ঈদের কেনাকাটা পর্ব ২ || [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago
ঈদের কেনাকাটা

কেনাকাটা আমি খুব বেশিশি একটা করি না কিন্তু এবার মনে হয় একটু বেশি কেনাকাটা করছে, জানিনা কেন। তবে সব প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কেনা হচ্ছে না। মোটামুটি কাপড় কেনা শেষ হলেও আমার প্যান্ট কেনা হয়নি এবং আম্মুর জামা কেনা হয়নি।

IMG_20220426_152040.jpg

Device : One Plus

What's 3 Word Location

আমাদের নীলফামারীতে বেশ কিছু মার্কেট হয়েছে। এর আগে যে মার্কেট শপিং করতে গিয়েছিলাম সেটি নীলফামারী পৌরমার্কেট। আজকে যে মার্কেটে গিয়েছিলাম সেটি তার পাশের একটি মার্কেট। নতুন হয়েছে মার্কেটটটি, যেখানে বিভিন্ন ধরনের ব্রান্ডের দোকান দিয়েছে যা দেখে অনেক ভালো লাগলো। এর আগে এই দোকানগুলো ছিল না সেখানে প্রথমে ঢুকলাম। সেখানে আম্মু একটি জামা পছন্দ করল এবং পরবর্তীতে সে জামাটা নিয়ে নিল।

নীলফামারী পৌর মার্কেটে যেগুলো নরমাল দোকান ছিল সেগুলো কে ৫০০ টাকার জিনিস ৫০০০ টাকায় বিক্রি করছে এমন রেকর্ড পাওয়া গেছে. কিন্তু ব্রান্ডের জিনিসের দাম সম্পূর্ণ বাংলাদেশ একই থাকে সেজন্য এখানে দামদামি বা বার্গেটিং করার কিছুই থাকে না। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

IMG_20220426_151452.jpg

Device : One Plus

What's 3 Word Location

মার্কেটে গেলে কেন জানি সব কিছু নিতে ইচ্ছা করে। যেমন, আমি নতুন ঘর তৈরী করেছি সেখানে বিছানা চাদর এবং বালিশের কভার গুলো এখনো তৈরি করা হয়নি। তার জন্য একটি মার্কেটে গিয়ে থান কাপড় কিনে আনলাম, যেগুলো আমি নিজের পছন্দ মত বানিয়ে নেব। এরপরে আমার রুমের লাইট লাগবে যেগুলোর আলো ভালো হবে সেগুলো পরবর্তীতে আমি কিনে নিয়েছি।

IMG_20220426_133930.jpg

IMG_20220426_154555.jpg

Device : One Plus

What's 3 Word Location

এর পরে মনে পরলো সব কিছু কেনা হয়েছে কিন্তু জুতা কেনা হয়নি এবং আমার ছোট ভাইকে কিছু গিফট করবো সেগুলো কেনা হয়নি। তাই চলে গেলাম কিছু জুতার দোকানে এবং পরবর্তী সেখান থেকে জুতা কিনে আমি একটি ঘড়ি এবং একটি সানগ্লাস কিনে নিলাম আমার ছোট ভাইকে গিফট করার জন্য।

IMG_20220426_153418.jpg

IMG_20220426_153645.jpg

IMG_20220426_134629.jpg

Device : One Plus

What's 3 Word Location

প্রায় অনেক সময় হয়ে গেছিল মার্কেটে গিয়ে। আমি অনেক চিন্তা করলাম যতক্ষণ মার্কেটে থাকবো ততক্ষন খরচ হবেই। তাই তাড়াতাড়ি বাসায় যাও সিদ্ধান্ত গ্রহন করলাম। জানিনা মার্কেট থাকলে আর কি কেনার নেশা উঠে যাবে মাথার মধ্যে। বাসায় এসে সবকিছু গুছিয়ে নিলাম একটি ছবি তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমি আমার রুমে লাইন সেটআপ করব তার জন্য বেশ কিছু লাইট কিনে এনেছি। আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।

IMG_20220426_162851.jpg

Device : One Plus

What's 3 Word Location



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ঈদের কেনাকাটা পর্ব ২

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 years ago (edited)

আপনি চমৎকারভাবে আপনার ঈদের কেনাকাটার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আর আপনার আরেকটি কথা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি এর সাথে একমত যে, একদাৃমের দোকান থেকে কেনা অনেক ভাল। কেননা দাম নিয়ে বার্গেটিং করা লাগেনা৷

 3 years ago 

জি ভাই ঠিক ধরেছেন, বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট এমন সময়ে শুধুমাত্র ব্রান্ডের কাপড়ের একমাত্র ভরসা। সেখানে দাম বেশি চাওয়ার অপশন থাকেনা।

 3 years ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন? দ্বিতীয় পর্বের ঈদের কেনাকাটা দেখে খুব ভালো লাগলো। আমিও প্রায় লটো শোরুম থেকে জুতা নি। এই জুতাগুলো গুণগত মান মোটামুটি ভালো আছে। আজকে আপনি অনেক জিনিস ক্রয় করেছেন। নিশ্চয় আপনার মাঝে অন্যরকম অনুভূতি কাজ করছে। এত অসাধারন পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 3 years ago 

প্রতিবছর এই রকম অনুভূতি সাক্ষী হই, তারপরে এবার একটু স্পেশাল একটা অনুভূতি হচ্ছে। যাইহোক সবকিছু আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা।

 3 years ago (edited)

শপিং করার দ্বিতীয় পর্ব দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সুন্দর শপিং মলে গিয়ে শপিং করেছেন। তবে নিউ মার্কেটের কথা শুনে ভালোই মজা পেলাম। ৫০০টাকা জিনিস ৫০০০ টাকা। আসলে সকল নিউ মার্কেটে মার্কেটে এরকমই হয়। আমাদের সিরাজগঞ্জে ৩০০টাকার জিনিস ৩০০০ টাকা ৫০০ টাকা দিয়ে কেনা হয়। নিউমার্কেটের এরকম দামাদামি, আমার কাছে ভালো লাগে না।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই এর থেকে বাঁচার জন্য আমাদের সকলের উচিত ব্রান্ডের জিনিস বেশি বেশি করে কেনা। ব্যান্ডের জিনিসে বেশি দাম চাওয়ার কোনো অপশন থাকেনা।

 3 years ago 

কিন্তু এবার মনে হয় একটু বেশি কেনাকাটা করছে, জানিনা কেন। তবে সব প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কেনা হচ্ছে না।

প্রয়োজনীয় জিনিস বেশি কিনলে ও সমস্যা নেই।ঈদে যে জমিয়ে কেনাকাটা করছেন সেটা বুঝতে পারছি।আমার ও খুব ভালো লাগে কেনাকাটা করতে।ঘড়িটি সুন্দর হয়েছে, আপনার ভাই নিশ্চয়ই অনেক খুশি হয়েছে।দারুণ একটি সময় পার করেছেন কেনাকাটার মধ্য দিয়ে আপনারা।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। এই রোজার ঈদে মূলত বেশি কেনাকাটা হয় কারণ এক বছর পরে ঈদ পাই এবং ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো নিজের খুশি অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়া।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাই। মার্কেটে গেলে মনে হয় সব কিছুই কিনি। সবগুলোই অনেক সুন্দর লাগে। আপনার ছোট ভাইকে গিফট করা ঘড়িটা অনেক সুন্দর ছিল। ঈদ উপলক্ষে আপনি এবং আপনার আম্মু অনেক জিনিসপত্র কিনেছেন। প্রথম পর্বটি ও দেখেছি। ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঘড়ি টি আমার অনেক পছন্দ হয়েছে। ঘরিটি কিনেছি আমার ছোট ভাইয়ের জন্য।।

 3 years ago 

ভাইয়া ঈদ মানেই তো আনন্দ আর কেনাকাটা তবে প্রয়োজনীয় জিনিস কেনাটাই ভালো ৷পোষ্টি সম্পুর্ণ দেখলাম অনেক কিনিছেন ৷ সর্বোপরি বলব আপনার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনাই করি৷
ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে প্রয়োজনের জিনিস গুলো অনেক বেশি এবার হয়ে গিয়েছে। তাই কেনাকাটা একটু বেশি হয়েছে।

 3 years ago 

আপনার মত আমিও অনেকটা,প্রয়জন ছাড়া কেনকাটা করতে মোটেও ভালো লাগে না আমার।সেটা ঈদ হোক আর যে সময় এই হোক।কিন্তু প্রয়োজন হলে আমি যেকোনো সময় দৌড় মারি মার্কেটে।😁

আর মার্কেট থেকে তাড়াতাড়ি চলে এসে ভালই করেছেন,কারণ যত ঘুরবেন ততই ভালো লাগবে আর কেনার সাধ জাগবে😂

 3 years ago 

আমি আবার কাপড় জামা কাপড়ের তুলনায় টেক রিলেটেড জিনিস বেশি কেনাকাটা করতে পছন্দ করি।

 3 years ago 

কাম সাড়ছে এ কতো শপিং করেছেন ভাই মাথানষ্ট। দেখে মনে হচ্ছে আপনি তো নূসূরা আপুকে হারিয়ে দিবেন না হা হা।

নীলফামারী পৌর মার্কেটে যেগুলো নরমাল দোকান ছিল সেগুলো কে ৫০০ টাকার জিনিস ৫০০০

কিছুদিন থেকে সারা দেশের এইরকম নিউজ চোখে পড়ছে। আসলে সবারই নীতি বলে কিছু থাকার দরকার আছে। যাইহোক ভালো ছিল আপনার ঈদ শপিং। অগ্রিম ঈদ মোবারক।।

 3 years ago 

কাম সাড়ছে এ কতো শপিং করেছেন ভাই মাথানষ্ট। দেখে মনে হচ্ছে আপনি তো নূসূরা আপুকে হারিয়ে দিবেন না হা হা।

আরে না, কী যে বলেন!!! কোন মেয়েদেরকে কি শপিং নিয়ে হারানো সম্ভব! কখনোই না... আমি শুধুমাত্র আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি..

 3 years ago 

👌👌👌👌

 3 years ago 

এটা একদম ঠিক বলেছেন। যতক্ষণ মার্কেটে থাকা হয় ততক্ষণই কেনো জানি কিছু না কিছু কেনা হয় এবং প্রয়োজন ও সেই সাথে বাড়তে থাকে। তাই বুদ্ধিমানের কাজ করেছেন, কেনাকাটার শেষের দিকে চলে এসেছেন।

 3 years ago 

গতকাল লাইট কেনার কোনো কথা ছিল না। গতকাল তিনটা লাইট কিনেছি পরবর্তীতে আবার আজ গিয়ে বিভিন্ন ধরনের লাইটিং কিনে এনেছি। এখুন শুধু শপিং করতেই ইচ্ছা করছে।

 3 years ago 

ঈদের জন্য ভালই কেনাকাটা করেছেন ভাইয়া, তবে আর কতদিন সিঙ্গেল ভাবে কেনাকাটা করবেন? দুজন হলে ভাল হত না। আশা করি সঠিক উত্তর পাবো।

 3 years ago 

বোঝেনা আম্মু বোঝেনা, হাহাহা।

 3 years ago 

বড়ই আনন্দ পেলাম।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.27
JST 0.040
BTC 96892.86
ETH 3460.44
SBD 1.58