একটি সুখী পরিবার জান্নাতের সমান

in আমার বাংলা ব্লগ15 hours ago

পরিবার


1000036185.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজ আমাদের সকলের পরিবার নিয়ে কিছু বেসিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। পরিবার নিয়ে আমার কি ধরনের পরিকল্পনা রয়েছে কিংবা আমার চিন্তাধারা কি রকম, সেই বিষয়ে ছোটখাটো একটু নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

পোস্টের টাইটেল দেখে হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পারছেন আজকে পোস্টটা সাধারণত কোন বিষয় বেশি প্রাধান্য পাবে। সাধারণত প্রত্যেকটি ভালো পরিবার কিংবা সুখী পরিবার প্রত্যেকটাই একটি জান্নাতের সমান বলে আমার কাছে মনে হয়। কারণ এই পরিবারেই এমন একটা বিষয় যেখান থেকেই আমরা এই পৃথিবীতে এসেছি এবং এই পরিবার এই এমন একটা বিষয় যেখান থেকেই আমরা এই পৃথিবী ছেড়ে অন্য কোন জগতে চলে যাবো। তাইতো এই পরিবার এতটাই গুরুত্বপূর্ণ, সে পরিবার যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে না পারেন সেক্ষেত্রে আমি মনে করি ইহকাল এবং পরকাল উভয়ে আপনার জন্য কষ্টকর সময় অপেক্ষা করছে।

আমাদের একটি ছোট্ট পরিবার রয়েছে। যেখানে মা-বাবা রয়েছে এবং ছোট্ট একটি ভাই রয়েছে এই সব কিছু মিলেই আমাদের এই ছোট্ট পরিবার যেন একটি জান্নাতের টুকরো এবং এই জান্নাতের টুকরো একটি অংশ হতে পেরে আমিও নিজেকে গর্ববোধ করি, আমিও আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে এত চমৎকার একটি পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছে ও সেই মা-বাবার ছত্রছায়ায় আমি আজ পর্যন্ত বেড়ে উঠতে পারছি।

1000036187.jpg

1000036189.jpg

অনেকেই বলতে পারেন জান্নাতে কোন দুঃখ কষ্ট কিংবা বেদনার টাইপের কোন কিছুই থাকবে না কিন্তু পরিবারে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তারপরও সেই পরিবারের মা-বাবা নামে দুজন ব্যক্তি থাকেন, যারা সন্তানের উপর কখনোই কোনো বিপদ-আপদ দেখলে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। এই বিষয়টি একটি পরিবারকে জান্নাতের টুকরায় পরিণত করে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

বর্তমানে সমাজে এমন কিছু অনৈতিক কাজ দেখা যাচ্ছে যেগুলো আসলে আমি উচ্চারণ করতে অনেকটা বেশি খারাপ লাগে কিন্তু তারপরও দিন শেষে সেসব মানুষের জন্য আমাদের মানব সভ্যতা অনেকটা খারাপের দিকে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কখনোই নিজের মা-বাবাকে কিংবা পরিবারের কোনো সদস্যকেই কষ্ট দেওয়া উচিত নয়। যেকোনো পরিস্থিতিতে নিজের পরিবারের সাথে থাকা উচিত এবং তাদেরকে সাপোর্ট করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাহলে তো সেটা একটু শক্তিশালী এবং সুখী পরিবার হিসেবে গড়ে উঠতে পারবে।

পরিবার কথাটি যতটুকু ছোট ততটাই বেশি মহত্ত্বপূর্ণ বলে আমি মনে করি। এই পরিবারের কারনেই আমরা বেড়ে উঠতে পারি, সমাজের নানান নিয়ম সম্পর্কে আমাদের পরিবার থেকেই প্রথমে শিক্ষা গ্রহণ করতে হয়। পরিবারের কোন সদস্যই চায় না যে আমরা অন্য কোন খারাপ পথে চলে যাই। সব সময় তারা আমাদের ভালোর জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যান। তাহলে এটা জান্নাতে থেকে কম কিভাবে হয়ে থাকে! এই বিষয়ে মন্ত্যব্যে জানাতে পারেন, ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: একটি সুখী পরিবার জান্নাতের সমান

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 15 hours ago 

একজন মানুষের সার্বিক বেড়ে ওঠায় পরিবারের ভূমিকা অপরিসীম। তাই জীবনে পরিবারের ভূমিকা কে কখনো অস্বীকার করার উপায় নেই। সব সময় মানুষকে এগিয়ে নিয়ে যায় তার পরিবারের সমর্থন এবং মা-বাবার সাহচর্য। তাই প্রত্যেকটি মানুষের জীবনে পরিবারের যা ভূমিকা তা হয়তো আর কোন কিছুতেই নেই। পরিবারে সুন্দর সুস্থ থাকা আসলে স্বর্গবাসের মতোই একটি পরমপ্রাপ্তি।

 14 hours ago 

সত্যি ভাইয়া আপনার অনুভূতিগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। একটি সুখী পরিবার মানে এই পৃথিবীতে সুখের আর কিছু হতে পারে না। কারণ ব্যস্ততার এই জীবনে আমরা যতই ব্যস্ত থাকি যতই কষ্ট থাকি না কেন পরিবারের কাছে যদি এসে আমরা শান্তি পাই তাহলে মনটা প্রশান্তিতে ভরে যায়। এমন একজন মা পেয়েছেন যা গর্ভের বিষয়। আল্লাহ আপনাদের পরিবারে যেন কোনো অমঙ্গল না আনেন সেজন্য সবসময় দোয়া রইল।

 14 hours ago 

আসলে পরিবারের সবাই মিলে হাসিখুশি ভাবে জীবনযাপন করার মতো আনন্দ আর কিছুতেই নেই। দোয়া করি আপনারা সবসময়ই এমন হাসিখুশি থাকেন। তবে আপনার মা সত্যিই অনেক কষ্ট করেছে। আপনারা দুই ভাই সফল হলে,উনার মতো খুশি আর কেউ হবে না। যাইহোক আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105703.96
ETH 3319.97
SBD 4.12