~"|| আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৭ ||"~ আনন্দঘন ভ্রমণ উৎসব কাহিনী (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।

সবার উপর শান্তি বর্ষিত হোক
২৮ বৈশাখ, ১৪২৯ খ্রিষ্টাব্দ
১১ মে,২০২২সাল

উৎসব ভ্রমণ কাহিনী

হ্যালো

স্টিমিট বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভাল আছেন। আমিও আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি অত্যন্ত আনন্দিত যে এত সুন্দর একটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারছি। এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতি সর্বক্ষণ ভালোবাসা বেড়েই চলেছে। আমার বাংলা ব্লগ অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। তো বন্ধুরা চলুন শেয়ার করে নেয়া যাক আমার এই ঈদের উৎসব মুখর ঘোরাঘুরির কিছু কথা..
IMG-20220511-WA0003.jpg

প্রথমেই আমার বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আমার বাংলা ব্লগ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আমার বাংলা ব্লগ এর প্রতি আমি সন্তুষ্টি প্রকাশ করছি এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করবার জন্য। আমিও আনন্দিত যে এত সুন্দর একটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারছি। আসলে এই অনুভূতিটা অনেক সুন্দর। বৃষ্টির কারণে যদিও বা এই ঈদে তেমনটা ঘোরাফেরা করার সুযোগ হয়ে ওঠেনি। তারপরও দিনটি আমার খুব একটা খারাপ কটেনি অনেক সুন্দর একটি দিন উপভোগ করেছি আমি। আর এই দিনটিকে বিশেষিত করার জন্য আমার পাশে ছিল আমার কলিজার প্রাণ প্রিয় বন্ধুরা।

IMG-20220511-WA0005.jpg

ঈদ হচ্ছে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব। এই বছরে আসে দুই বার একটা হল ঈদুল ফিতর এবং আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদ-উল-ফিতর দীর্ঘ একমাস সিয়াম সাধনা করার পর পালন করা হয়। ঈদ মানে আনন্দ আর এই আনন্দটা যেন ঈদুল ফিতর একটু বেশি হয়ে থাকে বলে আমি মনে করছি। এই ঈদ আসে একমাস সিয়াম সাধনা করার পর এজন্য এই ঈদের আনন্দটা ব্যক্তিগতভাবে আমার কাছে বেশি মনে হয়। আর এই ঈদটা আরো বেশি বিশেষিত হয় যদি আপনার পাশে আপনার পরিবারের লোকজন থাকে। এবং আপনি যদি তাদের সঙ্গে ঘোরাফেরা বা বাইরে কিছু সময় কাটাতে পারেন তাহলে ব্যাপারটা আসলেই অন্যরকম হয়ে দাঁড়ায়। এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে মনের কোণে অন্যরকম একটি শান্তি বিরাজ করে।

IMG-20220511-WA0001.jpg

ঈদের দিনের শুরু মাঠের নামাজ দিয়ে। আরে মাঠের নামাজ পড়তে যাওয়াও একটা আনন্দের ব্যাপার। বলতে পারেন এইটাও ছোটখাটো একটু ঘোরাফেরা। সকালবেলা উঠে মাঠের নামাজ দিয়েই আবার ঈদের দিনটা শুরু হয়। আমার বাড়ি থেকে ঈদগাহ মাঠ প্রায় দেড় কিলোমিটার দূরে হবে। এজন্যই আমি বললাম এটাও ছোটখাটো একটা ঘোরাফেরা বলতে পারেন। পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের সাথে মাঠে যাওয়ার সময় অনেক গল্পগুজব হয়ে থাকে এই সময়টা আমি বেশ উপভোগ করি। বৃষ্টিবিঘ্নিত এই ঈদে আমাদের ঈদগাহ মাঠে তেমন একটা মানুষ হয়নি। যা হয়েছিল তাও মোটামুটি কম না। ঈদের নামাজ পড় ছোট ভাই বড় ভাই এবং বন্ধুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে আমি বাড়ির দিকে চলে আসি।

IMG-20220511-WA0000.jpg

ছবিতে আপনারা যে ছেলেটার সঙ্গে আমার সেলফি দেখতে পাচ্ছেন তা আমার স্কুল জীবনের এক ছোট ভাই। তার সাথে পরিচয় আমার স্কুলের হলেও আমি তাকে নিজের ছোট ভাই এর মতই দেখাশোনা করি। সে পড়াশোনা তে অনেক ভালো এবং চঞ্চল টাইপের একটি ছেলে। তাকে আমার বেশ ভালই লাগে আর যারা পড়াশোনা করতে চায় তাদের পাশে থাকতেও আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে অনুভূতি টা আসলে কখনো প্রকাশ করার মত নয়। এ যেন এক অপ্রকাশিত অনুভূতি। সেও আমাকে ঠিক বড় ভাইয়ের মতোই মানে এবং অনেক ভালোবাসে আমাকে। মাঠের নামাজ শেষ করে যখন বাইরে বের হব ঠিক এমন সময় তার পিছন থেকে ডাক আলমগীর ভাইয়া আমি আপনার সঙ্গে একটা সেলফি নেব। আমিও আর দেরি না করে সঙ্গে সঙ্গে তার সঙ্গে সেলফি নিতে প্রস্তুত।

IMG-20220511-WA0004.jpg

বৃষ্টির কারণে বেশি দূরে যাওয়া হয়নি আমার এই ঈদে। বৃষ্টির জন্য আমি ঘরে শুয়ে বসে ছিলাম যদিও বা দুপুরের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল এবং আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছিল। তো আমার বন্ধু ফোন করে বলল আলমগীর কোথায় তুই কি করিস। তাকে বললাম আমি তো বাড়িতে বসে আছি রাস্তাঘাট মোটামুটি কাদাযুক্ত হয়ে গেছে এই জন্য বাইরে কোথাও ওই ভাবে বের হয়নি ভাল লাগছেনা আবার বাড়িতে। এ কথা শোনার পর তার উত্তর চল মামা ফুলপুকুরিয়া পার্কে যাই। ফুলপুকুরিয়া পার্ক আমার বাড়ি থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে হবে। তো আমি তাকে বললাম ঠিক আছে তুই বের হয়নি আমিও বের হচ্ছি তাহলে দেখা হচ্ছে আমাদের পার্কে গিয়ে। আমার বাসা থেকে পার্ক কতটা দূরত্বে অবস্থান আমার বন্ধুর বাসা থেকেও ঠিক ততটাই দূরে হবে। অতঃপর আমরা দুই বন্ধু পার্কে এসে সাক্ষাৎ করলাম এই দিনে পার্কে অনেক ভিড় জমে থাকে। পার্কে এসে এবার আমি নতুন দিনের দেখলাম তা হচ্ছে আগে কখনোই ঈদের দিনে এখানে নাগরদোলা বসতো না কিন্তু এইবার বসছে।

তো বন্ধুরা এই ছিল আমার ঈদের দিনের ঘোরাফেরার কিছু উৎসবমুখর পরিবেশ। আশা করি আমার এই পোস্টটি আপনার সম্পূর্ণ পড়বেন এবং আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ্ এ পোস্টটি পড়লে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

IMG20211206200422-removebg-preview.png

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।

আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে

Sort:  
 2 years ago 

বৃষ্টির কারণে বেশি দূরে যাওয়া হয়নি আমার এই ঈদে। বৃষ্টির জন্য আমি ঘরে শুয়ে বসে ছিলাম

আসলে ভাইয়া আমার অবস্থাটা ও আপনার মতই হয়েছে অনেকটা। আমাদের এলাকাতে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে যার কারণে আমি কোথাও ঘুরতে যেতে পারিনি। বৃষ্টি হবার পরেও দেখলাম আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে গিয়েছেন এটা দেখেই ভাল লাগল। ঈদের দিনে যদি একটুকু করা না যায় তাহলে একটু কষ্টই লাগে মনের মধ্যে।

ঈদের দিনে দেখছি সব এলাকাতেই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে।

 2 years ago 

এবার বৃষ্টিভেজা ঈদের দিনটা ছিল অতি মনমুগ্ধকর। এবার ঈদে সারা বাংলার মানুষ নতুন একটি অনুভুতির সম্মুখীন হতে পেরেছে। দিনটা সকাল থেকেই ছিল বৃষ্টিতে ভেজা, এমনকি নামাজের মুহূর্ত অনেক জায়গার মানুষ বৃষ্টিতে ভিজে নামাজ পড়েছে। আপনার এত সুন্দর একটি পোস্ট দেখে আমার খুব ভালো লাগলো ভাই।

ধন্যবাদ আপনিও অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই ভাই ♥️
এবার ঈদে বৃষ্টির কারণে আমারও বেশি দূরে যাওয়া হয়নি। যাক ভালো পোস্ট সাজিয়েছেন।
দোয়া রইল 🥀

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14