বেকার না থেকে ছোট থেকে শুরু করুন

in আমার বাংলা ব্লগ14 days ago

man-1867175_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে যুবকদের মধ্যে হতাশাগ্রস্ত হওয়ার প্রবণতা দেখা যায়। তার অন্যতম একটি কারণ হচ্ছে বেকারত্ব বা কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে। অনেকেই মনে করে যে আমাকে অনেক বড় পোস্টে চাকরি করতে হবে কারণ আমিও চেয়ে অনেক শিক্ষিত যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় তার চাহিদা মত সে অনুযায়ী চাকরি সে বেকার থাকে এবং খুব হতাশ জীবন পার করে।

সত্যি কথা বলতে একজন মানুষ যদি ছোট থেকে শুরু করে তাহলে অবশ্যই সে একটা সময় ভালো পর্যায়ে যেতে পারে। কিন্তু একজন শিক্ষিত যুবক কখনোই চায়না ছোট থেকে শুরু করতে। সে চায় প্রথম থেকেই যেন অনেক বড় একটি চাকরি পায় এবং তার অনেক বেশি অর্থ ইনকাম করা চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের অনেক বেশি টাকার চাকরি পায় না। একটা সময় বেকারত্বের হার বাড়তে থাকে এবং এই বেকার যুবক গুলি অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে।

আমাদের দেশের প্রেক্ষাপটে অভিজ্ঞতা ছাড়া কখনোই কোন ভালো পোস্টে চাকরি পাওয়া যায় না। যখনই কোন একজন শিক্ষিত যুবক চাকরির জন্য যায় তখন তাকে একটি প্রশ্ন করা হয় আপনি আগে কোন এই রিলেটেড চাকরি করেছেন কিনা যদি সে না করে থাকে তাহলে তার চাকরিতে হয় না। তাই এর জন্য চাই ছোট থেকে শুরু করে অভিজ্ঞতা অর্জন করা। যখন অভিজ্ঞ হয়ে যাবেন তারপর আপনি অনেক ভাল পোস্টে চাকরির এপ্লাই করতে পারবেন এবং আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

তাই আমাদের উচিত বেকার বসে না থেকে ছোট চাকরি হলেও সেটা করা অথবা আমাদেরকে নিজের কর্মসংস্থান নিজে খুঁজে নেওয়া। বর্তমানে ছোট ছোট অনেক বিজনেস আছে যেগুলো চাইলে একজন যুবক করতে পারে। কিন্তু তাকে অবশ্যই মনের দিক থেকে এই ভাবনা রাখা যাবে না যে এই কাজটি ছোট আমি এই কাজটি করব না। তাকে এটা ভাবতে হবে যে সব কাজই সমান সব কাজেই সম্মানিত। কাজকে কখনো ছোট ভাবা যাবে না। তাহলেই বেকারত্বের হাত থেকে রক্ষা পাবেন এবং জীবনে সুখী হতে পারবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 13 days ago 

আসলে কেউ ছোট থেকে শুরু করতে চায় না এজন্যই প্রতিনিয়ত দেশে বেকারত্ব বাড়ছে। লেখাপড়া শেষ করে ছোট থেকে শুরু করেও এক পর্যায়ে বড় স্বপ্ন পূরণ করা সম্ভব এটা যদি সবাই বুঝতো তাহলে হয়তো বেকারত্ব আরো কমে যেত।

 13 days ago 

অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আজকে পোস্ট করেছেন। আপনার লিখা গুলো পড়ে সত্যি আমার অনেক ভালো লাগলো। আসলে আমাদের কোন মানুষকে বসে থাকা উচিত না আর কোন কাজ কে ছোট করে দেখা উচিত না। মানুষ ছোট থেকে বড় হয় ,আর কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা হয়, তেমন অভিজ্ঞতা ছাড়া কোন বড় কাজ করা সম্ভব নয়। আর আপনি ঠিক কথা লিখেছেন ভাইয়া মানুষ যদি ছোট কাজ থেকে শুরু করে তাহলে একদিন সে বড় পর্যায়ে উঠতে পারে ,ভালো লাগলো সুন্দর একটি পোস্ট দেখে।

 12 days ago 

সুন্দর কথা তুলে ধরে আজকের পোস্ট ভাগ করে নিয়েছেন ভাইয়া। অনেকেই আছে যে কাঙ্খিত যোগ্যতা অনুযায়ী চাকরি না পেলে চাকুরী না করে বেকার বসে থাকেন। এটা মোটেই ঠিক নয় ছোট থেকেই বড় কিছু করা সম্ভব। ধন্যবাদ আপনাকে সুন্দর কষ্টি ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 68123.51
ETH 3488.60
USDT 1.00
SBD 2.72