কল্পনার অনুভূতি আর ভালোবাসার মানুষের প্রতি মনের অনুভূতি এবং ভালোবাসা থেকে, আজকে কিছু অনু কবিতা লিখেছি। আসলে অনু কবিতাগুলো লিখতে পেরে আমার অনেক ভালো লাগে। যখন এই অনু কবিতা গুলো আমার বাংলা ব্লগ পোস্ট করি,এই বাংলা ব্লগ পরিবারের কাছে যখন আমার কবিতাগুলো ভালো লাগে, তখন যেন কবিতা লিখতে আরও বেশি আগ্রহ হয় আমার।কারণ কারো কাছে যখন আমার কবিতা ভালো লাগে তখন নিজের মধ্যে অনেক বেশি আনন্দ লাগে। তাই ভালোবাসার কিছু কবিতা আর মনের অনুভূতি নিয়েই সুন্দর সুন্দর কিছু কবিতা লেখার চেষ্টা করি। যাই হোক আজকে মনের অনুভূতি নিয়ে কবিতা লিখেছি। আর আপনাদের মাঝে শেয়ার করলাম। জানিনা আজকের কবিতা গুলো আপনাদের কাছে কেমন লাগবে। তবে আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা আসবে।
“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ
তোমায় নিয়ে হাজার স্বপ্ন,
দেখেছি আমি মনের মাঝে।
স্বপ্নগুলো ভেঙ্গে দিয়ে,
চলে গেলে অন্যের হাতটি ধরে।
আছো তুমি মহা সুখে,
কষ্ট দিয়ে আমাকে।
জানি না এই সুখ,
তুমি রাখবে কিভাবে।
পাখি যদি হতাম আমি,
উড়ে যেতাম তোমার কাছে।
ডানা মেলে ভাসতাম আমি,
দূর ঐ নীল আকাশে।
তোমায় নিয়ে নীল আকাশে,
গাইতাম আমি গান।
ভালোবাসার মিষ্টি গানে,
জুড়াতো মনের প্রাণ।
কুয়াশা মাখা শীতের সকালে,
ছুটে এসেছি আমি তোমার কাছে।
তোমায় নিয়ে ঘুরে বেড়াবো,
শিশির ভেজা ঘাসের উপরে।
তোমার হাতে হাত রেখেই,
পাড়ি দেবো আমি শীতের সকালে।
খেজুরের রস দেখলেই আমি,
পেরে দেবো তোমার হাতে।
যতই কষ্ট দাও তুমি,
কষ্ট পাবো না আমি।
কষ্টের পরে আসবে সুখ,
এটাই আমি জানি।
ভালোবাসার কষ্ট আমি,
সহ্য করব গভীর আকারে।
ভালোবাসার কষ্টগুলো,
বরণ করবো ভালোবাসা দিয়ে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻
আমি খেয়াল করেছি আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনারা লেখা কবিতা আমার কাছে ভালো লাগে। অনেক সুন্দর লিখেছেন আজকেও। এত সুন্দর ভাবে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো ভীষণ ভালো লাগলো। ছোট ছোট এই কবিতাগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করবেন।
আপনি চমৎকার কিছু কবিতা লিখেছেন ভাইয়া। শেষের কবিতাটা ভীষণ সুন্দর হয়েছে। ভালো লাগলো আপনার আজকের কবিতাগুলো পড়ে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার কিছু কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনার লেখা অনু কবিতা গুলো খুবই সুন্দর হয়েছে। আর আমার কাছে অনু কবিতা গুলো পড়তে খুবই দারুণ লেগেছে। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অনু কবিতা আপনি লিখে থাকেন। বিভিন্ন টপিক নিয়ে কবিতা গুলো লেখার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে।
অনু কবিতা গুলো হলো আবেগের বহিঃপ্রকাশ। বিভিন্ন সময়ের লেখা অনু কবিতা গুলো যখন একসাথে শেয়ার করা হয় তখন সত্যি অনেক ভালো লাগে। আপনি অনেক ভালো অনু কবিতা লিখেছেন ভাইয়া।
আজ আপনি আমাদের মাঝে দারুন দারুন কতগুলো অনু কবিতা প্রকাশ করেছেন। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা অণু কবিতা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এছাড়াও প্রত্যেকটা কবিতার মাঝে ভালোবাসার একটা আলাদা অনুভূতি লুকিয়ে রয়েছে।
https://twitter.com/AhmedAlif135308/status/1858874704377135485?t=P6f1zdkN6-qrKql626Ateg&s=19
ভিন্ন ভিন্ন ধরনের কবিতা দেখে খুবই ভালো লাগলো। যেখানে ভালোবাসা ভালোলাগা বিরহ অনুভূতি আবার প্রাকৃতিক পরিবেশের চিন্তা ধারা রয়ে গেছে কবিতার মধ্যে। সানি লিওনের সুন্দর হয়েছে কিন্তু আপনার কবিতা।
আপনার কবিতা এর আগেও পড়া হয়েছে আপনি অনেক ভালো কবিতা লেখেন। আজ আপনি কয়েকটি অণু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। অনু কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। কবিতা লিখতে যেমন ভালোবাসি কবিতা পড়তেও আমি খুব ভালোবাসি। সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।