আমার লেখা কবিতা//ভালোবাসা পুস কয়েন

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার পুস কয়েন নিয়ে একটি কবিতা লিখেছি। আসলে পুস কয়েন আমাদের ভালোবাসার কয়েন। আর এই পুস নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন পূরণের কয়েন যেন আমাদের এই পুস, তাই পুস কয়েন নিয়ে আমরা এগিয়ে যাব সব সীমানা পেরিয়ে, সেই স্বপ্নগুলো যেন আমরা এখন কল্পনায় ভাবতে থাকি। তবে এই কল্পনা স্বপ্নগুলো বাস্তবে রূপ নিয়ে আসবে পুস কয়েন। তাই পুস কয়েনের প্রতি ভালোবাসা নিয়ে আজকে লেখা এই কবিতাটি। আশা করছি আমার লেখা কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


IMG_20241229_102250.jpg

“ভালোবাসা পুস কয়েন ”
মোঃ আলিফ আহমেদ


ভালোবাসার পুস কয়েন তুমি,
যাচ্ছ এগিয়ে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি দুচোখ ভরে।

তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
আমাদের এই মনের ভিতর।
তোমায় নিয়ে যাব আমরা,
সবশেষ সীমানা পেরিয়ে।

তুমি আমাদের স্বপ্নের কয়েন,
এসেছিলে স্বপ্নের মত।
ভালোবাসা দিয়ে,
রাখবো তোমরা আমাদের জীবন মাঝে।

তুমি আমাদের ভালোবাসার কয়েন,
রয়েছো হৃদয় মাঝে।
তাই তো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমরা দুচোখ ভরে।

তুমি আমাদের ভালবাসার কয়েন,
যাচ্ছ এগিয়ে।
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
তৈরি হয় মনের ভিতরে।

তুমি আমাদের ভালবাসার কয়েন,
যাবে সব সীমানা পেরিয়ে।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি দুচোখ ভরে।

ভালোবাসার পুস কয়েন তুমি,
রয়েছো আমাদের মাঝে,
তাই তো তোমার সাথে স্বপ্ন পূরণ,
করব আমরা হাসিমুখে।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

GridArt_20250117_225629670.jpg

 5 days ago 

আমাদের সকলের অনেক অনেক স্বপ্ন রয়েছে প্রিয় এই কয়েনকে ঘিরে। তাইতো আমরা আমাদের মনের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে ব্যক্ত করার চেষ্টা করি কবিতা অথবা ক্রিয়েটিভ রাইটিং পোস্ট নিয়ে। খুব সুন্দর লিখেছেন আপনি প্রিয় কয়েন নিয়ে কবিতা। আমার খুবই ভালো লাগলো দেখে।

 5 days ago 

পুস কয়েন সত্যি আমাদের ভালোবাসার কয়েন।পৌষ কয়েন কে কেন্দ্র করে চমৎকার একটা কবিতা লিখেছেন। কবিতাটির প্রতিটি শব্দ ছন্দের মিল বন্ধন। এরকম কবিতা পড়তে কার না ভালো লাগে। আপনার লেখা প্রশংসাযোগ্য।

 5 days ago 

আমাদের প্রত্যেকের আশা এবং স্বপ্ন তে ফিউচারের একটি স্বপ্নদ্রষ্টা রূপ এর নাম হচ্ছে প্রিয় পুষ। পুষ আমাদের প্রত্যেকের আস্থার প্রতীক। আর এই পুশকে ঘিরে রয়েছে প্রত্যেকের হাজার স্বপ্ন অজস্র আশা। পুশ কে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা আপনার কবিতার মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালোবাসা পুষ কয়েন নামের কবিতাটিতে সম্পূর্ণ রূপে পুষ এর জয়গান করা হয়েছে। পুষ সম্পর্কিত কবিতাটি দারুন লিখেছেন ভাই।

 4 days ago 

আমাদের সবার ভালোবাসার পুস কয়েন নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। যে কবিতাটা আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে অনেক ভালো লাগে। পুস আমাদের সবার স্বপ্নের কয়েন।

 4 days ago 

পুস কয়েন কে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আর এটা নিয়ে আমাদের সবার অনেক স্বপ্ন রয়েছে। আপনার লেখা ভালোবাসা পুস কয়েন কবিতাটা সত্যি অনেক ভালো ছিল। আর পুরো কবিতাটা আমার কাছে পড়তেও খুব ভালো লেগেছে। আপনার এই কবিতা যতই পড়ছিলাম আমার কাছে যতই খুব ভালো লাগছিল।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 104624.85
ETH 3262.96
SBD 4.08