আজকে ঈদের দিনটি কিভাবে কাটালাম

in আমার বাংলা ব্লগ22 days ago

father-622364_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে ছিল খুশির ঈদের দিন। আজকের দিনটিতে আমি খুবই ব্যস্ত ছিলাম পশু কোরবানি নিয়ে। সকালে ঘুম থেকে উঠার পর গরুকে গোসল করানো তারপর ঈদগায় গিয়ে নামাজ পড়া। তারপর বাসায় ফিরে এসে গরু কুরবানী করা এবং সবার মাঝে কুরবানীকৃত পশুর মাংস বিতরণ করা নিয়ে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আমার।

ঈদুল আযহা তে মূলত পশু কোরবানির মাধ্যমে সবার মধ্যে কুরবানীকৃত পশুর মাংস বিতরণ করা হয় যা আমার খুবই ভালো লাগে। আমাদের সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছে তারা কুরবানী দেয় তা থেকে যারা কুরবানী দেয়নি তাদেরকে একটি অংশ বিতরণ করার মাধ্যমে এই দিনটি খুবই উৎস উদ্দীপনা মাধ্যমে অতিবাহিত করলাম।

আজকে একটি ব্যাপার দেখি খুবই কষ্ট লেগেছে কিছু দুস্থ মহিলা আমাদের সমাজে এসেছিলেন যারা কুরবানীকৃত পশুর মাংস নেওয়ার জন্য। কিন্তু তারা অনেকের কাছে চাওয়ার পরেও অনেকেই তাদেরকে ছেড়ে দিয়েছে যা তাদের মনে খুবই কষ্ট লেগেছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি তাদেরকে খুশি করার জন্য এবং তাদের মাঝে মাংস বিতরণ করার জন্য। যা আমার কাছে খুবই মহৎ একটি কাজ মনে হয়।

আজকের এই ঈদের দিনটি সবার মধ্যেই অনেক বেশি আনন্দ বিরাজ করেছে। এই দিনটির মাধ্যমে যারা ধনী ব্যক্তি আছে তারা মানুষকে দান করে আনন্দ পান আর কিছু মানুষ দানকিত তো পশুর গোশত পেয়ে খুবই আনন্দিত হন। এই সকল কার্যক্রম নিজে করেছি এবং অন্যদের আয়োজন দেখে খুবই উপভোগ করেছি। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টস করে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35