কুরবানী ঈদের উদ্দেশ্য

in আমার বাংলা ব্লগ23 days ago

ramadan-5128849_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আগামীকাল আমাদের দেশে ঈদুল আযহা। ঈদুল আযহা তে আল্লাহর খুশির জন্য আমাদের ধর্মমতে পশু কুরবানী দিতে হয়। পশু কুরবানী দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। আল্লাহ তায়ালা প্রতিটা মানুষের অর্থনৈতিক অবস্থার ওপর বিবেচনা করে তার ওপর পশু কুরবানী করার ওয়াজিব করেছেন। যা প্রতিটা ধনী ব্যক্তি বা সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই পালন করতে হবে।

পশু কুরবানী দেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে এটা যারা অসহায় এবং গরিব মানুষ আছে তাদের মধ্যে পশুর মাংস বিতরণ করা। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা সারা বছর মাংস কিনে খেতে পারে না। এই পশু কুরবানী দেওয়ার মাধ্যমে সবার মধ্যে তিন ভাগের এক ভাগ মাংস বিতরণ করে গরিবদের খাওয়ানো বা খাওয়ার ব্যবস্থা করা।

ইসলামের প্রতিটা হুকুমে আল্লাহ কোন না কোন নির্দিষ্ট কারণ রেখেছেন। এই পশু কুরবানির মাধ্যমে একজন ব্যক্তির মাধ্যমে অন্য আরও অসহায় অনেক ব্যক্তি মাংস খেতে পারে বা আমিষের যোগান সেটার মাধ্যমে হয়। যার ফলে এটি একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে সোহাগদ্যপুণ্য আচরণ তৈরি হয়।

তাই আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তাদের অবশ্যই পশু কুরবানী দেওয়া উচিত। আমরা নিজেরাও মাংস খাবো এবং যারা গরিব মানুষ আছে তাদেরকেও মাংস বিতরণ করব। এই কুরবানীর ঈদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত। সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37