পুরস্কার বিতরণঃ আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা- ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি
বন্ধুরা সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৬ তম কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কার বিতরণী পোস্ট নিয়ে। কনটেস্টের বিষয় ছিলো, "শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি।
বর্তমানে বাংলাদেশ এবং ভারত সহ দক্ষিণ এশিয়ার সবগুলো দেশেই প্রায় শীতকাল চলছে। এমমত অবস্থায় শীতের ফটোগ্রাফি কনটেস্ট এর আয়োজন করা হয়েছিল এই কমিউনিটি থেকে। নির্বাচনের ক্ষেত্রে আমরাও অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম কাকে ছেড়ে কাকে প্রথম দ্বিতীয় তৃতীয় করব কিন্তু তারপরও সকলের নাম্বারের ভিত্তিতেই এই বিজয়ির লিস্ট প্রকাশ করা হয়েছিলো। আজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করার জন্য এই পোস্টটি করা।
যাইহোক বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা বিজয়ী হতে পারেননি তাদের মন খারাপ করার কোন কারণ নেই, কারণ সামনে আরও অনেক অনেক কন্টেস্ট হাজির হতে যাচ্ছে আপনাদের মাঝে। তাই হাল ধরে থাকুন, অবশ্যই পরবর্তীতে কোন একদিন আপনার নামটিও বিজয়ীদের লিস্ট এ এ্যাড হবে।
আর ইতিমধ্যেই বিজয়ীদের স্টিমিট ওয়ালেট এ তাঁদের সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। তো চলুন বিজয়ীদের লিস্টটা দেখে নেওয়া যাক।
Rank | User ID | Post Link | Prize |
---|---|---|---|
1st | @kausikchak123 | Post Link | 35 Steem |
2nd | @neelamsamanta | Post Link | 25 Steem |
3rd | @narocky71 | Post Link | 20 Steem |
3rd | @mohamad786 | Post Link | 20 Steem |
4th | @jamal7 | Post Link | 14 Steem |
5th | @nevlu123 | Post Link | 12 Steem |
6th | @mohinahmed | Post Link | 10 Steem |
7th | @tasonya | Post Link | 9 Steem |
Special prize | @bdwomen | Post Link | 7.5 Steem |
Special prize | @shahid540 | Post Link | 7.5 Steem |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: পুরস্কার বিতরণঃ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
খুবই চমৎকার একটি প্রতিযোগিতা ছিলো এটি ৷ শীতকালীন চমৎকার কিছু দৃশ্যে দেখতে পেয়েছি এই প্রতিযোগিতার মাধ্যমে ৷ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷
এবারের প্রতিযোগিতার টপিকটা একেবারে পারফেক্ট ছিলো। এই প্রতিযোগিতার মাধ্যমে দারুণ কিছু শীতকালীন ফটোগ্রাফি দেখতে পেয়েছি। বিজয়ী হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। যাইহোক বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এবার প্রতিযোগিতায় বেশ দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লেগেছিল কারণ শীতের অনুভূতিটা অন্যরকম। সবকিছুর ভেতরের কুয়াশা কুয়াশা ভাবছিল। প্রত্যেকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিজয়ী দেরকে পুরস্কৃত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর ভাবে সমস্ত প্রতিযোগিতার রেজাল্টটি এখানে দিয়ে দিলেন। আমাকে প্রথম স্থান দেওয়ার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং সমস্ত পরিচালক বৃন্দকে আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা। আমার সাথে বিজয়ী সকল বন্ধুদের আমার তরফ থেকে অভিনন্দন জানালাম।
এবারের প্রতিযোগিতায় দারুণ দারুণ সব ফটো দেখলাম। এতো চমৎকার পোস্টের মধ্যে আমায় দ্বিতীয় স্থানের জন্য মনোনীত করেছেন আপনারা। এ বড় আনন্দের। আপনাদের যে ভালো লেগেছে এই বড় পাওয়া। সিয়াম খুব সুন্দর করে পোস্ট সাজিয়েছ।ধন্যবাদ তোমাকে।
শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় যারা যারা বিজয়ী হয়েছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি নিজে ফটোগ্রাফি প্রতিযোগিতায় থার্ড হয়েছি এজন্য আমি অনেক খুশি এবং আনন্দিত।পরবর্তীতে এরকম ফটোগ্রাফি প্রতিযোগিতা আরো বেশি বেশি করে চাই।
শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অফিসিয়ালি শেষ করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো। যে সকল অংশগ্রহণকারী বিজয়ী হয়েছিলেন তাদের প্রত্যেকের স্টিমিট ওয়ালেটে স্টিম পাঠিয়ে দেওয়া হয়েছে দেখে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এবারের প্রতিযোগিতাটা খুব সুন্দর ছিল। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছিলেন। এবারের প্রতিযোগিতার মাধ্যমে শীতকালের বিভিন্ন দৃশ্য দেখতে পেলাম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সবাই কে অভিনন্দন। সকলেই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রত্যেকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতে ও এরকম সুন্দর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর একটা স্থান অর্জন করে, এখন প্রাইজ পেয়ে আরো বেশি ভালো লাগছে। সবার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর ছিল। প্রাইজ পেয়ে তো সবাই অনেক বেশি আনন্দিত। একেবারে সময়োপযোগী ছিল কিন্তু এই প্রতিযোগিতা টা।