একজন বেকার ছেলেকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া খুবই মহৎ কাজ

in আমার বাংলা ব্লগlast year

homeless-5283148_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে সবার মধ্যেই টাকা আয় করা নিয়ে খুবই হতাশা কাজ করছে। যুবক থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত এখন টাকা আয় করা নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন সবসময়। কারণ টাকা ছাড়া মানুষ চলতে পারেনা টাকাই এখন বর্তমানে সবকিছু। আমার পরিচিত অনেক যুবক আছে যাদের বয়স ৩০ হয়ে গেছে তারা টাকার অভাবে বিয়ে করতে পারছেন না। তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতেও চাচ্ছে না কারণ তার কোন চাকরি নেই তার টাকা নেই এইজন্য।

আমার কাছে মনে হয় বর্তমানে সবচাইতে ভালো কাজ হলো কোন বেকার ছেলেকে একটি কাজের সন্ধান করে দেওয়া। আমাদের পরিচিত অনেক বন্ধু এবং রিলেটিভ আছে যারা বেকার এবং খুবই অসহায় দিন পার করছে কাজের অভাবে। আমরা অনেকেই ভালো পোস্টে চাকরি করি, অনেকেই অনলাইনে কাজ করি, অনেকে অনেক জায়গাতে ভালো অবস্থায় আছি। তারা যদি চায় তাহলে অবশ্যই কোনো না কোনো একটি কাজের সন্ধান করে দিতে পারে। একজন মানুষকে আপনি অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন, কিন্তু তার দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান করার জন্য অবশ্যই তার একটি চাকরির প্রয়োজন অথবা কাজের প্রয়োজন। যেন সে আয় করতে পারে এবং তার নিজের এবং পরিবারের দায়িত্ব নিতে পারে।

আমরা যারা অনলাইনে কাজ করি। তাদের উচিত প্রতিবেশী অনেক বেকার আছে তাদেরকে নিজে যতটুকু পারেন কাজ শিখিয়ে দেওয়া এবং তাদের একটি কাজের উৎস খুঁজে দেওয়া। হয়তো আপনার এই ছোট্ট একটি সাহায্যের কারণে তার পিতা-মাতা এবং পরিবার অনেক ভালো থাকতে পারবে অথবা তার পড়ালেখা চালিয়ে যেতে পারবে। আপনার ছোট্ট একটি সাহায্য কারণে তাদের মুখে হাসি ফুটতে পারে।

চলুন আজ থেকে সবাই একটা প্রতিজ্ঞা করি যেন একজন মানুষকে হলেও নিজের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার সেটা আর্থিকভাবে না হলেও কোন একটি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন বা যেভাবে ইনকাম করেন চেষ্টা করবেন আরেকজনকে সেই জায়গাতে একটি কাজের সন্ধান করে দেওয়া। এই মহৎ কাজটি করতে পারলে আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যে আমার যারা পরিচিত বেকার আছে তাদের কাজের সন্ধান করে দেওয়া। আপনারা করুন ইনশাআল্লাহ সবাই একসাথে এগিয়ে যাবো।

ধন্যবাদ।

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর খুশি হয়েছি এমন সুন্দর একটা উদ্যোগ নিয়ে জনসচেতন মূলক পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে আমাদের সকলের উচিত অসহায় বেকার মানুষদের সহযোগিতা করা। কারণ বেকার কতটা অসহায় মানুষকে বুঝায় তা আমরা বুঝি।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 79049.07
ETH 2101.22
USDT 1.00
SBD 0.64