আমার লেখা কবিতা//ভালোবাসা পুস কয়েন
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
ভালোবাসার পুস কয়েন তুমি,
যাচ্ছ এগিয়ে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি দুচোখ ভরে।
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
আমাদের এই মনের ভিতর।
তোমায় নিয়ে যাব আমরা,
সবশেষ সীমানা পেরিয়ে।
তুমি আমাদের স্বপ্নের কয়েন,
এসেছিলে স্বপ্নের মত।
ভালোবাসা দিয়ে,
রাখবো তোমরা আমাদের জীবন মাঝে।
তুমি আমাদের ভালোবাসার কয়েন,
রয়েছো হৃদয় মাঝে।
তাই তো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমরা দুচোখ ভরে।
তুমি আমাদের ভালবাসার কয়েন,
যাচ্ছ এগিয়ে।
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
তৈরি হয় মনের ভিতরে।
তুমি আমাদের ভালবাসার কয়েন,
যাবে সব সীমানা পেরিয়ে।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি দুচোখ ভরে।
ভালোবাসার পুস কয়েন তুমি,
রয়েছো আমাদের মাঝে,
তাই তো তোমার সাথে স্বপ্ন পূরণ,
করব আমরা হাসিমুখে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
https://twitter.com/AhmedAlif135308/status/1880297585061294187?t=bM6nfSyoLbhsM-CA4xyE0w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের সকলের অনেক অনেক স্বপ্ন রয়েছে প্রিয় এই কয়েনকে ঘিরে। তাইতো আমরা আমাদের মনের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে ব্যক্ত করার চেষ্টা করি কবিতা অথবা ক্রিয়েটিভ রাইটিং পোস্ট নিয়ে। খুব সুন্দর লিখেছেন আপনি প্রিয় কয়েন নিয়ে কবিতা। আমার খুবই ভালো লাগলো দেখে।
পুস কয়েন সত্যি আমাদের ভালোবাসার কয়েন।পৌষ কয়েন কে কেন্দ্র করে চমৎকার একটা কবিতা লিখেছেন। কবিতাটির প্রতিটি শব্দ ছন্দের মিল বন্ধন। এরকম কবিতা পড়তে কার না ভালো লাগে। আপনার লেখা প্রশংসাযোগ্য।
আমাদের প্রত্যেকের আশা এবং স্বপ্ন তে ফিউচারের একটি স্বপ্নদ্রষ্টা রূপ এর নাম হচ্ছে প্রিয় পুষ। পুষ আমাদের প্রত্যেকের আস্থার প্রতীক। আর এই পুশকে ঘিরে রয়েছে প্রত্যেকের হাজার স্বপ্ন অজস্র আশা। পুশ কে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা আপনার কবিতার মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালোবাসা পুষ কয়েন নামের কবিতাটিতে সম্পূর্ণ রূপে পুষ এর জয়গান করা হয়েছে। পুষ সম্পর্কিত কবিতাটি দারুন লিখেছেন ভাই।
আমাদের সবার ভালোবাসার পুস কয়েন নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। যে কবিতাটা আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে অনেক ভালো লাগে। পুস আমাদের সবার স্বপ্নের কয়েন।
পুস কয়েন কে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আর এটা নিয়ে আমাদের সবার অনেক স্বপ্ন রয়েছে। আপনার লেখা ভালোবাসা পুস কয়েন কবিতাটা সত্যি অনেক ভালো ছিল। আর পুরো কবিতাটা আমার কাছে পড়তেও খুব ভালো লেগেছে। আপনার এই কবিতা যতই পড়ছিলাম আমার কাছে যতই খুব ভালো লাগছিল।