তখন আমি ক্লাস নাইনে পড়াশোনা করি। তাই আমি এবং আমার মামার সাথে আমরা রাজশাহীতে যাচ্ছিলাম। যার কারণে রাজশাহীতে আমার বড় আপু বসবাস ছিলো।তাই স্কুল ছুটির কারণে আমরা রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে বাসে করে রওনা দিলাম। আসলে তখন আমি প্রথম সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে যাবো তাই খু্বি আনন্দ হচ্ছিলো। রাজশাহী শহর অনেক সুন্দর এরকম গল্প অনেক শুনেছি, যার কারণে রাজশাহী যাওয়ার খুবই আগ্রহ ছিল।তাই ছোট মামার সাথে রাজশাহীতে যাওয়ার মুহূর্তটা অনেক আনন্দের সাথে আমি উপভোগ করলাম। আমরা সকাল নয়টার দিকে বাসে উঠলাম। রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাস তখন রওনা করলো। আমি খুবই আনন্দের সাথে ভ্রমণটা করতেছিলাম।
সিরাজগঞ্জ থেকে যখন রাজশাহীর উদ্দেশে আমাদের বাসটি রওনা করলো।তখন বাসের ভিতরে আমার অনেক ভালো লাগতেছিল। কারণ বাসটা অনেক বড় ছিল, আর এই বাসের ভিতরে মামার সাথে আমি আনন্দের সাথে যাচ্ছিলাম। রাস্তা চারপাশে দৃশ্য দেখতে ছিলাম, আসলেই রাস্তার চারপাশের দৃশ্য এত সুন্দর ছিল এবং নিরিবিলি,আর খুবই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। অনেক ভালো লাগলো। তারপরে এটি হোটেলে সামনে এসে আমাদের বাস থামালো। বলল এখানে দশ মিনিট বিরতি,তাই আমি মামার সাথে সেখানে নামলাম, নেমে পাশে খুবই সুন্দর একটি ফুলের বাগান ছিল। এই ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে আমি দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। মামা তখন ফ্রেশ হয়ে আসলো। তারপরে আমাকে বলল তুমি কিছু খাবে নাকি, পাশেই দেখতে পেলাম নাটোরের কাঁচাগোল্লা বিক্রি করতে ছিল, তাই আমি সেখান থেকে কাঁচা গোল্লা খেলাম। আসলে নাটোরেতে যাওয়া হয় না, বাস স্টেশনে গোল্লা বিক্রি করতেছিল আর বলতে ছিল তাই আমি তখন কাঁচা গোল্লাশি প্রথম খেয়েছিলাম।
১০ মিনিটের বিরতির পরে আবারো বাস রাজশাহীর উদ্দেশে রওনা দিল এবং আমরা বাসে উঠে বসলাম। আবারো যাত্রা শুরু করলাম। তখন আমরা রাজশাহী শহরের মধ্যে প্রবেশ করেছি। রাজশাহী শহরের মধ্যে প্রবেশ করতে পেরে অনেক ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ চারপাশের রাস্তা এবং এই রাজশাহীর শহরের দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি জানালার পাশে বসে ছিলাম। তাই শহরের দৃশ্য গুলো ভালোভাবে উপভোগ করতেছিলাম। মামার কাছে অনেক কিছু আমি জিজ্ঞেস করছিলাম। আসলে মামা এই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে, যখন আমরা ইউনিভার্সিটি পাশ দিয়ে যাব তখন মামা তার ইউনিভার্সিটি অনেক গল্প করেছিলো। মামার তার বন্ধুদের সাথে হাজারো গল্পের কাহিনী আমাকে বলতেছিল আর আমি শুনতেছিলাম।
https://twitter.com/AhmedAlif135308/status/1870484323671158810?t=VPk79igDcek8lg6nh-f24w&s=19
আসলে আমরা যখন ভ্রমন করি হঠাৎ করে আমাদের ভ্রমণের মধ্যেই অনেক দুর্ঘটনা চোখের সামনে ঘটে।এই দুর্ঘটনাগুলো আমাদের সারা জীবনের যেন অনেকটাই কষ্টকর যায়। কারণ দুর্ঘটনা যারা আহত হয়, তাদের পরিবার যেন ভেঙে পড়ে। আপনার আর রাজশাহীতে গিয়েছিলেন সেখানে দুর্ঘটনার ঘটলো দেখা যাক আগামী পর্বে বাকি অংশটুকুতে কি হয়।