You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১০
এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেলেন-
নেতা- চাচা, কথা দেন, ভোটটা আমাকেই দিবেন।
ভোটার- কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা- তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, এমন টা তো নয়।
ভোটার- তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।
হিহিহি।
হুম কথা দিলে তো দোষের কিছু নেই ৷ এবার ভোট এলে এভাবেই বলতে হবে ৷
হিহিহিহি!!!
তাহলে এই ভাবে কথা দিতে হবে লোকজন কে... হা হা হা....🤣
হ্যাঁ ভাই ভোটের দিনে তো পদপ্রার্থীরাও কথা চাই, আর ভোটাররাও কথা দেয়। আর কথা দিলে যে ভোট দিতে হবে এমনটি তো নয়। কৌতুকে যুক্তি ছিল। অসাধারণ হয়েছে।
হিহি🤣🤣 দারুন হয়েছে ভাই। কথা দিতে যখন সমস্যা নেই সবাইকেই কথা দেওয়া যায়।
এটা চমৎকার ছিল আমিও কথা দিলাম এবার আমিও ভোট দেবো।