ব্যস্ততম শুক্রবার
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা হয়তো অনেকেই জানেন শুক্রবার মানেই আমার জন্য অনেকটা ব্যস্তঘন মুহূর্ত সময় কাটে। এর অনেকগুলো কারণ রয়েছে। শুক্রবারেই বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে এছাড়াও আমার ভার্সিটির সমস্ত কাজকর্ম পড়াশুনো, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা সবকিছুই শুক্রবারেই থাকে। যার কারণে শুক্রবারের দিনটা আমার অনেকটা বেশি ব্যস্ত সময় কাটে।
বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক অবস্থা খুব একটা বেশি ভালো নয়। এই রাজনৈতিক অস্থিরতার কারণেই সেমিস্টারের যে সময়টা পাওয়ার কথা ছিল সেই সময়গুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না। যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সেমিস্টার গুলো শেষ করতে হচ্ছে। যেটা অনেকটাই বেশি কষ্টকর হয়ে উঠেছে। এই তো একমাস আগেই অন্য সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিলাম এর মধ্যেই নতুন এক সেমিস্টার পরীক্ষা চলে এসেছে এবং গত শুক্রবারে সেই মিড পরীক্ষায় দিয়ে আসলাম।
এর পরের শুক্রবারেও পরীক্ষা রয়েছে এবং সেই শুক্রবার পড়েছে ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস। তাহলে চিন্তা করে দেখেন এই ভালোবাসা দিবসেও তারা পরীক্ষা ফেলেছে এবং তাদের সেমিস্টার গুলো যেভাবেই হোক না কেন সময়ের মধ্যে এবার শেষ করেই দিবে, এভাবে করে আমাদের ভার্সিটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারপরও যা হয়েছে না কেন আমার জন্য অনেক ভালোই হয়েছে।
কারণ এর এক সপ্তাহ পরেই আমার শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি এক সপ্তাহ পরীক্ষা পিছিয়ে দিতো তাহলে হয়তো বিয়ে বা পরীক্ষা যে কোন একটিকে বেছে নিতে হতো। এই জায়গা থেকে হাজার হলেও মুক্তি পেয়েছি, কোন ঝামেলা ছাড়াই। এটাই সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। এই সপ্তাহে ও সর্বমোট দুইটা পরীক্ষা ছিল। শুক্রবার সকাল বেলায় ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। সেদিন নাস্তাও করিনি। কারণ পরীক্ষা ছিল সকাল আটটা থেকে দুপুর ১০ টা পর্যন্ত। একটানা পরীক্ষা হয়েছিল, তাই তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে নাস্তা করে আবার একটা পরীক্ষাতে ঢুকে পড়লাম সকাল ১১:০০ টার সময়। সকাল ১১:০০ টা থেকে দুপুর একটা পর্যন্ত আরো একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যেটা অবশ্য খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়েছিলাম এক ঘন্টা সময়ের মধ্যেই।
দুপুরের আগেই দুইটা পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আর কোন পরীক্ষা ছিল না বিধায় এই শুক্রবারে খুব তাড়াতাড়ি বাসায় ফিরেছি। যদিও বাসায় ফিরে আরও আনুষঙ্গিক অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছি। এছাড়াও হয়তো সামনের কয়েকটা দিন আমি অনেকটাই ব্যস্ত থাকব যার কারণে হয়তো অনেকগুলো কাজ মডিফাই করে রাখতে হবে, আবার কিছু কাজ আগিয়ে নিতে হবে এবং মাঝেমধ্যে অনেকের সাহায্য গ্রহণ করতে হবে। সেই সব কিছুই ম্যানেজ করছি, এই কয়েকদিনের মাঝে। আশা করছি খুব তাড়াতাড়ি এই সব কিছু ম্যানেজ করে উঠতে পারবো।
১৪ই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ করে তবেই বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারব। এর আগে আমার ছোট ভাই ঢাকা থেকে নীলফামারের উদ্দেশ্যে রওনা দিবে। যদিও তার ও পরীক্ষা চলছে বর্তমানে। ১০ তারিখে তার ও পরীক্ষা শেষ হবে। সব মিলিয়ে সমস্ত কিছু ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালন করছে আমার মা এবং বাবা। যেটা আসলে অনেকটাই কষ্টকর বিষয় হয়ে যাচ্ছে। যাই হোক দেখি সামনে কি হয়। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ব্যস্ততম শুক্রবার
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
বরাবরের মতো এবারও শুক্রবারে ব্যস্ততম সময় কাটিয়েছেন দেখছি। একদিনে দুটি পরীক্ষা দেওয়া আসলেই খুব কঠিন। আশা করি পরবর্তী শুক্রবার অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারী পরীক্ষা দিয়ে ঠিকঠাক মতো নীলফামারিতে যেতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
বন্ধের দিন মনে হয় সবার ব্যস্ততা একটু বেশি থাকে। আপনি ঠিক বলেছেন ভাইয়া আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বিয়ে আর পরীক্ষা এক সাথে হলে ঝামেলা তো ছিল। আর ব্যস্ততার মধ্যে থাকলে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
প্রতিবারের মতো এবারও আপনার শুক্রবারটা ব্যস্ততার মধ্যেই চলে গেল। আপনার সেমিস্টার খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে বিধায় আপনার একটু কষ্ট হচ্ছে সবকিছু ম্যানেজ করতে। একদিকে যেমন কষ্টকর ঠিক তেমনি অপরদিকে ভালো রয়েছে পরীক্ষা তাড়াতাড়ি হওয়ায় বিশ তারিখে আপনি রিলাক্সে বিশেষ অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন। আপনারা দুইজনেই পরীক্ষায় ব্যস্ত থাকায় আঙ্কেল আন্টির খুব কষ্ট হয়ে গেছে সেটাও জানতে পারলাম। যাই হোক আপনার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো সবকিছু যেন ঠিকভাবে সম্পন্ন হয় এটাই কামনা করছি।