ভার্চুয়াল জগতে আমাদের সম্পর্ক গুলো

in আমার বাংলা ব্লগ10 days ago

persian-man-7324614_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে অনলাইনে জমানাতে কে আসল কে নকল কেন খুব কঠিন। হয়তো আপনি একজন মানুষকে আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন কিন্তু সে হয়তো সেটা আপনার দুর্বলতা মনে করছে। আপনি হয়তো যাকে সম্মান করছেন। কিন্তু অন্য প্রান্তের মানুষটি আপনাকে নিয়ে হয়তো উপহাস করছে। এই ভার্চুয়াল জগতে সত্যিকার মানুষ পাওয়া অনেক কঠিন।

এ অনলাইন জগতে মানুষ খুব সহজেই মানুষের সাথে প্রতারণা করতে পারে। বাস্তবিক জীবনে হয়তো একটা মানুষ আপনাকে চিনে আপনিও সেই মানুষটিকে ভালোমতোই চিনেন কিন্তু অনলাইনে একজন মানুষ আপনাকে যতটুক তার সম্পর্কে বলে ততটুকু আপনি জানতে পারবেন এর বেশি কিছু আপনার পক্ষে জানা সম্ভব নয়। যার ফলে একজন মানুষ আরেকজন মানুষের সাথে খুব সহজেই প্রতারণা করতে পারে।

ইন্টারনেট এবং অনলাইন আসার কারণে আমাদের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। মানুষের আচরণ মানুষের ধরন সবকিছু এখন পাল্টে গেছে। আমার কাছে মনে হয় এখন অনলাইনের জামানাতে মানুষ অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। একজন মানুষ অপর একজন মানুষের প্রতি এখন কঠিন আচরণ করছে।

তাই আমাদের অনলাইন এর সম্পর্কগুলো অনেক বেশি ভেবেচিন্তে করা উচিত। এমন কোন মানুষের সাথে সম্পর্ক জড়ানো উচিত নয় কথা বলা উচিত নয় যার দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অনেক ভেবেচিন্তে একজন মানুষের সাথে যে কোন সম্পর্কে জড়ানো উচিত। কারণ মানুষ তার স্বার্থের জন্য অনলাইনে আপনার সাথে প্রতারণা করতে দুইবার ভাববে না। এই ব্যাপারটি মাথায় রেখেই আমাদের অনলাইন সম্পর্ক গুলোতে জড়ানো উচিত।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57258.35
ETH 3065.68
USDT 1.00
SBD 2.33