আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে,
হেঁটে যায় আমি আপন মনে।
গ্রামের মুক্ত বাতাস গায়ে লাগলে,
শরীর যে আমার শিউরে ওঠে।
তাইতো এই প্রকৃতির মাঝে,
নিজেকে হারাবো আমি গোপনভাবে।
প্রকৃতির এই মায়া ভরা রূপের মাঝে,
বেঁচে থাকবো চায় আমি চিরকাল ধরে।
নীল আকাশের বুকে সাদা মেঘের সাথে,
ভেসে বেড়াতে মন চায় আমার বারে বারে।
তাইতো এই নীল আকাশের দিকে,
তাকিয়ে থাকি আমি বারে বারে।
পাখির মত ডানা মেলে,
উড়তে আমার খুবই ইচ্ছা করে।
পাখিদের দেখলেই মন হয়ে যায় ভালো,
তাই তো বারেবারে ইচ্ছা করে,
মেঘের দেশে ভেসে বেড়াবো আমি আরো।
জোছনা ভরা এই সুন্দর রাতে,
তোমার কথা খুবই মনে পড়ে।
জোসনা রাতের তারা গুলো,
গুনব আমি তোমার কলে মাথা রেখে।
তাইতো আজ তোমার কথা,
আমার খুবই মনে পড়ে।
কোথায় আছো তুমি,
ফিরে আসো আমার কাছে,
তারা ভরা এই সুন্দর রাতে,
গান গাইবো তোমার কলে মাথা রেখে।
তোমার পথ চেয়ে আজও রয়েছি আমি,
তুমি আসবে বলে দিয়েছিলে কথা,
তাইতো তোমার অপেক্ষায়,
রয়েছি আমি একা।
তোমায় নিয়ে স্বপ্নের দেশে,
থাকবো আমি সুখে ঘরে।
ভালোবাসার শক্তি দিয়ে রাখবো,
তোমাকে আমার এই বুকে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
https://twitter.com/AhmedAlif135308/status/1877063569000239182?t=NueW_DLCeL4IYAiADB6G4g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতার ভাষাগুলো দারুন লিখেছে। পড়ে তাই ভালো লাগলো।
আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন ভাইয়া। কবিতা লিখতে হলে অনেক আবেগ প্রয়োজন। গ্রাম বাংলা এবং প্রকৃতির নিয়ে অনেক সুন্দর ভাবে কবিতা
লিখেছেন যেটি পড়ে অনেক ভালো লাগলো শুভকামনা রইল।
সারাদিনের ব্যস্ততা কাটিয়ে রাতের খাবারের পর নিরিবিলি বসে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। কবিতা লিখতে আমার কাছেও অনেক ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে আমিও লিখতে পারি না। তবে আপনাদের অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। আপনার চারটি কবিতাই খুব সুন্দর হয়েছে। ছোট ছোট ছন্দ দিয়ে খুব সুন্দর ভাবে কবিতা গুলো সাজিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
অনেক সুন্দর করে আপনি বেশ কিছু অনু কবিতা লিখেছেন। আমার কাছে আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লেগেছে। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় খুব সুন্দর হয়। আর আমার কাছেও পড়তে অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে লিখেছেন আপনি সবগুলো কবিতা।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে। প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি আপনার অনু কবিতাগুলো। আজকে অনেকগুলো কবিতা লিখে শেয়ার করলেন আপনি। প্রতিটি অনু কবিতা পড়ে বেশ ভালো লাগলো।
আজকে আপনি সুন্দর সুন্দর টফিক নিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। আসলে মনের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। এবং চমৎকার ভাষা দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।