ধূমপান এবং মাদককে না বলুন

in আমার বাংলা ব্লগ17 days ago

cigarette-110849_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে যুবকদের মধ্যে ধূমপান করা বা মাদক সেবন করা তেমন একটা বড় কোন খারাপ কাজ নয়। তারা মনে করে যে ধূমপান করা এখন একটি ট্র্যাডিশনের মধ্যে পড়ে। তাদের ভাষ্যমতে এখন কম বেশি সবাই ধূমপান করে। যোগের সাথে তাল মিলিয়ে ধূমপান করতে হয় না হলে আনস্মার্ট থেকে যায়। অনেকেই স্মার্টনেস প্রকাশ করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে যায়।

ধূমপান বা মাদক প্রথমে একবার দুইবার করেই মানুষ একটা সময় আসক্তিতে পরিণত হয়। অনেকে শখের বসে ধুমপান করে বা মাদক সেবন করে। যা তার জন্য পরবর্তীতে এত পরিমাণে এডিকশনে পরিণত হয় যে তখন মাদক বা ধূমপান ছাড়া সে চলতেই পারে না। তখন ধূমপান বা মাদক না হলে তার জীবন থমকে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়।

আমাদের মধ্যে যারা শখের বসে মাদক সেবন করে বা ধূমপান করে তাদের এই কাজটি কখনোই করা উচিত নয়। মানুষের অনেক ধরনের শখ থাকে কিন্তু ধরনের সবগুলো একটা সময় আপনার জীবনকে নিঃশেষ করে দিতে পারে। আপনার জীবনে আপনি ভাল সবগুলো পূরণ করার চেষ্টা করুন কিন্তু খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে কখনোই ধূমপান বা মাদকমুখেই তুলবেন না।

আমাদের প্রত্যেকেরই উচিত মাদক বা ধূমপান থেকে নিজেকে দূরে রাখা। অনেকেই এটা মনে করে যে কোন একটি কষ্টের কারণে যখন মন খারাপ থাকে তখন মাদক সেবন করলে হয়তো কষ্ট কমে যাবে যা মোটেও ঠিক নয়। এটি একটি ভুল ধারণা, মাদক সেবন করলে আরো কষ্ট বেড়ে যায় মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। তাই মাদকে না করুন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 16 days ago 

আমি বাস্তবে দেখেছি শখের বসে অনেকেই মাদক সেবন করে তবে পরবর্তীতে তারা সেই ভয়াবহ পরিস্থিতির শিকার হয়। তাই আমার মনে হয় ধূমপান মাদক এসব থেকে অনেকটা দূরে থাকাই ভালো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57258.35
ETH 3065.68
USDT 1.00
SBD 2.33