পরনিন্দা ও গীবত করা খুবই খারাপ একটি কাজ

in আমার বাংলা ব্লগ21 days ago

boy-6781192_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে মানুষের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে একজন আরেকজনকে নিয়ে পরনিন্দা করা বা গীবত করা। গীবত এবং পরনিন্দাকে এখন মানুষ তেমন কোন অপরাধ মনে পরেনা। অনেকেই মনে করে যে সে এই ভুলটি করেছে দিতেই আমরা এটা নিয়ে সমালোচনা করি। কিন্তু প্রকৃতপক্ষে কোন মানুষ যদি ভুল করে থাকে তাহলে সেটা তার সামনে সামনে বলা ঠিক আছে কিন্তু তার পিছনে গিয়ে সেই ব্যাপারটা নিয়ে অন্য মানুষের সাথে বলে তার সম্মানহানি করা সেটা মোটেও ঠিক নয়।

একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে সমালোচনা করতেই পারে কিন্তু সেটা অবশ্যই নীতি নৈতিকতার মধ্যে রেখে। একজন মানুষ আরেকজন মানুষকে যদি সম্মানহানি করার জন্য তার বিরুদ্ধে অন্য মানুষের সাথে তার শুধুমাত্র খারাপ দিকগুলো উপস্থাপন করা হয় তখন সেটা পরনিন্দিতা এবং গীবত হয়ে যায় যা ধর্মীয় এবং নীতিগতভাবে কখনোই সেটা গ্রহণযোগ্য নয়।

আমাদের ইসলাম ধর্মেও পরনিন্দা ও গীবত করা কি অনেক বড় অপরাধ বলে গণ্য করা হয়। অনিন্দা বা গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে বা খেলে যে গুনাহ হবে সেটা উল্লেখ করা হয়েছে। যা থেকে বুঝা যায় যে ধর্মীয়ভাবে ও পরনিন্দা করা কখনোই ঠিক নয়।

মানুষ মাত্রই অবশ্যই ভুল আছে। যে মানুষ অন্যের সমালোচনা নিয়ে বেশি পড়ে থাকে তাদের উচিত নিজের দোষ গুলোকে মনে করা তার মাধ্যমে কত দোষ হয়েছে বা পাপ হয়েছে। অন্যের সমালোচনা করার পূর্বে অবশ্যই নিজেকে পরিশুদ্ধ করতে হবে তারপর যদি কোন মানুষ ভুল করে থাকে তার সামনে সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে অথবা তাকে সুন্দর মত গ্রহণযোগ্য ভাবে বুঝিয়ে সমালোচনা করা যায়। আশা করি আমার সাথে আপনারও একমত হবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 20 days ago 

কারো সম্পর্কে কোন কিছু বলার আগে নিজেকে ওই বিষয়ে পরিশুদ্ধ হওয়া উচিত। নিজে যদি পরিশুদ্ধ না হই সেই বিষয়, তাহলে সেই বিষয় নিয়ে বলার কোন অধিকার আমাদের থাকে না। আর পরনিন্দা এবং গীবত এই বিষয়টা খুবই খারাপ একটি বিষয়। যারা এই কাজগুলো করে, সেই মানুষগুলো আমি একদমই পছন্দ করি না। তাছাড়া এই ধরনের মানুষের থেকে দূরে থাকাই উত্তম কাজ।

 20 days ago 

আসলে মানুষের গীবত এবং পরনিন্দা করা খুবই খারাপ কাজ। অন্যের সমালোচনা করা কোনভাবে কাম্য নয়। এতে করে নিজের যেমন মূল্যবান সময় নষ্ট হয় ঠিক তেমনি পরনিন্দা করতে করতে মনুষত্ববোধ হারিয়ে যাই । অন্যের সমালোচনা করতে করতে নিজের কাজের প্রতি মনোযোগ হারিয়ে যায়। তাই আমাদের এই বদ অভ্যাসগুলো থেকে ফিরে আসতে হবে। পারলে অন্যের প্রশংসা করতে হবে আর না পারলে কোনভাবে অন্য সমালোচনা বা, পরনিন্দা করা যাবে না। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37