You are viewing a single comment's thread from:

RE: আধুনিক গদ্য কবিতা কি আসলেই দুর্বোধ্য ? [পর্ব ০১]

in আমার বাংলা ব্লগ6 months ago

দাদা, আমি বিশ্বাস করি আপনি একজন কবি। নিজের মনের কথাগুলো কলমের মাধ্যমে লিখে প্রকাশ করাটা অনেক সহজে একটি বিষয় নয়, এই বিষয়টা আমরা অনেকেই পারি না। তবে কবিতার মনের ভাব একে অপরের থেকে ভিন্ন হবে, এই বিষয়টি স্বাভাবিক। তবে এই বিষয়ে আপনি একটি নতুন সিরিজ শুরু করেছেন। দেখি আপনার কবিতা গুলোর সাথে আমার ভাবনার মিল করতে পারি কিনা।

এক নম্বর অনু কবিতা পড়ে আমি যা বুঝেছি-

এখানে আমার মতে একতরফা ভালবাসার বহিঃপ্রকাশ হয়েছে। ভালোবাসার মানুষকে নিজের কথাটি বলতে না পাওয়ার বেদনাটি প্রকাশ পেয়েছে।

দুই নম্বর অনু কবিতা পড়ে আমি যা বুঝেছি-

এখানে আমার মতে, এই সমাজের ব্যস্ততা এবং এই সমাজের বেঁচে থাকতে হলে আমাদের দৈনন্দিন কাজগুলো একে অপরের কাছে পরিপূরক হয়ে ওঠে। এই কাজগুলো থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারি না।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.33
JST 0.054
BTC 95529.89
ETH 3818.47
SBD 4.10