সুন্দর করে কথা বলা এবং মনোযোগ দিয়ে কথা শুনা সুন্দর গুনsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

man-2933991_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবেয়

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে লিখব সেটা হলো, সুন্দর করে কথা বলা যেমন একটি সুন্দর গুন, তেমন কেউ কথা বলার সময় মনোযোগ দিয়ে কথা শোনাও একটি সুন্দর গুন। কিন্তু আমরা সুন্দর করে কথা বলার গুনটি সম্পর্কে জানলেও দ্বিতীয় ব্যাপারে আমরা অনেকেই জানিনা যে কেউ কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনাও ভদ্রতা এবং একটি মানুষের সুন্দর গুণ। কিন্তু মনোযোগ দিয়ে কথা শোনার গুণ অর্জনে আমাদের তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না।

কোন মানুষের কথা মন দিয়ে গুরুত্বের সাথে সোনা সাধারণ কোন গুণ বরং এটি একটি মানুষের বড় একটি গুণ। কিন্তু বর্তমানে আমরা শুনার চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি। যখন কেউ আমাদের সাথে কথা বলে তার কথা না শোনার আগেই আমরা চেষ্টা করি তার কথার উত্তর দিয়ে দিতে। মানুষটি আমাদের সাথে মনের কথা বলতে চাচ্ছে বা যে কথাটি সে বুঝাতে চাচ্ছে সেটি আমরা শোনার আগ্রহী থাকে না।

বর্তমান জেনারেশনের আরো বড় একটি সমস্যা হচ্ছে কেউ কথা বলার সময় মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করা। কোন একটা মানুষ তার মনের কথা বলছে কিন্তু বর্তমান জেনারেশনের প্রায় প্রত্তেকেই কথা না শুনে মোবাইল ব্যবহারে ব্যস্ত থাকে। বর্তমানে বন্ধুদের আড্ডায় যতটা না কথা বলা হয় তার থেকে বেশি মোবাইল ফোন ব্যবহার করা হয়। বর্তমানে এই সমস্যাটি একটি বড় একটি সমস্যা।

তাই বন্ধুরা আমি বলব আপনাদের সাথে কথা বলে তখন আপনি চেষ্টা করবেন তার কথাটি মনোযোগ দিয়ে শোনার পর সে কথাটির উত্তর দিতে। তাহলে সে মানুষটি আপনার প্রতি ইতিবাচক ধারনা হবে এবং তার পরবর্তীত্র কথা বলার আগ্রহ থাকবে। আশা করি আমার কথাগুলো বুঝতে। সবাই ভাল থাকবেন

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর একটি টপিক্স নিয়ে আজকের আলোচনা টি করেছেন। মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমেও অনেক সময় তাদের মনের কষ্ট কমিয়ে ফেলা সম্ভব। অথচ আমরা শুধু নিজেদের কথা বলাতেই ব্যস্ত থাকি বেশিরভাগ সময়ে। অনেক সময় তো দেখা যায় যে কথা শুরু করে, সে কি বলয়ে চায় সেটা শোনার আগেই মাঝপথে থামিয়েও নিজের কথা শেয়ার করি আমরা, যেটা একদমই অনুচিত।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.032
BTC 82576.74
ETH 1789.42
USDT 1.00
SBD 0.67