Puss2Bux এর মাধ্যমে PUSS SELL করার অভিজ্ঞতা
Puss2Bux
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি নতুন একটি অভিজ্ঞতার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট এবং দাদার পোস্টেও পোস্টে PUSS2BUX একটি ওয়েবসাইটের কথা জেনেছেন। সেখানে খুব সহজেই আপনি আপনার PUSS বিক্রি করে STEEM/TRX/USDT তে আপনার PUSS অ্যামাউন্ট গুলো কনভার্ট করতে পারবেন। এটা অনেকটাই ইজি প্রসেস এবং আমিও সেটা করেছি। সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক।
প্রথমেই এর সুবিধা গুলো দেখে নেওয়ার চেষ্টা করি:
১. অর্ডার বুকে যে প্রাইজ দেওয়া থাকবে সেই প্রাইজ অনুযায়ী আপনারা সেল দিতে পারবেন। অন্যান্য CEX কিংবা ডিএক্স এক্সচেঞ্জে আপনারা সেল করতে গেলে সে ধরনের সেল অর্ডার থাকে না। যার কারণে যেই অর্ডারটা দেখায় তার থেকে অনেক কম দামে কিন্তু PUSS গুলো সেল হয়ে যায়। এটা একটু বড় সুবিধা বলে আমি মনে করি।
২. খুব সহজেই, খুব তারাতারি PUSS সেল দেওয়া যায়।
৩. অন্যান্য জায়গায় সেল করার যে fee রয়েছে তার তুলনায় এখানে সেল করার fee অনেকটাই কম।
৪. আপনার অর্ডারটি কোন অবস্থানে রয়েছে, সেটা আপনি দেখতে পারবেন এবং খুব সহজেই সেখান থেকে সার্ভিস গ্রহন করতে পারবেন।
৫. আপনারা চাইলে নিজের নাম পরিবর্তন করেও এখানে সেল দিতে পারবেন। এতে করে কে সেল দিচ্ছে, কতটুকু সেল দিচ্ছে, এটা শুধুমাত্র যিনি সেল দিচ্ছে তিনি জানতে পারবেন।
৬. আপনি আপনার একাউন্ট থেকে কতগুলো সেল দিয়েছেন সেই অর্ডার হিস্ট্রিও আপনি এখান থেকে দেখতে পারবেন।
৭. Deposit Fees ফ্রি
৮. Exchange Fees মাত্র ১%
৯. Fixed Fees মাত্র 1 STEEM / 1 TRX / 1 USDT
১০. এক সাথে অনেক PUSS সেল দিতে পারবেন, সেইম প্রাইসে। এটা অনেক বড় সুবিধা।
ওয়েবসাইট লিংক : https://puss2bux.com/
- প্রথমে এই লিংকে গিয়ে একটি একাউন্ট ওপেন করে নিয়েছি https://puss2bux.com/register.php । এবং লগইন করে নিয়েছি।
- এরপরে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে কতটুকু PUSS সেল করবো সেই অ্যামাউন্ট দিয়েছি এবং সেটা TRX এ নেব সেটাও দিয়েছি। সর্বশেষে TRX অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি।
- এরপরে একটি ইনভয়েস তৈরি হবে, সেখানে কতটুকু অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে সেটা কপি করে দিতে হবে এবং সেই সাথে 15 মিনিট পাবো সেই ডিপোজিটা কনফার্ম করার জন্য, আপনি সেই অ্যাড্রেস অনুযায়ী ডিপোজিট করার পরে আপনার অর্ডারটি পেইড দেখাবে।
- সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেলে কিছুক্ষণ পরেই সেই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে , আপনি যেই এড্রেসটি দিয়েছেন সেই এড্রেসে আপনার অ্যাসেট গুলো চলে যাবে।
ব্যস, হয়ে গেল আমাদের ট্রানজেকশন কমপ্লিট । খুব সহজেই আপনারাও এই ট্রানজেকশন গুলো করে নিতে পারবেন।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: Puss2Bux এর মাধ্যমে PUSS SELL করার অভিজ্ঞতা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
নতুন একটা বিষয়ে সুন্দর ধারণা পেলাম। কিছুদিন আগে দেখলাম এই বিষয়ে দাদা একটি পোস্ট শেয়ার করেছেন। আজকে কিভাবে সেল দিতে হয় এটা আপনার মাধ্যমে জানার সুযোগ পেলাম। Puss2bux সম্পর্কে ধারণা পেয়ে বেশ খুশি হলাম।
আপনার পোস্ট পড়ার পর মনে হচ্ছে পুশ সেল করার জন্য সবথেকে ভালো মাধ্যম হলো Puss2Bux। সেই সাথে সেল করা পদ্ধতিটাও সুন্দর করে উপস্থাপন করেছেন। অন্যান্য এক্সচেঞ্জে সেল করার থেকে Puss2Bux এ সেল করা যেহেতু সব দিক থেকেই বেটার মনে হচ্ছে তাই এখানেই এখন থেকে পুষ সেল দিব। ধন্যবাদ ভাই পুরো বিষয়টিকে ক্লিয়ারলি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
এই পদ্ধতি ফলো করে তো দেখছি খুব সহজেই পুস কয়েন বিক্রি করা যাবে। আপনি পুস কয়েন বিক্রি করার ধাপগুলো দারুণভাবে দেখিয়েছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নতুন একটা কিছু বিষয় সম্পর্কে ধারণা পেলাম ভাইয়া। এখানে খুব সহজেই আমরা আমাদের প্রিয় কয়েন কনভার্ট করতে পারব। বিষয়টা অনেক সুন্দর ক্লিয়ার করে দিয়েছেন।
PUSS2BUX আমাদের সকলের জন্য দাদার পক্ষ থেকে বড় একটি পাওয়া। আপনি দেখছি PUSS2BUX ডেস্কের মধ্যে বেশ কিছু পরিমাণ পুস কয়েন সেল করে তার টিউটোরিয়াল শেয়ার করেছেন। আসলে এই টিউটোরিয়াল টি আমাদের সকলের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে আমি আপনার এই টিউটোরিয়াল এর মাধ্যমে অনেক কিছু বিষয় জানতে পারলাম।
বাহ বেশ সুন্দর ভাবে পোস্ট টা উপস্থাপন করেছেন ভাই। আমি প্রথম দিনই ট্রাই করে কনভার্সন করেছিলাম। প্রসেস টা বেশ ভালো লেগেছে আমার। এটা বেশ কার্যকরী। আশাকরি আপনার টিউটোরিয়াল টা অনেকের কাজে লাগবে।