পরীক্ষার দুশ্চিন্তা
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তবে আমাদের সেমিস্টার মিড টার্ম পরীক্ষা চলছে তাই খুব একটা বেশি ভালো থাকতে পারছি না। কারণ পরীক্ষা মানেই দুশ্চিন্তা, পরীক্ষা মানেই আতঙ্ক এবং এই পরীক্ষাকে ঘিরেই রয়েছে আমাদের গ্রেডিং সিস্টেম। তাই আর যাই হোক না কেন পরীক্ষাতে ভালো নাম্বার আনতেই হবে। এটাই ভালো ছাত্র হওয়ার বর্তমানে একমাত্র চাবিকাঠি।
সাধারণত আমাদের পরীক্ষা গুলো শুক্রবারেই হয়ে থাকে। যদি আমাদের সাবজেক্ট ছয়টার বেশি থাকে সেক্ষেত্রে মাঝামাঝি এক দিনে তিনটা করে পরীক্ষা দিতে হতে পারে। যেটা আমাদের সকলের জন্য অনেকটাই পেইনফুল একটি বিষয়। এইতো গত সপ্তাহে দুইটা পরীক্ষা দিয়েছি আবার এই সপ্তাহে তিনটা পরীক্ষা আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। সত্যি কথা বলতে বর্তমানে যে সিচুয়েশনে রয়েছি সেসব সিচুয়েশনে থেকে পরীক্ষার একটি মারাত্মক দুশ্চিন্তা বলে মনে হচ্ছে।
যদিও আগামী ১৪ই ফেব্রুয়ারিতে আমার তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটি দিন আবার ভালোবাসা দিবস এবং শবে বরাত পড়েছে। সব মিলিয়ে সেটাও একটা ব্যস্ততম দিনে রূপান্তরিত হচ্ছে। যদিও আমি আগামী ১৫ তারিখেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এবং পরবর্তীতে বাসায় কিছু কাজ রয়েছে এবং অনুষ্ঠান রয়েছে সেসব কিছুই পূরণ করব।
পরীক্ষা এমন একটি বিষয় যেই বিষয় থেকে আমরা কখনোই মুখ ফিরিয়ে নিতে পারব না। সেই পরীক্ষার হলে আপনাকে এবং আমাকে বসতেই হবে এবং সেই পরীক্ষার উত্তর গুলো সঠিকভাবেই দিতে হবে। তারপরেই আপনি এই সমাজের চোখে একটি প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে পরিচিত করে দিতে পারবেন। এটাই বর্তমানে সমাজে চলছে এবং এই ট্রেন্ড আমিও ফলো করছি।
তবে আবার কিছু কিছু বিষয় অনেক ভালো লাগছে যেমন এই পরীক্ষাটা শেষ হলেই শুরু হয়ে কাজের উদ্দেশ্যে বাসায় যাবো। যেটা অনেকটাই আনন্দঘন একটি মুহূর্ত হতে চলেছে আমার এবং আমার পরিবারের জন্য। যাই হোক আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আজ আর আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করছি না ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: পরীক্ষার দুশ্চিন্তা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
ভাইয়া পরীক্ষা মানে বর্তমানে একটা আতঙ্ক এবং প্রেসার। আপনার এক দিনে তিনটে পরীক্ষা থাকে তাহলে কতটা প্রেসারে থাকেন বুঝতে পেরেছি। আমার একদিন একটা পরীক্ষা থাকে তাই আমার ঘুম খাওয়া হয় নাহ।যাই হোক আগামী দিনগুলো আপনার সুন্দর কাটুক সেই কামনা করছি।
পরীক্ষা আসলে তো দুশ্চিন্তা বাড়বেই। আগামী পরশুদিন তাহলে তিনটা পরীক্ষা দিতে হবে আপনাকে। একদিনে তিনটা পরীক্ষা দেওয়া চাট্টিখানি কথা নয়। আশা করি কষ্ট হলেও,পরীক্ষা গুলো ভালোভাবে দিতে সক্ষম হবেন এবং রেজাল্টও খুব ভালো হবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
পরীক্ষা মানে একটা আতঙ্ক যেটা সবার জন্যই অপেক্ষা করে। তবে একসাথে তিনটি পরীক্ষা এটা খুব চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবুও ১৪ তারিখে তিনটা পরীক্ষা শেষ করার পর ১৫ তারিখে বাড়ি ফিরছেন এটা শুনে খুব ভালো লাগছে ভাইয়া। অবশেষে আমাদের ভাবি আমাদের মাঝে উপস্থিত হবে এটা ভাবতেই ভালো লাগছে।
বাপরে, একদিনে তিনটা করে পরীক্ষা তার মানে তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা ভাই। যাইহোক সামনে 14 ই ফেব্রুয়ারিতে আপনার পরীক্ষা পড়েছে।বেশ কয়েকটি বিষয়ের মধ্য দিয়ে আপনাকে পরীক্ষা এটেন্ড করতে হবে। যাই হোক আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো যেনো ভালই ভালই পরীক্ষা শেষ করে বাসায় এসে বাসার কাজগুলো সম্পূর্ণ করতে পারেন।
পরীক্ষা আসলেই এক ধরনের চাপ, বিশেষ করে যখন একসাথে কয়েকটি পরীক্ষা একসঙ্গে আসে। কিন্তু ১৪ তারিখে শেষ হওয়ার পর ১৫ তারিখে বাড়ি ফেরার কথা শুনে যে আনন্দটা মনে হচ্ছে।