~"|| জীবনটা হেডফোনের মত সময় অসময়ে প্যাচ বেজে যাচ্ছে ||"~ (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
০৪ জৈষ্ঠ্য , ১৪২৯ খ্রিষ্টাব্দ
১৮ মে,২০২২সাল
দুঃসময় যেন পিছু ছাড়ছে না।
হ্যালো
জীবনটা হেডফোনের মত হয়ে গেছে, যতই গুছিয়ে রাখার চেষ্টা করছি ততই প্যাচ বেজে যাচ্ছে।
তো বন্ধুরা আপনারা আশা করি সবাই এখন ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা সবাই হেডফোনের সঙ্গে পরিচিত আছে বলে আমি মনে করি। কেননা বর্তমান এই সময়ে হেডফোনের ব্যবহার জানে না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়াটা অনেকটাই দুষ্কর হয়ে পড়বে। বর্তমান সময়ে হচ্ছে আধুনিকায়নের এক বিশাল বৈপ্লবিক সময়। এই সময় হেডফোন চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে আমি মনে করি। যেহেতু আমরা সকলে হেডফোনের সাথে কমবেশি পরিচিত আছি সে ক্ষেত্রে আমরা কিন্তু হেডফোনের চরিত্র সম্পর্কে সকলেই জানি। হেডফোনের একটি বিশেষ চরিত্র আছে তাহলে আপনি হেডফোন কে যতই সাজিয়ে গুছিয়ে রাখুন না কেন, তা পরবর্তীতে আপনি যখনই ব্যাবহার করতে যাবেন এবং প্রতি টা মুহূর্তে ব্যাবহারের সময় আপনি দেখতে পাবেন এটি প্যাচ বেজে আছে।
হেডফোনে এমন চরিত্র দেখে মনে হয় মাঝে মাঝে যে হেডফোন আর ব্যবহার করব না। এমন হবার কারণে হেডফোন খুব দ্রুত এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি এমন বহুবার হেডফোনের প্যাচ খুলতে গিয়ে আমার হেডফোন নষ্ট করে ফেলেছি আমি। মাঝে মাঝে এমন বিরক্তি চলে আসে মনে হয় এই প্যাচ খোলা বাদ দিয়ে হেডফোন টেনে ছিড়ে ফেলে দিই। এমন রাগের রাগের কারণে ও বেশ বহুবার আমি ইচ্ছাকৃতভাবে হেডফোন নষ্ট করে ফেলেছি। আর এই থেকে প্রমাণিত হয় যে রাগ মানুষকে ধ্বংস করে, আসলে আমাদের জীবনে এমন ছোট ছোট বিষয় থেকে অনেক বড় বড় শিক্ষা পাওয়া যায়, আবার কিছু কিছু শিক্ষানীয় বিষয় আছে যেগুলো থেকে আমাদের প্রতিনিয়ত শিক্ষা নিতে হবে।
বর্তমানে আমার জীবনের ও মনে হচ্ছে হেডফোনের মত এমন বেহাল দশা হয়ে গেছে আমি যখনই যেটা সাজিয়ে-গুছিয়ে করতে যাচ্ছি ঠিক তখনই কোনো-না-কোনোভাবে বাধার সম্মুখীন হচ্ছি এবং সাজিয়ে গুজিয়ে তো দূরের কথা ঠিক তার উল্টোটা হচ্ছে আমার সাথে। দেখা যাচ্ছে আমি একটা কাজ করব এবং সেখানে খুব সুন্দর একটা প্ল্যান করে রেখেছি এই কাজটা আমি ঠিক সেই প্লান ওয়াই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করতে আমার হয়তোবা দেখা যাচ্ছে এক ঘন্টা সময় লাগবে। সেই কাজটি দেখা যাচ্ছে এক ঘণ্টার পরিবর্তে এই হেডফোনের মত পেঁচায়ে যাওয়ার কারণে তিন ঘন্টা দেওয়ার পরও সম্পূর্ণ করা যাচ্ছে না।
এবং আমি সেই মুহূর্ত থেকে কিছু শিক্ষা নিয়ে অনেকটা ধৈর্যের সাথে এগিয়ে যাচ্ছি। সেই মুহূর্তটা বলতে ওই যে রাগ করে হেডফোন খুলতে গিয়ে হেডফোনে আমি নষ্ট করে ফেলেছিলাম কিন্তু এখন আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় পার করছি আমি। সব সময় একটা কথা মাথায় রেখে যে রাগ মানুষকে ধ্বংস করে আর মাথা এক মুহূর্তের জন্যেও গরম করা যাবে না। আর আমার জীবনে এই ছোট্ট একটি মুহূর্ত থেকে শিক্ষা নিয়ে আমার জীবন কেন এভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের শিক্ষা নিতে হবে রাগ মানুষকে ধ্বংস করে আর অহংকারী মানুষ কখনই ভালো কিছু করতে পারে না অহংকার মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে দেয়। এজন্য আমাদের জীবনে এই হেডফোনের মত যতই প্যাচ থাকুক না কেন মাথা ঠান্ডা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে সফলতার দেখা পাওয়া যাবে ইনশাল্লাহ।
কথার মাঝে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভাল রাখবেন।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
দুঃখের পাশাপাশি হাসিও পায় কি বলবো! আসলেই বেহাল অবস্থা। তবে রাগ হিংসা এগুলা খুবই ক্ষতিকর ভাই। যাই হোক না কেন নিয়ন্ত্রণের মধ্যে থেকে সব সমাধান করতে হবে। শুভকামনা আপনার জন্য।
আপনি সত্য কথাটি বলেছেন। সত্যিই জীবনটা একটি হেডফোনের মতইএরকম আমিও জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা না একটা প্যাঁচে পড়ে যাচ্ছি। ঠিক যেন হেডফোনের মতই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জীবন সময়-অসময়ে হেডফোনের প্যাঁচের মত জটিল হয়ে উঠলে, আমাদের দেরি না করে ওয়্যারলেস হেডফোন হয়ে উঠতে হবে দাদা! তবেই সেই সমস্যার সমাধান নিশ্চিত।
কি বলেন ভাই আপনি মনে জানেন না।এখনকার দামি আর ম্যাগনেট হেডফোন গুলো জট লাগে না।যতই মুচড়ে পকেটে রাখেন তাও জট লাগবে না,হিহি 😜।
তবে জীবনকে সহজভাবে নেওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হলো সবকিছু পজেটিভ ভাবে নেওয়া।এবং সেই সাথে উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা বাদ দেওয়া।এবং যতটা সম্বভ পারেন বস্তুবাদী জীবনযাপন থেকে একটু দূরে সরে আসা।তাহলে দেখবেন জীবন সহজ হয়ে গেছে।🖤🤟
ভাই প্রতিটি মানুষের জীবনেই উত্থান-পতন আছে। হয়তোবা আপনার জীবনে এখন একটু খারাপ সময় যাচ্ছে। কিন্তু হেডফোন যেভাবে পিছিয়ে যায় সেই পেজগুলো আমরা খুলে ফেলতে পারি ।ঠিক তেমনি আমাদের জীবনের যত বাধা বিপত্তি আসবে সব পার হয়েই আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে। ধন্যবাদ আপনাকে।