আমার লেখা কবিতা//সবার সেরা পুস কয়েন
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
ভালোবাসার পুরুষ কয়েন,
যাচ্ছে এগিয়ে।
তাই মোরা আনন্দের সাথে,
খুশিতে নাচব সবাই মিলে।
ভালোবাসার পুস কয়েন তুমি,
এগিয়ে যাবে আমাদের নিয়ে,
তোমার সাথে যাব মোরা,
স্বপ্নের ঠিকানায় হারিয়ে।
তুমি আমাদের ভালবাসার কয়েন হয়ে,
এসেছো আমাদের মাঝে,
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
দেখি মোরা দুচোখ দিয়ে।
তুমি আমাদের ভালবাসার কয়েন হয়ে,
থাকবে আমাদের মাঝে।
তোমার জন্য স্বপ্ন দেখবো,
আমি দুচোখ ভরে।
তুমি আমাদের স্বপ্ন দেখিয়েছো,
সেই যে প্রথম থেকে,
আবারো তুমি এগিয়ে যাচ্ছো,
তাই মোদের হাসি ফুটেছে নতুন করে।
তোমার সাথে থাকতে পেরে,
মনে লাগে শান্তি।
ভালোবাসার পুস কয়েন তুমি,
মনের ভিতরে স্বপ্ন তাই দেখি।
ভালোবাসার পুস কয়েন তুমি,
যাচ্ছো এগিয়ে।
তোমার সাথে আমরাও যাব,
স্বপ্নের নতুন ঠিকানায় হারিয়ে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুশ কয়েন নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছেন। আসলে পুশ কয়েন আমাদের স্বপ্নের কয়েন।আসলে পুশ কয়েন আমাদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।অনেক ভালো লাগলো আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে।
PUSS Task এর স্ক্রিনশট শেয়ার করা হয় নাই, কিউরেশন এর জন্য সেটা বাধ্যতামূলক। ধন্যবাদ।
Task গুলো সম্পন্ন করেছি ভাইয়া।
বেশ ভালো কবিতা লিখেছেন ছন্দ, কথাসহ সবকিছুই মনমুগ্ধকর। পুস সত্যিই দুর্বার গতিতে আমাদের স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি এখন সবারই ভালোবাসার কয়েন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই পুস কয়েন সবার সেরা। আর সবার সেরা পুস কয়েন নিয়ে আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। যেটা পড়ে মনটা ভালো হয়ে গেলো। অনেক সুন্দর হয়েছে আপনার কবিতার প্রতিটা লাইন। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লেখা হলে পড়তে খুব ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন, যেগুলো সুন্দর হয় অনেক বেশি।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন পুস কয়েন নিয়ে। তবে আপনার লেখা সবার সেরা পুস কয়েন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। বর্তমান সময়ে পুস কয়েন নিয়ে সবার স্বপ্ন অনেক। আর দিন দিন আমাদের স্বপ্ন আরো বেড়ে যাচ্ছে পুস কয়েন নিয়ে। সুন্দর অনুভূতি এবং স্বপ্ন নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার কাছে অনেক ভালো লাগে আপনার দেখা কবিতা গুলো পড়তে। কারণ আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আমাদের সবার ভালোবাসার পুস কয়েন নিয়ে পুরো কবিতাটা লেখার কারণে খুব ভালো লেগেছে। আপনার লেখা কবিতার সব গুলো লাইন অসম্ভব সুন্দর ছিল । আশা করি সবসময় এরকম সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে আপনি শেয়ার করবেন।