You are viewing a single comment's thread from:

RE: মানব দৃষ্টিশক্তি।।৩১ মার্চ ২০২৪

in আমার বাংলা ব্লগ6 months ago

এইতো বছরখানিক আগে জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপ পাওয়া মহাকাশে পাঠানো হলো, পৃথিবীর L2 অবস্থান, সেটাও কিন্তু মানব সৃষ্ট একটি বড় সফল্য বলা চলে। মানবদৃষ্টি নিয়ে অনেক বেসিক বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করেছেন দাদা। আসলে আমাদের দৈনন্দিন বিষয়ে আমরা কখনো এত গভীরভাবে এই বিষয়গুলো কল্পনা করি না, সেই অ্যাটমিক লেভেল থেকে শুরু করেই এই মহাবিশ্বের গভিরতা প্রযন্ত। তবে এসব কিছু পসিবল হতো না যদি না আমাদের দৃষ্টি শক্তি না থাকতো এবং আমাদের দেখার ক্ষমতা না থাকতো। সেই বিষয়ে অনেক চমৎকার একটি শিক্ষনীয় পোস্ট করেছেন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58495.34
ETH 2300.70
USDT 1.00
SBD 2.47