DIY-এসো নিজে করি// রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি সামুদ্রিক মাছ 💙

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন?আশা করি অনেক ভালই আছেন। আমি @alif111,আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে।আমার ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ডাই প্রজেক্ট নিয়ে হাজির হই।আমরাতো কাগজ দিয়ে নানা ধরনের ফুল তৈরি করে থাকি কিন্তু কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও তৈরি যায়। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি সামুদ্রিক মাছ নিয়ে। আসলে আমার প্রিয় প্রাণীদের মধ্যে মাছ অন্যতম।মাছ আমার খুবই ভালো লাগে তাই আমি আমার ঘরে একুরিয়ামের ভেতর সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ রেখে দিয়েছি।যেগুলোকে আমি নিয়মিত খাবার দেই এবং অবসর টাইমে মাছগুলোকে পর্যবেক্ষণ করি যে কোনটার কোন সমস্যা হলো কি না। আজকে সারাদিন বৃষ্টি হওয়ায় ঘরের বাইরে যেতে পারিনি। সারাদিন ঘরের ভিতর থাকায় অনেকটা বোরিং হয়ে গেছিলাম তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। কিন্তু কাগজ দিয়ে কিসের অরিগামী তৈরি করব সেটা বুঝতে পারছিলাম না, তখন হুট করে খেয়াল আসলো মাছের অরিগামি তৈরি করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, তাই রঙিন কাগজ দিয়ে একটি মাছের অরিগামি তৈরি করতে লাগলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর এই সামুদ্রিক মাছটি তৈরি করেছি।

রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি সামুদ্রিক মাছ

Photoroom-20240927_003907.png

  • আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ডাই পোস্ট তৈরি করেছি তা, নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

★রঙ্গিন কাগজ।

  • যেহেতু আমি একটিমাত্র সামুদ্রিক মাছ তৈরি করব তাই আমি একটি মাত্র রঙিন কাগজ নিয়ে নিলাম এবং তৈরি করতে লাগলাম।
ধাপ-১
20240927_001818.jpg20240927_002047.jpg
  • সর্বপ্রথম আমি রঙিন কাগজটি চার কোনা ভাবে রেখে দুই টুকরো করে কেটে নিলামএবং নিচের অংশটুকু ভাঁজ করে দিলাম।
ধাপ- ২

20240927_002152.jpg

20240927_002241.jpg

  • কাগজের নিচের অংশের দুই কোনা মাঝখান বরাবর ভাঁজ করে দিলাম।
ধাপ- ৩
20240927_002332.jpg20240927_002353.jpg
  • এরপর কাগজের উপরের অংশের দুই কোনা মাঝখান বরাবর আবারও ভাঁজ করে দিলাম।
ধাপ- ৪
20240927_002604.jpg20240927_002622.jpg

20240927_002648.jpg

  • এরপর কাগজের দুই কোণা সামান্য পরিমাণ ভাঁজ করে দিয়ে তার ওপর দিয়ে আবারো ভাঁজ করে দিলাম।
ধাপ- ৫
20240927_002747.jpg20240927_003228.jpg
20240927_003335.jpg20240927_003521.jpg
  • এরপর ধাপ ৫-এ এসে কাগজটিকে উল্টিয়ে দিলাম এবং নতুন একটি কাগজ নিয়ে মাছটির লেজ তৈরি করলাম। এরপর মাছের সাথে মাছের লেজটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং মাছের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাছের চোখ অঙ্কন করলাম, ব্যাস এবার সম্পূর্ণভাবে একটি সামুদ্রিক মাছ তৈরি করা হয়ে গেল।
🐠উপস্থাপন🐠

Photoroom-20240927_003907.png

রঙ্গিন কাগজের সামুদ্রিক মাছ তৈরি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। এভাবেই আস্তে আস্তে আমি রঙিন কাগজ দিয়ে এই সামুদ্রিক মাছটি তৈরি করলাম।এই সামুদ্রিক মাছটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লেগেছে । তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারো আপনাদের মাঝে ভিন্ন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হবো,ইনশাআল্লাহ।✨

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি সামুদ্রিক মাছ ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

20230422_135032 (2).jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 2 months ago 

সত্যি বলেছেন ভাই সারাদিন বৃষ্টি হলে ঘরের ভেতরে থাকতে অনেক বোরিং লাগে। রঙিন কাগজ দিয়ে সামুদ্রিক মাছ তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। কাগজের এ ধরনের প্রজেক্ট গুলো দেখতে খুব ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি সামুদ্রিক মাছ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। মাছের সামনের অংশে কালো চোখ দুটি বেশি সুন্দর লাগছে বলতে গেলে মাছের সৌন্দর্যটা পুরোপুরি ফুটিয়ে তুলেছে।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে সামুদ্রিক একটি মাছ তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি খুবই সুন্দর ভাবে আপনার দক্ষতার পরিচয় দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর এবং কিউট দেখতে সামুদ্রিক মাছের অরিগ্যামি তৈরি করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সময় অনেক সুন্দর অরিগ্যামি আপনি তৈরি করেন। যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর করে এটি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে যে আসলে কত কিছু বানানো যায় তা বলে শেষ করা যাবে না। রঙিন কাগজের অরিগামীগুলো দেখতেও খুব ভালো লাগে আপনার আজকের সামুদ্রিক মাছ তৈরি খুব সুন্দর হয়েছে। কাগজের কালারের কারণে মাছটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধাপগুলো সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা সামুদ্রিক মাছ দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। তেমনি আপনার তৈরি করা মাছের অরিগ্যামি দেখতে ও সুন্দর লাগছে। মাছের চোখ দেওয়ার কারনে আরো বেশি ভালো লেগেছে দেখতে। বুঝতেই পারছি ভাঁজে ভাঁজে এটা তৈরি করে উপস্থাপন করতে অনেক কষ্ট হয়েছে। কারণ ভাঁজ গুলো ভালোভাবে বোঝানো যায় না। সুন্দর ছিল আপনার তৈরি মাছের অরিগ্যামি।

 2 months ago 

কী অসাধারণ বানিয়েছেন মাছটি। শুধুমাত্র কাগজ কেটে কেটে এই সুন্দর কাজগুলি দেখতে বড় ভাল লাগে। আপনার বানানো মাছটি সত্যই এক সামুদ্রিক মাছের রূপ নিয়েছে৷ সব মিলিয়ে এক দারুণ সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন এই শিল্পকর্মের মধ্যে দিয়ে। দারুন পোস্ট।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে বানানো সব কিছু দেখতে ভীষণ ভালো লাগে আমার। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি মাছ তৈরি করছেন। সামুদ্রিক মাছ তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

রঙিন কাগজের খুব সুন্দর মাছ তৈরি করেছেন আপনি। রঙিন কাগজের তৈরি যে কোন অরিগামী আমার বেশ ভালো লাগে। এগুলো তৈরি করতে একটু সময় লাগলেও তৈরি করার পর বেশ ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89955.66
ETH 3105.10
USDT 1.00
SBD 2.98