"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৬ || শেয়ার কর তোমার সেরা, ছোট মাছের ঝাল রেসিপি
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে চলে এলাম আমার বাংলা ব্লগ এর আরো একটি নতুন প্রতিযোগিতা নিয়ে। আমি আপনাদের সামনে আমার বাংলা ব্লগের ৪৬ তম প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি। সে সূত্র ধরেই আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী আপনাদের সাথে ভাগ করে নেবো।
আমাদের পোস্টের টাইটেল এবং ব্যানার দেখেই আপনারা নিশ্চই ধারণা করে ফেলতে পেরেছেন যে আমরা এবার কোন বিষয়ের উপর প্রতিযোগিতা করবো। আপনারা সকলেই জানেন বর্ষাকাল ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু আমাদের ঋতু পরিবর্তনের কারণে এখনো মনে হচ্ছে এখনো বর্ষাকালেই চলছে। চারিদিকে পানি থৈথৈ করছে, যে কোন সময় আকাশ থেকে বৃষ্টি নেমে পরছে এবং এরকম বৃষ্টিতে মূলত ছোট মাছ খাওয়ার মজাই আলাদা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সবার জন্য নিয়ে আসলো নতুন একটি প্রতিযোগিতা। যে প্রতিযোগিতার নাম হলো, শেয়ার করো তোমার সেরা ছোট মাছের ঝাল রেসিপি।
আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের সাথে মাছের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। তাইতো এবারের প্রতিযোগিতায় ছোট মাছের বিভিন্ন ধরনের ঝাল রেসিপি নিয়ে আয়োজিত করা হয়েছে। আশা করছি আপনাদের কাছ থেকে অনেক চমৎকার চমৎকার রেসিপি আমরা দেখতে পারব। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।
নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
- পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
- অংশগ্রহনের সময়সীমা ১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-46, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
- সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
- বিশেষ পুরস্কার- ১৫ স্টিম
প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:
ID | Designation |
---|---|
@rme | ✠ Founder 🔯 |
@blacks | Co-Founder♛🇮🇳【IND】 |
@rupok | Community Moderator 🇧🇩 |
@kingporos | Community Moderator 🇮🇳 |
@alsarzilsiam | Community Moderator 🇧🇩 |
@tangera | Community Moderator 🇧🇩 |
@ayrinbd | Community Moderator 🇧🇩 |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
My Entry
১ম অংশগ্রহনকারী।
আমার অংশগ্রহণ
৩য় অংশগ্রহনকারী।
বেশ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে অনেক ইউনিট লেগেছে। চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক রেসিপি আমরা দেখতে পাই। অনেক দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ ভাই।
আমার বাংলা ব্লগ আবারও আমাদের সবার জন্য খুবই চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। কিছু দিন পর পর বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে আমার কাছে অনেক ভালো লাগে। এবার আবারও সবার কাছ থেকে ছোট মাছের বিভিন্ন রেসিপি দেখতে পাবো। ছোট মাছ খেতে খুবই সুস্বাদু লাগে আর এই প্রতিযোগিতায় অবশ্যই অংশ গ্ৰহণ করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখছি। এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই চমৎকার চমৎকার কিছু ছোট মাছের রেসিপি আমরা দেখতে পাব। আশা করি এবারের প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করব।
আজকে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। বিশেষ করে ছোট মাছের কথা শুনে অনেক ভালো লাগলো। কারণ ছোট মাছ ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভীষণ হয়। আর আমার ঝাল ভুনা অথবা বিভিন্ন রকমের ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। আর আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর এবং ইউনিক একটি রেসিপি আয়োজন আবারো করার জন্য।
বরাবরের মতো এবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছোট মাছের ঝোল এবং চচ্চড়ি আমার খুব পছন্দ। আশা করি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতাটিও সফল হবে। আমিও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যাইহোক এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
https://steemit.com/hive-129948/@nevlu123/abb-contest-45-or-or
অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। এই প্রতিযোগিতার মাধ্যমে ছোট মাছের ঝাল রান্নার কিছু লোভনীয় রেসিপি দেখতে পাবো।
প্রতিবারের মতো এবারও দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছোট মাছের ঝাল রেসিপি কথাটা শুনেই লোভ লাগছে। সবার থেকে দারুন দারুন রেসিপি দেখতে পাবো আশা করি।অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।