কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না

in আমার বাংলা ব্লগ9 days ago

face-1283106_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন মানুষের সাথে খুবই খারাপ ভাষায় কথা বলে এবং কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এই মানুষগুলো আমাদের হয়তো আপনজন অথবা কোন বন্ধু-বান্ধব যারা আমাদের খুবই কাছের তারাই মূলত আমাদেরকে ছোট করে বা কোন কটু কথার মাধ্যমে ছোট করে। তারা অনেক সময় আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে কত কথা বলে আবার অনেক সময় হাসির ছলে এমন সব কথা বলে যা আমাদের জন্য খুবই দুঃখজনক।

মানুষের মুখের কথা খুবই গুরুত্বপূর্ণ। যার মুখের কথা অনেক সুন্দর ও মার্জিত তাকে মানুষ অনেক বেশি ভালোবাসে এবং সম্মান করে। আর যে ব্যক্তি মানুষকে সম্মান করে কথা বলে না বা মানুষের সাথে খারাপ আচরণ করে কথা বলে তাদের কেউ পছন্দ করে না এবং সম্মানও করে না। আপনার কথার মাধ্যমে একজন মানুষ আপনাকে সম্মান করবে এবং আপনার কথার মাধ্যমে একজন মানুষ আপনাকে ঘৃণা করবে।

অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের কাছের মানুষদেরকে মজার ছলে এমন সব কথা বলে ফেলি যা তার কাছে হয়তো সেটা মজা নয়। তারা হয়তো এই কথাটির মাধ্যমে কষ্ট পেয়ে যায়। অনেক সময় দেখা যায় একজন মোটা মানুষকে আমরা উপহাস করে কথা বলে ফেলি বা তাকে কটুক্তি করি। একজন কালো মানুষকে আমরা কালো বলে উপহাস করি যার মোটেও ঠিক নয়।

তাই আমাদের কথা বলার ধরনকে সবার জন্য উপযোগী করতে হবে। এমনভাবে কোন কথা বলা যাবে না যা একজন মানুষ কষ্ট পায়। মানুষের সাথে সবসময় নম্রবাসী হয়ে কথা বলতে হবে। আপনার সুন্দর একটি কথার মাধ্যমে একজন মানুষের মুখে হাসি ফুটবে। অপরদিকে আপনার একটি খারাপ কথার মাধ্যমে একজন মানুষের মন ভেঙে যাবে। তাই কথা বলার সময় সাবধান হতে হবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31