আমার লেখা কবিতা// স্বপ্ন আমার অনেক বড়
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
মনের ভিতরে অনেক বড়,
স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি আমি।
স্বপ্নগুলো পূরণ করতে আমি ,
এগিয়ে যাচ্ছি সকল কষ্ট নিয়ে।
এভাবেই এগিয়ে যাব স্বপ্নের লক্ষে,
জানিনা স্বপ্ন আমি পূরণ করব কিভাবে।
তবুও আমি স্বপ্ন দেখি অনেক বড়।
জয় করেই নিবো আমি একদিন,
স্বপ্ন পূরণের সকল লক্ষ্য গুলো।
একদিন আমি সকল বাঁধা পেরিয়ে।
স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাব হাসিমুখে,
সকলেই এসে প্রশংসা করবে,
তখন আমার নামটি ধরে।
সুখের সময় সকলেই পাশে থাকে,
দুখের সময় কেউ থাকে না।
তবুও স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে,
একাই যাব এগিয়ে এটাই আমার চেতনা।
দুঃখের পরে আসবে সুখ,
এটাই তো চেতনা।
এই চেতনায় এগিয়ে যাচ্ছি আমি,
পাবো যে তাই সুখের ঠিকানা।
সুখের ঠিকানায় পৌঁছাতে আমি,
স্বপ্ন পূরণ করব কঠোরভাবে।
তাইতো বুকের ভিতর অনেক বড়,
স্বপ্ন নিয়ে পথ চলি আমি একলা মনে।
স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে,
এগিয়ে যাচ্ছি আমি।
স্বপ্ন আমার অনেক বড়,
তবুও পূরণ করবো আমি।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
https://twitter.com/AhmedAlif135308/status/1856697227995131938?t=3hxhxfaGiCaD5CFYC_IviA&s=19
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে। বেশ ভালো কবিতা লিখেছেন আপনি। যেখানে নিজের মনের অনুভূতি ফুটে উঠেছে। আপনি একদম বাস্তব সত্য কথা বলেছেন, দুঃখের সময় কেউ পাশে থাকেনা। তবুও মানুষের স্বপ্ন থেমে থাকে না।
লক্ষ্য ঠিক রেখে যদি এগোতে পারেন ভাইয়া অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। স্বপ্নকে কেন্দ্র করে দারুন কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
স্বপ্ন নিয়ে আজ আপনি যে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন তার প্রত্যেকটা লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে স্বপ্নগুলো সত্যি হবে না জেনেও সেই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে আমাদের খুব ভালো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মনের ভিতর অনেক স্বপ্ন থাকে। আপনি এই স্বপ্ন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।
প্রত্যেকটা মানুষের জীবনে নির্দিষ্ট স্বপ্ন থাকে।স্বপ্ন পূরণ করতে হলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়।সেই বাধা নিজেকে একাই প্রতিহত করতে হয়।কারণ খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না।কিন্তু লেগে থেকে সকল বাধাকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। যাইহোক আপনার লেখা আজকের কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো।অনেক সুন্দর সুন্দর কথা আপনি কবিতার ভাষায় ফুটে তুলেছেন।
আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। ঠিক তেমনি ভাবে আজকেও অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অনেক বেশি সুন্দর। কবিতার প্রত্যেকটা লাইন ছন্দ মিলিয়ে অনেক সুন্দর ভাবে লিখেছেন আপনি। আপনি প্রতিনিয়ত কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন বলেই, এখন এত সুন্দর কবিতা লিখতে পারছেন।
স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না তা বাস্তবায়নের জন্য লক্ষ স্থির করে কাজ করতে হবে। স্বপ্ন আমার অনেক বড় কবিতার মধ্যে স্বপ্নকে নিয়ে বেশ সুমিষ্ট কিছু কথা লিখেছেন। দিন দিন আপনার কবিতার মাধুর্যতা বেড়েই চলেছে চেষ্টা করে যান আরো ভালো কিছু হবে, শুভকামনা রইল।
হ্যাঁ ভাইয়া কঠোর পরিশ্রমের মধ্যে স্বপ্ন পূরণ করতে হবে। আজকে আপনি স্বপ্ন নিয়ে চমৎকার কবিতা লিখেছেন।স্বপ্ন আমার অনেক বড় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার মনের অনুভূতি দিয়ে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।