১. @amarbanglablog

২. @blacks

৩. @lovely01

Discord: https://discord.gg/5aYe6e6nMW


Cc:-
@steemitblog
@steemcurator01
@steemcurator02
@stephenkendal

Sort:  
 3 years ago (edited)

কনটেস্ট এ অংশগ্রহণের সময়সীমা শেষ । সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ।
২৮ তারিখ বিচারপর্ব সমাধা হবে ।
২৯ তারিখ পুরস্কার প্ৰদান করা হবে ।
০২ জুলাই নতুন কনটেস্ট এর ঘোষণা দেয়া হবে ।

 3 years ago 

এ বিষয় জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ভাই🌺

খুব সুন্দর আয়োজন। আশা করছি আমরা অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবো।

 3 years ago 

খুব সুন্দর আয়োজন।
আর স্টিম প্রাইজ আকর্ষণীয়। আশা করা যায়, প্রতিযোগিতা জাকজমক হবে।

চমৎকার কনটেস্ট

 3 years ago 

চমৎকার কনটেন্ট। আমিও অংশ নিবো। ইংশা আল্লাহ

ভাই আমি আজকে খুবই খুশি যে, আমার হাতে তৈরিকৃত তেলে ভাজা খাবার তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারব। আর যেগুলো রেসিপি দিয়েছেন সেগুলো পরেই তো আমার জিভে জল এসে গেছে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি তেলেভাজা জিনিস অনেক পছন্দ করি। ইনশাআল্লাহ আমি এই কনটেস্টে পার্টিসিপেন্ট করব

আমি অধির আগ্রহে বসে থাকলাম কখন রেসিপি গুলো সামনে আসবে। আমার ইচ্ছা হয় বিভিন্নধরনের রেসিপি সিখবো। খুব সুন্দর আয়োজন।

অনেক সুন্দর কনটেস্ট ভাইয়া।

 3 years ago 

যেভাবে আমাদের কমিউনিটি এগিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আসলেই সময়োপযোগী সিদ্ধান্ত এটা। আমি মনে করি সবাই খুব ভাল ভাবে অংশগ্রহণ করবে । ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 90526.91
ETH 3112.25
USDT 1.00
SBD 2.96