You are viewing a single comment's thread from:

RE: একটি ননপ্রফিটেবল ইনিশিয়েটিভ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

এটা আসলে দুঃখের একটি বিষয় এত ভালো একটি প্ল্যাটফরম কে কিছু জনগোষ্ঠীর মিলে নস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকেই একাধিক অ্যাকাউন্ট খুলে মাইক্রো পোস্ট, স্পামিং ইত্যাদি করে যাচ্ছে। আসলে এখান থেকেই আমাদের এই প্ল্যাটফর্মের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইসব আইডির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে তাহলেই প্ল্যাটফর্মকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।

আমি আপনার সাথে একমত দাদা, কোন আইডিকে সরাসরি ডাউনলোড প্রদান করার পক্ষে আমি নই। তবে তাকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরও যদি সে একইভাবে কাজ চালিয়ে যায় সে ক্ষেত্রে আমরা ডাউনলোড দিতে পারি।

তবে এই উদ্যোগটি পরিচালনার জন্য একটি দক্ষ টিমের প্রয়োজন হবে। যেই টিম বিভিন্ন কমিউনিটি এবং বিভিন্ন পোস্ট চেক করে তাদেরকে ওয়ার্নিং দিবে এবং পরবর্তীতে একটি পরিসংখ্যান তুলে ধরবে। আপনি যে পরিসংখ্যান তুলে ধরেছেন সেটি সত্যিই ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সুন্দর একটি প্ল্যাটফর্ম খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে।

আমি যখন এই সিস্টেমের প্লাটফর্মে জয়েন করি তখন দু-তিনটা এরকম প্রজেক্ট ছিল যারা অ্যাবিউজ এবং স্পামিং এর বিরুদ্ধে কাজ করতো। কিন্তু দুঃখের বিষয় সেগুলো আর এখন সচল নেই। আমরা এমন একটি প্রজেক্ট চালু করতে পারি, যা পরিচালিত হবে একটি দক্ষ টিম দারা। সেই দক্ষ টিমটি একটি নিয়মের মধ্যে থাকবে এবং নিয়মের মধ্যে থেকেই তারা কাজ করবে।।

এত বড় একটি উদ্যোগ শুধুমাত্র কিছু মেম্বার বা টিম দিয়ে মেকআপ করা সম্ভব হবে না। সে ক্ষেতে আমি মনে করি আমাদের কমিউনিটির যত জন মেম্বার রয়েছে তারা যদি এরকম মাইক্রো পোস্ট স্পামিং জাতীয় কোন পোস্ট দেখে তাহলে যেন সেই টিমের সাথে যোগাযোগ করে।

সর্বশেষে আমি এটা মনে করি দাদা, যদি এখন থেকে কোন অ্যাকশন নেওয়া নেওয়া না হয় তাহলে স্টিমিট এত সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে হয়তো ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। এই ছিল আমার সংক্ষিপ্ত মন্তব্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15