Puss2Bux এর মাধ্যমে PUSS SELL করার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 days ago

Puss2Bux


Siam.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি নতুন একটি অভিজ্ঞতার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট এবং দাদার পোস্টেও পোস্টে PUSS2BUX একটি ওয়েবসাইটের কথা জেনেছেন। সেখানে খুব সহজেই আপনি আপনার PUSS বিক্রি করে STEEM/TRX/USDT তে আপনার PUSS অ্যামাউন্ট গুলো কনভার্ট করতে পারবেন। এটা অনেকটাই ইজি প্রসেস এবং আমিও সেটা করেছি। সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক।


প্রথমেই এর সুবিধা গুলো দেখে নেওয়ার চেষ্টা করি:


১. অর্ডার বুকে যে প্রাইজ দেওয়া থাকবে সেই প্রাইজ অনুযায়ী আপনারা সেল দিতে পারবেন। অন্যান্য CEX কিংবা ডিএক্স এক্সচেঞ্জে আপনারা সেল করতে গেলে সে ধরনের সেল অর্ডার থাকে না। যার কারণে যেই অর্ডারটা দেখায় তার থেকে অনেক কম দামে কিন্তু PUSS গুলো সেল হয়ে যায়। এটা একটু বড় সুবিধা বলে আমি মনে করি।

২. খুব সহজেই, খুব তারাতারি PUSS সেল দেওয়া যায়।

৩. অন্যান্য জায়গায় সেল করার যে fee রয়েছে তার তুলনায় এখানে সেল করার fee অনেকটাই কম।

৪. আপনার অর্ডারটি কোন অবস্থানে রয়েছে, সেটা আপনি দেখতে পারবেন এবং খুব সহজেই সেখান থেকে সার্ভিস গ্রহন করতে পারবেন।

৫. আপনারা চাইলে নিজের নাম পরিবর্তন করেও এখানে সেল দিতে পারবেন। এতে করে কে সেল দিচ্ছে, কতটুকু সেল দিচ্ছে, এটা শুধুমাত্র যিনি সেল দিচ্ছে তিনি জানতে পারবেন।

৬. আপনি আপনার একাউন্ট থেকে কতগুলো সেল দিয়েছেন সেই অর্ডার হিস্ট্রিও আপনি এখান থেকে দেখতে পারবেন।

৭. Deposit Fees ফ্রি

৮. Exchange Fees মাত্র ১%

৯. Fixed Fees মাত্র 1 STEEM / 1 TRX / 1 USDT

১০. এক সাথে অনেক PUSS সেল দিতে পারবেন, সেইম প্রাইসে। এটা অনেক বড় সুবিধা।



dssddds.png

ওয়েবসাইট লিংক : https://puss2bux.com/



1st Step


111111111.png

  • প্রথমে এই লিংকে গিয়ে একটি একাউন্ট ওপেন করে নিয়েছি https://puss2bux.com/register.php । এবং লগইন করে নিয়েছি।

2nd Step


222222222222222222.png

  • এরপরে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে কতটুকু PUSS সেল করবো সেই অ্যামাউন্ট দিয়েছি এবং সেটা TRX এ নেব সেটাও দিয়েছি। সর্বশেষে TRX অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি।

3rd Step


3333333333333333333.png

44444444444444444.png

55555555555555555555555555.png

  • এরপরে একটি ইনভয়েস তৈরি হবে, সেখানে কতটুকু অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে সেটা কপি করে দিতে হবে এবং সেই সাথে 15 মিনিট পাবো সেই ডিপোজিটা কনফার্ম করার জন্য, আপনি সেই অ্যাড্রেস অনুযায়ী ডিপোজিট করার পরে আপনার অর্ডারটি পেইড দেখাবে।

4th Step


6666666666666666666.png

  • সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেলে কিছুক্ষণ পরেই সেই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে , আপনি যেই এড্রেসটি দিয়েছেন সেই এড্রেসে আপনার অ্যাসেট গুলো চলে যাবে।

ব্যস, হয়ে গেল আমাদের ট্রানজেকশন কমপ্লিট । খুব সহজেই আপনারাও এই ট্রানজেকশন গুলো করে নিতে পারবেন।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: Puss2Bux এর মাধ্যমে PUSS SELL করার অভিজ্ঞতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 days ago 

নতুন একটা বিষয়ে সুন্দর ধারণা পেলাম। কিছুদিন আগে দেখলাম এই বিষয়ে দাদা একটি পোস্ট শেয়ার করেছেন। আজকে কিভাবে সেল দিতে হয় এটা আপনার মাধ্যমে জানার সুযোগ পেলাম। Puss2bux সম্পর্কে ধারণা পেয়ে বেশ খুশি হলাম।

 2 days ago 

আপনার পোস্ট পড়ার পর মনে হচ্ছে পুশ সেল করার জন্য সবথেকে ভালো মাধ্যম হলো Puss2Bux। সেই সাথে সেল করা পদ্ধতিটাও সুন্দর করে উপস্থাপন করেছেন। অন্যান্য এক্সচেঞ্জে সেল করার থেকে Puss2Bux এ সেল করা যেহেতু সব দিক থেকেই বেটার মনে হচ্ছে তাই এখানেই এখন থেকে পুষ সেল দিব। ধন্যবাদ ভাই পুরো বিষয়টিকে ক্লিয়ারলি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 days ago 

এই পদ্ধতি ফলো করে তো দেখছি খুব সহজেই পুস কয়েন বিক্রি করা যাবে। আপনি পুস কয়েন বিক্রি করার ধাপগুলো দারুণভাবে দেখিয়েছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

নতুন একটা কিছু বিষয় সম্পর্কে ধারণা পেলাম ভাইয়া। এখানে খুব সহজেই আমরা আমাদের প্রিয় কয়েন কনভার্ট করতে পারব। বিষয়টা অনেক সুন্দর ক্লিয়ার করে দিয়েছেন।

 yesterday 

PUSS2BUX আমাদের সকলের জন্য দাদার পক্ষ থেকে বড় একটি পাওয়া। আপনি দেখছি PUSS2BUX ডেস্কের মধ্যে বেশ কিছু পরিমাণ পুস কয়েন সেল করে তার টিউটোরিয়াল শেয়ার করেছেন। আসলে এই টিউটোরিয়াল টি আমাদের সকলের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে আমি আপনার এই টিউটোরিয়াল এর মাধ্যমে অনেক কিছু বিষয় জানতে পারলাম।

 16 hours ago 

বাহ বেশ সুন্দর ভাবে পোস্ট টা উপস্থাপন করেছেন ভাই। আমি প্রথম দিনই ট্রাই করে কনভার্সন করেছিলাম। প্রসেস টা বেশ ভালো লেগেছে আমার। এটা বেশ কার্যকরী। আশাকরি আপনার টিউটোরিয়াল টা অনেকের কাজে লাগবে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 102118.53
ETH 3241.93
SBD 4.73