জীবনের পথচলা

in আমার বাংলা ব্লগ6 days ago
জীবনের পথচলা

city-1868530_1920.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তবে কোন এক কারণে মন খুব একটি বেশি ভালো নেই। আমাদের এই জীবনের পথ চলায় কত ধরনের না সমস্যা দেখা দেয়, আবার কোন কোন সময় নিজের কাছের মানুষদের কাছ থেকেই এত বেশি ব্যাথা পাওয়া যায় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মত নয়। আমার বিষয়টি ঠিক তেমন পর্যায়ে রয়েছে।

জীবনের একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছি। জানিনা সেটার অদূর ভবিষ্যতে কি রকম প্রভাব পড়বে? যেহেতু এটা একটি সামাজিক নিয়ম তাই সামাজিক নিয়মের মধ্যে থেকে এই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। এই বিষয় নিয়ে ব্যাপক চিন্তার মধ্যেই রয়েছি বর্তমানে। যে মেয়েকে নিয়ে আসব সেই মেয়েটি আমার পরিবারের সাথে ঠিক তেমন ভাবেই থাকবে যেভাবে আমি আমার মা আমার ছোট ভাই এবং আমার বাবা একসাথে রয়েছি। নাকি আবার এর থেকে ভিন্ন হবে। যেটা আশেপাশে সামাজিকতার মধ্যেই দেখা যাচ্ছে। এসব বিষয়গুলো মাঝে মাঝে আমাকে গ্রাস করে ফেলে এবং বিভিন্ন ধরনের চিন্তায় আবদ্ধ হয়ে পড়ি।

প্রত্যেকটি মানুষই চায় তার পরিবারের এমন একজন মানুষ আসুক যে মানুষটা সবাই কে আগলে রাখবে, সবাইকে ভালোবাসবে নিজের বাবা-মার মত আমার বাবা মা কে শ্রদ্ধা করবে। এতোটুকুই তো চাওয়া পাওয়া তাই না। কিন্তু তারপরও বর্তমানে সবাই একা থাকতে পছন্দ করে। নিজের বাবা মার সাথে থাকতে পছন্দ করে না। কিংবা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পছন্দ করেনা। এই বিষয়গুলো নিয়ে বর্তমানে ব্যাপক চিন্তিত রয়েছি।

man-1276384_1920.jpg

Source

এদিকে আমার পড়াশোনাও শেষের পর্যায়ে আর হয়তো কয়েকটা সেমিস্টার রয়েছে। এরপরেই আমার পড়াশোনা শেষ। এরপরই আমি চিন্তাভাবনা করছি ঢাকা শহর থেকে বেরিয়ে আবারো গ্রামে সেটেল হব। গ্রামে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে এখানেই নিজের পরিবারের সাথে থাকার চেষ্টা করব। এমন অনেক মানুষ আমি দেখেছি যে সব মানুষেরা শুধুমাত্র চাকরি কিংবা ব্যবসার জন্য নিজের পরিবারের থেকে বছরের পর বছর দূরে থাকেন, আবার মাঝে মাঝে পারিবারিক সম্পর্কের মধ্যেও অনেকটা ফাটল দেখা দেয়। আমি চাই না যে আমার পরিবারের এই ধরনের কোন সমস্যা হোক, তাই তো এসব নিয়েই অনেক পরিকল্পনা এবং চিন্তা করছি।

আমার মা-বাবা সব সময় আমার পাশে আছেন। যেকোন সিদ্ধান্তে আমার সাথে সহমত পোষণ করেছেন। সব মিলিয়ে এদিক থেকে আমি অনেকটাই নিরাপদে রয়েছি এবং এই দিক থেকে আমার চিন্তাটাও একটু কম রয়েছি। সব মিলিয়ে জীবনের একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি হয়তো খুব তাড়াতাড়ি বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এর আগে কোন ধরনের প্রিপারেশন নিতে হয় কিংবা সামাজিকতা কিভাবে রক্ষা করতে হয় সেই বিষয়গুলো এখনো অনেকটা বুঝে উঠতে পারছি না। আশা করা যায় সেগুলো খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো। তবে এ ধরনের চিন্তাভাবনা এখন বরাবরই মাথার মধ্যে ঘুরপাক খায়। আপনারা কি মনে করেন আমার এই চিন্তিত হওয়ার বিষয়টা কি নরমাল নাকি এটাতেও কোন সমস্যা রয়েছে। যদি আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। তাহলে আমি অনেক উপকৃত হব ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: জীবনের পথচলা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 6 days ago (edited)

আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল। আপনার ভবিষ্যৎ সঙ্গী যেন সুন্দর হয় এবং আপনার মন মানসিকতার সাথে মিলে যায়। আপনার সমস্ত দুশ্চিন্তা যেন দূর হয়ে যায় সেই দোয়া করি। আপনার চিন্তা করা স্বাভাবিক কারণ বর্তমান সময়ে এরকম ঘটনায় ঘটছে।দোয়া করি খুব শীঘ্রই আপনার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে।

 6 days ago 

আপনার জন্য অনেক দোয়া রইল ভাই আপনি যেন আপনার মনের মত একজন জীবনসঙ্গী পান।আপনার চিন্তাভাবনার মতোই যেন আপনার জীবনসঙ্গী হয়। জীবনের পথ চলা এবং দীর্ঘ সময় পাড়ি দেওয়া অনেক কঠিন। আবার অনেক সময় সহজ ও হয় যদি প্রিয়জন মনের মত হয়।তবে মন থেকে দোয়া রইল আপনার দুশ্চিন্তাগুলো কমে যেন জীবনটা সুন্দর ভাবে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

বিয়ের আগে এমন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাওয়াটা স্বাভাবিক। তবে সবকিছু ভালোই হবে ভাই। এতো টেনশন করে নিজের শরীরের ক্ষতি করার দরকার নেই। তাছাড়া পড়াশোনা শেষ করে নীলফামারিতে ফিরে যাওয়ার প্ল্যানটা দারুণ। তাহলে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 4 days ago 

আপনার চিন্তা টা আমার কাছে ভালো লেগেছে। নিজের চেষ্টায় কিছু করার ইচ্ছা পোষণ করেছেন গ্রামে এটা বেশ ভালো। এটা নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। বতর্মান সময়ে চারিদিকে তো এই ব‍্যাপার টার সরাসরি। আশাকরি নতুন মানুষ টা এসে আপনার পরিবারের সাথে বেশ ভালভাবেই মানিতে নেবে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.040
BTC 97290.29
ETH 3452.85
USDT 1.00
SBD 1.57