$PUSS Yield Farming Process

in আমার বাংলা ব্লগ2 months ago
$PUSS Yield Farming

cghcvhjk.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো রয়েছেন। বর্তমানে $PUSS কয়ের ঘিরে ব্যাপক আলোচনা চলছে। এবং $PUSS কয়েনকে ঘিরে বিভিন্ন ধরনের ফিচার আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। তেমনি একটি ফিচার হলো $PUSS yield farming. আজ $PUSS yield farming সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য শেয়ার করব। কিভাবে আপনারা এই ফার্মিং করতে পারবেন এবং $PUSS হোল্ডের মাধ্যমে একটি Passive Income করতে পারবেন। তবে চলুন শুরু করি।


ফার্মিং প্রসেস শুরু করার আগে কিছু বিষয়ে আপনাদের জানা অত্যন্ত জরুরী। এই ফার্মিং করতে গেলে আপনাকে দুইটি কয়েন একুয়ালি রাখতে হবে অর্থাৎ আপনি মনে করুন দশ হাজার $PUSS কয়েন হোল্ট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে 10000 $PUSS সমপরিমাণ মূল্যের trx আপনার Wallet এ লিকুইড হিসেবে থাকতে হবে। তাহলেই এই ফার্মিং এ আপনি অংশগ্রহণ করতে পারবেন। বর্তমানে যখন আমি এই পোস্টটি লিখছি এখন ফার্মিং APY হচ্ছে 144.5%.

$PUSS Yield Farming Process

1st Step
  • আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটি ওয়ালেট খুলে সেখানে লিকুইড কিছু TRX এবং আর কিছু পরিমাণে PUSS এনে রেখেছিলাম।

1.jpg


2nd Step
  • এই লিংকে ঢুকে আমরা Boost APY দেখতে পারবো, সেখানে ক্লিক করবো।

2.jpg

3.jpg


3rd Step
  • সেই পেজের একটু নিচের দিকে আসলেই একটি সার্চ দেওয়ার অপশন থাকবে। সেখানে PUSS লিখে সার্চ করতে হবে। যদিও আমাদেরটা সবার উপরেই শো করছে, সেখানে Get LP তে ক্লিক করতে হবে।

4.jpg


4th Step
  • ফার্মিং করার আগে অবশ্যই লিকুইডিটি অ্যাড করতে হবে এবং এর নামই হচ্ছে LP. এখানে আপনি যত পরিমান TRX লিখেন তার বিপরীতে সমমূল্যে কতটুকু PUSS FARMING করা যাবে সেটা শো করবে। আপনি যত পরিমানে PUSS Farming করবেন সেই সমমূল্যের TRX আপনার ওয়ালেটে লিকুইড ভাবে থাকতে হবে। পরবর্তীতে সেখানে পরিমান দিয়ে নিচের দিকে এসে Supply এ ক্লিক করতে হবে। পরবতীতে Confirm Supply এ ক্লিক করতে হবে।

5.jpg

6.jpg

7.jpg


5th Step
  • পরবর্তীতে আবার ব্যাক হয়ে এই পেজে চলে আসতে হবে। হোম পেইজ থেকে Boost APY এ ক্লিক করলেই এই পেইজ এ আসতে হবে। এবং Flexible Staking এ ক্লিক করবেন।

8.jpg


6th Step
  • Liquidity Pool এ ফান্ড রাখার জন্য এখানে আপনি LP Token পাবেন। এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করবেন।

9.jpg


7th Step
  • এখানে একাধিকবার কনফার্ম এর অপশন আসতে পারে। আপনারা সবগুলোতেই কনফার্মে ক্লিক করবেন এবং এখানে ট্রানজেকশন সাকসেসফুল একটি মেসেজে দেখতে পারবেন, তাহলেই আমাদের কাজ শেষ।

10.jpg

11.jpg


7th Step
  • সবকিছু ঠিকভাবে সাকসেসফুলি দেখালে আপনার ফার্মিং কনফার্ম হয়েছে এবং আপনার ফান্ড স্টেকিংয়ে রয়েছে। এটা দেখার জন্য আবার আপনাকে হোম পেইজ থেকে বুস্ট এ পি আই অপশনে ক্লিক করে। পুশ সার্চ করে Your Stake এই লেখাটি ক্লিক করলে আপনি কতটুকু Staking করেছেন, কতটুকু আর্ন করেছেন, সবকিছু দেখতে পারবেন এবং এখানে আপনারা আবারও ফান্ড এড করারও অপশন পাবেন।

12.jpg

13.jpg

অধিকাংশ ইউজাররাই মোবাইল ব্যবহার করেই এই কাজগুলো করে থাকে। তাই মোবাইল দিয়েই কিভাবে আপনারা খুব সহজেই স্টেকিং করতে পারবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। কোন ধরনের সমস্যা হলে এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন কিংবা টিকিট কেটেও আমাকে জানাতে পারেন, ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: $PUSS Yield Farming Process

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 months ago 

$PUSS ইয়েল্ড ফ্রের্মিং প্রসেসটা ধাপ খুবই চমৎকারভাবে তুলে ধরেছ। তোমার আজকের এই টিউটোরিয়াল পোস্টটি দেখে বেশ ভালো লাগলো। আমার বিশ্বাস অনেকেই উপকৃত হবেন।

 2 months ago 

ধন্যবাদ আম্মু।

 2 months ago 

আসলেই পুস স্টেকিং করে ভালোই ইনকাম করা যায়। অনেকেই পুস স্টেকিং করতে চাচ্ছে, কিন্তু স্টেকিং করার সিস্টেম জানতো না বলে করতে পারছিলো না। আপনি দারুণভাবে প্রতিটি স্টেপ দেখিয়েছেন ভাই। আশা করি এই পোস্টটি ফলো করে যে কেউ পুস স্টেকিং করতে পারবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

হ্যা আমিও চাই সবাই যেন স্টেকিংটা করে তাই সামান্য চেস্টা করলাম।

 2 months ago 

ভাইয়া আপনি আমরা কিভাবে পুস স্টেকিং করবো তা খুব সহজভাবে আমাদের দেখিয়েছেন। আমরা সবাই এখন খুব সহজেই আপনার এই পোস্ট দেখে পুস স্টেকিং করতে পারবো। পুস স্টেকিং এর মাধ্যমে সবাই আরও একটি ইনকাম সোর্স পেয়ে গেলো। ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য।

 2 months ago 

খুব সুন্দর এবং যুগোপযোগী একটি ব্লগ তৈরি করলেন। গত দুইদিন যাবৎ আমি এরকম একটি ব্লগ খুঁজতেছিলাম। আমি কিছু পুশ কয়েন স্ট্যাকিং করবো, ইনশাআল্লাহ। আপনার ব্লগটি পেয়ে অনেক খুশি হয়েছি। খুব সুন্দর ভাবে সবকিছু বিস্তারিত বর্ণনা করেছেন। সেজন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই।

 2 months ago 

অনেক সুন্দর একটা টিউটোরিয়াল আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই বিষয়টা সম্পর্কে আমাদের প্রায় সকলেরই জানা ছিল না আপনার এই টিউটোরিয়াল দেখে বিষয়টা সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করলাম।

 2 months ago 

এর আগে একদিন করতে গিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি মূলত সেই পরিমাণ trx ছিলনা যাই হোক এখন বিষয়টা বিস্তারিত বুঝতে পারলাম এবং পর্যায়ক্রমে আপনার এই পোস্টের সাহায্যে নিজে নিজেই স্টেকিং করে বাড়তি কিছু ইনকাম করতে পারব। বিস্তারিত বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে $PUSS ইয়েল্ড ফ্রের্মিং প্রসেসটা দেখিয়েছেন। আপনি একদম ঠিক বলেছেন ভাই অধিকাংশ ইউজার মোবাইল ইউজ করে সেজন্য মোবাইলে দেখেছেন বলে অনেকের জন্য বেশ উপকার হবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি টিউটোরিয়াল পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

$PUSS Yield Farming Process সম্পর্কে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। এই পোস্ট দেখে দেখে যে কেউ কাজগুলো করতে পাররে। চমৎকার একটি টিউটোরিয়াল পোস্ট সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 months ago (edited)

ওয়াও খুবই জরুরি একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।এই পোস্টটির মাধ্যমে পুশ ইয়েল্ড ফার্মিং এর পুরো বিষয় ক্লিয়ার হলাম।পুশ এর মূল্যের সমপরিমাণ trx লাগবে এটা জানতাম না।যখন পুশ ইয়েল্ড ফার্মিং করব অনেকটা কাজে লাগবে টিউটোরিয়াল পোস্টটি,ধন্যবাদ আপনাকে।

 last month 

অবশেষে আপনি পুস মাইনিং করার সম্পূর্ণ প্রসেস একটি পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা অনেকেই দীর্ঘ দিন সময় ধরে এমন একটি টিউটোরিয়াল পোস্টের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আজকে আপনার মাধ্যমে এতো সুন্দর একটি টিউটোরিয়াল পোস্ট পেয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91797.35
ETH 3122.69
USDT 1.00
SBD 2.98