You are viewing a single comment's thread from:

RE: "রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার" (Light! where is light?)

in আমার বাংলা ব্লগ4 years ago

অনেক সুন্দর বিষয়টি উপস্থাপন করেছেন দাদা। আমাদের সবাইকে এখন থেকেই সচেতন অবস্থা থাকতে হবে শুধুমাত্র করোনা মহামারী একমাত্র চিন্তার কারণ নয়। পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে চলেছে। এই দিকে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন স্থানে দেখা দিচ্ছে যা প্রতি বছর বছর রেকর্ড করা হচ্ছে। পৃথিবীর ফুসফুস আমাজন বন সেটিও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দাবানল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বন্যা, সুনামি ইত্যাদি লেগেই রয়েছে। আমাদের সবার উচিত এখন পরিবেশে দিকে নজর রাখা। বেশি করে গাছ লাগানো।

Sort:  
 4 years ago 

পৃথিবী আসলেই রুগ্ন এখন, তার জন্য দায়ী তার সর্বশেষ্ঠ সন্তান "মনুষ্যগণ" ।আমরা এটা বুঝতে ব্যর্থ যে প্রকৃতির বিরুদ্ধাচারণ করলে প্রকৃতি তাকে কখনোই ক্ষমা করে না । আর প্রকৃতির প্রতিশোধ যে কি ভয়ানক হতে পারে তা তো আমি প্রত্যক্ষ করছি, কিন্তু এ থেকে কোনো শিক্ষা গ্রহণ করছি কি ?

 4 years ago 

@rme

সচেতন মানুষ সবকিছু থেকে শিখার জন্য চেষ্টা করে। বর্তমানে প্রাকৃতিক যে অবস্থায় সেটার জন্য আমরাই দায়ী। পৃথিবীর কিছু সংস্থা এই পরিবেশকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পৃথিবীর যে ক্ষতি করছে শুধুমাত্র বড় বড় কল কারখানা এবং কার্বন গ্যাস নিঃসরণ প্রতিষ্ঠানগুলো তা কিন্তু নয় এর মধ্যে আমরাও রয়েছি। পৃথিবীতে প্রায় ২০০ মিলিয়ন মানুষের খাবার অপচয় হয় প্রতিদিন এবং অপরদিকে ৮০ মিলিয়ন মানুষ প্রতিদিন অনাহারে ঘুমোতে যায়। এই অপচয় কৃত খাবার থেকে বিষাক্ত মিথেন গ্যাস উৎপন্ন হয় যা আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবেশকে রক্ষা করতে হলে শুধুমাত্র কিছু সংস্থা কে এগিয়ে আসলে চলবে না পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এই পরিবেশ রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.031
BTC 84522.25
ETH 1591.94
USDT 1.00
SBD 0.85