শেয়ার করো, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার তোমার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা

20220603_123813_0000.png


প্রিয় আমার বাংলা ব্লগ বাসি। শেয়ার করো, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার তোমার অনুভূতি। এই প্রতিপাদ্য আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠান কে সামনে রেখে আজকের এই কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমার বাংলা ব্লগ একবছর পূর্ণ করে এলাম। সময় হিসেবে ৩৬৫ দিন অতিক্রম হতে যাচ্ছে এই আমার বাংলা ব্লগ যাত্রায়। এই দীর্ঘ সময়ে যারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা।

আজকের এই দিনে আমি শ্রদ্ধা ও ভালোবাসায় গভীরভাবে স্মরণ করছি আমাদের সকলের অতি প্রিয় শ্রদ্ধা ভাজন @rme দাদাকে, সম্মানিত প্রতিষ্ঠাতা ফাউন্ডার আমার বাংলা ব্লগ। যিনি বাংলা ভাষাকে নিয়ে গেছে অসম্প্রদায়িক আন্দোলনের জায়গায়। আমার বাংলা ব্লগ জন্ম লগ্ন থেকেই একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ কমিউনিটি। বাংলা ভাষার চর্চা প্রতিষ্ঠায় বাংলা ভাষাকে আন্দোলনের হাতিয়ার হিসেবে দেখতে চাই আমরা। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, খুব অল্প সময়ের ভিতর আমার বাংলা ব্লগ, স্টিমিট প্লাটফর্মে উচ্চশিখরে আহরণ করেছে। আমরা চাই বাঙালি জাতীয়তা ধারায় শুদ্ধ সাহিত্য সংস্কৃতি চর্চা বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠা করতে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আপনাকে, আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি সেটা প্রকাশ করতে হবে। আপনি কার মাধ্যমে এই কমিউনিটিতে এসেছেন সেটি প্রকাশ করতে হবে, কতদিন ধরে এখানে কাজ করছেন এবং কাজ করে আপনার কেমন লাগছে। এই বিষয়গুলো উল্লেখ করতে হবে।

siam,.png

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার অনুভূতি কমপক্ষে ২৫০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।
  • আপনার অনুূভূতিগুলো শুধুমাত্র আমার বাংলা ব্লগ সংক্রান্ত হতে হবে।
  • কারো লেখা কপি করা যাবে না।
  • অবশ্যই নিজের তৈরি পোস্টার ব্যবহার করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ১১ জুন, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abb-contest এবং #anniversary-contest এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি Subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

siam,.png

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩০ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী -১৫ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী -১৫ স্টিম
  • অষ্টম স্থান অধিকারী - ১৫ স্টিম
  • নবম স্থান অধিকারী - ১৫ স্টিম
  • দশম স্থান অধিকারী - ১৫ স্টিম
  • এগারোতম স্থান অধিকারী - ১৫ স্টিম

siam,.png

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@kingporosCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 2
@rupokCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 1
@alsarzilsiamCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 3
@tangeraCommunity ModeratorAll moderation works within community & discord, Supervision of "Support deprived users"
@nusuranurCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 4
@ayrinbdCommunity ModeratorAll moderation works within community & discord, Newbie Guide
@swagata21Community ModeratorAll moderation works within community & discord, Newbie Guide

প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের মডারেটরবৃন্দ।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, বর্ষপূর্তি বিশেষ Hangout অনুষ্ঠানে।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZfRiVYwbSKEHa7jxYTfNGAKWeYKdYcUHURtq5gU2pPT43ZjtY8dK2rWmBZNCcDdL16HmkzCULVYi.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Sort:  
 3 years ago 

১৬তম অংশগ্রহনকারী।

 3 years ago 

আমার অংশ গ্রহন - https://steemit.com/hive-129948/@razuahmed/or-or-abb

a.png

 3 years ago 

২য় অংশগ্রহনকারী।

 3 years ago 

এই দীর্ঘ সময়ে যারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা।

দেখতে দেখতে আমরা প্রায় এক বছর পার করতে চললাম। আমার বাংলা ব্লগ পরিবার এতটাই শক্তিশালী যে আমরা সকলে মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি এই দিনগুলোতে। সত্যি ভাইয়া আপনি অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে সকলেই তাদের অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।💝

 3 years ago 

কোন প্রতিযোগিতা থাকলে সেটায় অংশগ্রহণ করার প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে নিজের মনের মধ্যে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করব ।

 3 years ago 

প্রথমেই ধন্যবাদ গুরু ফ্যান্টম কে।ভালোবাসা নিবেন বস🖤।

আসলে এই অনুভূতি ভাষা কিংবা কথায় প্রকাশ করা অনেকটাই টাফ ব্যাপার।এটা কেবল অন্তরের অনুভূতি।তবুও চেষ্টা করবো যতটা গুছিয়ে লিখতে পারি।🖤🙏

 3 years ago 

সত্যিই ভীষণ ভালো লাগলো আমার বাংলা ব্লগ কমিউনিটি দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের জন্য এত কিছু করার জন্য। অবশ্যই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ 🤲। সবার জন্য শুভ কামনা রইলো 🥀

 3 years ago 

খুবই সুন্দর একটা প্রতিযোগিতা। অংশগ্রহণ করার চেষ্টা করবো।নিজের অনুভূতিগুলো শেয়ার করবো।ধন্যবাদ

 3 years ago 

আসলে আমার বাংলা ব্লগ একটি চমৎকার পরিবার যেখানে সবাই সবার খেয়াল রাখেন।
আসলে একটি বছর ভীষণ চড়াই উৎরাই পেরিয়ে এসেছি কিন্তু একটি বারের জন্য একা মনে হয়নি। তাই আশাকরি সবাই সবার চমৎকার উপস্থাপনার মাধ্যমে অনুভূতি প্রকাশ করবেন।
শুভ কামনা রইল সবার জন্য 🥀

 3 years ago 

আহ দেখতে দেখতে একবছর হয়ে গেল। আমরা একসাথে কতটা পথ এগিয়ে গেলাম। দারুণ একটা প্রতিযোগিতা দিয়েছেন ভাই। আমি অবশ‍্যই অংশগ্রহণ করব। আমার বাংলা ব্লগ নিয়ে সবার অনূভুতি জানতে পারব।।

 3 years ago 

ভাইয়া,দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জানতে পারব আমার বাংলা ব্লগে এসে কাজ করার অভিজ্ঞতা এবং আমার বাংলা ব্লগ সম্বন্ধে ভালোলাগা গুলো। দাদা, কে মন থেকে ভালোবাসা জানাই কারণ বাংলা ব্লগকে যদি বাংলা ভাষায় হিসাবে তৈরি করা না হতো তাহলে হয়তো আমাদের বাঙ্গালীদের মনের ভাব বাংলা ভাষায় প্রকাশ করা যেতনা।ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য 💐💐

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105647.40
ETH 3331.47
SBD 4.08