আমার লেখা কবিতা//সবার সেরা পুস কয়েন

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আমাদের সবার প্রিয় ভালোবাসার পুশ কয়েন নিয়ে কবিতা লিখেছি। আর এই পুষ কয়নের প্রতি আমাদের ভালোবাসা যেন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। পুস কয়েন তারা স্বপ্নের ঠিকানায় হারিয়ে যাচ্ছে, পুস কয়েন যেন আরো আমাদের স্বপ্ন দেখিয়ে দিচ্ছে, এই কয়েন অনেক দূর এগিয়ে যাবে। আমাদের স্বপ্ন পূরণ করবে। তাই মনের ভিতরে অনেক স্বপ্ন আমরা দেখি। আর সেই স্বপ্ন নিয়ে যেন আজকে আমার মনের অনুভূতি থেকে লেখা এই কবিতাটি। ভালোবাসার পুস নিয়ে অনেক অনুভূতি আমাদের জমা হয়ে রয়েছে। সেখান থেকে আমার মনের অনুভূতি কিছু প্রকাশ করলাম এই কবিতার মাধ্যমে। আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


IMG_20241229_102250.jpg

“সবার সেরা পুস কয়েন ”
মোঃ আলিফ আহমেদ


ভালোবাসার পুরুষ কয়েন,
যাচ্ছে এগিয়ে।
তাই মোরা আনন্দের সাথে,
খুশিতে নাচব সবাই মিলে।

ভালোবাসার পুস কয়েন তুমি,
এগিয়ে যাবে আমাদের নিয়ে,
তোমার সাথে যাব মোরা,
স্বপ্নের ঠিকানায় হারিয়ে।

তুমি আমাদের ভালবাসার কয়েন হয়ে,
এসেছো আমাদের মাঝে,
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
দেখি মোরা দুচোখ দিয়ে।

তুমি আমাদের ভালবাসার কয়েন হয়ে,
থাকবে আমাদের মাঝে।
তোমার জন্য স্বপ্ন দেখবো,
আমি দুচোখ ভরে।

তুমি আমাদের স্বপ্ন দেখিয়েছো,
সেই যে প্রথম থেকে,
আবারো তুমি এগিয়ে যাচ্ছো,
তাই মোদের হাসি ফুটেছে নতুন করে।

তোমার সাথে থাকতে পেরে,
মনে লাগে শান্তি।
ভালোবাসার পুস কয়েন তুমি,
মনের ভিতরে স্বপ্ন তাই দেখি।

ভালোবাসার পুস কয়েন তুমি,
যাচ্ছো এগিয়ে।
তোমার সাথে আমরাও যাব,
স্বপ্নের নতুন ঠিকানায় হারিয়ে।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 6 days ago 

GridArt_20250217_014252143.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

পুশ কয়েন নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছেন। আসলে পুশ কয়েন আমাদের স্বপ্নের কয়েন।আসলে পুশ কয়েন আমাদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।অনেক ভালো লাগলো আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

PUSS Task এর স্ক্রিনশট শেয়ার করা হয় নাই, কিউরেশন এর জন্য সেটা বাধ্যতামূলক। ধন্যবাদ।

 6 days ago (edited)

Task গুলো সম্পন্ন করেছি ভাইয়া।

 6 days ago 

বেশ ভালো কবিতা লিখেছেন ছন্দ, কথাসহ সবকিছুই মনমুগ্ধকর। পুস সত্যিই দুর্বার গতিতে আমাদের স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি এখন সবারই ভালোবাসার কয়েন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

আসলেই পুস কয়েন সবার সেরা। আর সবার সেরা পুস কয়েন নিয়ে আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। যেটা পড়ে মনটা ভালো হয়ে গেলো। অনেক সুন্দর হয়েছে আপনার কবিতার প্রতিটা লাইন। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লেখা হলে পড়তে খুব ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন, যেগুলো সুন্দর হয় অনেক বেশি।

 5 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন পুস কয়েন নিয়ে। তবে আপনার লেখা সবার সেরা পুস কয়েন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। বর্তমান সময়ে পুস কয়েন নিয়ে সবার স্বপ্ন অনেক। আর দিন দিন আমাদের স্বপ্ন আরো বেড়ে যাচ্ছে পুস কয়েন নিয়ে। সুন্দর অনুভূতি এবং স্বপ্ন নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 days ago 

আমার কাছে অনেক ভালো লাগে আপনার দেখা কবিতা গুলো পড়তে। কারণ আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আমাদের সবার ভালোবাসার পুস কয়েন নিয়ে পুরো কবিতাটা লেখার কারণে খুব ভালো লেগেছে। আপনার লেখা কবিতার সব গুলো লাইন অসম্ভব সুন্দর ছিল ‌। আশা করি সবসময় এরকম সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে আপনি শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96469.68
ETH 2711.99
SBD 0.65