আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি কিছু অনু কবিতা লিখেছি, আর এই অনু কবিতাগুলো আমি আমার মনের অনুভূতিগুলোই প্রকাশ করার চেষ্টা করেছি।আসলে কবিতা হল মনের অনুভূতি প্রকাশ করার খুবই সুন্দর একটি মাধ্যম। কবিতার মাধ্যমে আমরা মনের অনুভূতিগুলো সহজেই প্রকাশ করতে পারি। তাইতো আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে আমি আমার মনের অনুভূতি গুলো কবিতার আকারে শেয়ার করে থাকি। আজকে তাই কিছু অনু কবিতার মাধ্যমে আমিও আমার মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করলাম। জানিনা কতটুকু প্রকাশ করতে পেরেছি। তবে এই কবিতাগুলো লিখতে পেরে আমার অনেক ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগলেই কবিতা লেখার সার্থকতা পাব। তো বন্ধুরা চলুন আমার লেখা কবিতা গুলো আজকে পড়া শুরু করা যাক।


fox-7780326_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

নতুন এই শহর মাঝে,
এসেছি আমি স্বপ্ন নিয়ে।
স্বপ্নগুলো পূরণ করতে,
চেষ্টা করে যাচ্ছি,
তাই আমি হাসিমুখে।

কষ্ট হলেও স্বপ্ন আমি,
করবো পূরণ হাসিমুখে।
চেষ্টা করে যাবো আমি,
নিজের স্বার্থ মতে।

কবিতা-২

সবুজে ঘেরা এই,
প্রকৃতির মাঝে।
হারিয়ে যাব আমি,
নিজের মতো করে।

হারিয়ে যাব প্রকৃতির মাঝে,
ভালোবাসার টানে।
তাইতো ছুঁটে আসি আমি,
প্রকৃতির কোলে বারে বারে।

কবিতা-৩

স্মৃতিময় সেই দিনের কথা,
আজ আমার খুবই মনে পরে।
দেখা হলে বন্ধুদের সাথে,
খেলতে তাইতো মাঠে যেতে ইচ্ছা করে।

বন্ধুদের সাথে কত খেলেছি,
স্মৃতিময় সেই মাঠে-ঘাটে।
তাইতো আমার মাঠের দৃশ্য দেখলেই,
আবারো মনের ভিতর স্বপ্নগুলো জেগে ওঠে।

কবিতা-৪

ভালোবাসার মানুষ তুমি,
রয়েছো আমার জীবনে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমার এই মনের ভিতরে।

তুমি রয়েছো আমার সবটা জুড়ে,
মনের যে তাই গভীরে।
ভালোবাসায় ছড়িয়ে দিও,
আমার জীবন মাঝে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 23 hours ago 

GridArt_20250210_214345673.jpg

 21 hours ago 

দারুন কিছু অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা অনু কবিতার বিষয় ও অনু কবিতার লাইন দারুন ভাবে মনের অনুভূতি মিশিয়ে লিখেছেন।আপনার প্রতিটি কবিতাই পড়ে আমার বেশ ভালো লেগেছে।

 22 hours ago 

প্রত্যেকটা অনু কবিতা হৃদয়ের গভীরে পৌছে গিয়েছে ভাই। প্রিয় মানুষকে নিয়ে লেখা প্রকৃতিকে নিয়ে লেখা বন্ধুদের সাথে কাটানো মুহূর্তের কথা এবং নতুন জায়গায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার কথাসহ ভিন্ন ভিন্ন আঙ্গিকে আজকের অনু কবিতা গুলি লিখেছেন। ভীষণ সুন্দর হয়েছে কবিতা গুলি। আপনার জন্য শুভকামনা রইলো।

 23 hours ago 

এই কবিতাগুলোর মধ্যে জীবনের বিভিন্ন অনুভূতি সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রথম কবিতায় স্বপ্ন পূরণের অঙ্গীকার ও হাসিমুখে চলার প্রত্যয় প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কবিতায় প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাওয়ার শান্তি ও প্রেমের অনুভূতি ফুটে উঠেছে। তৃতীয় কবিতায় বন্ধুদের সঙ্গে কাটানো মধুর স্মৃতি ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। এবং চতুর্থ কবিতায় ভালোবাসার গভীরতা ও প্রেমের প্রতি আনুগত্যের চমৎকার বর্ণনা দেওয়া হয়েছে। সবমিলিয়ে, কবিতাগুলি আবেগ, ভালোবাসা এবং জীবনের সংগ্রামকে প্রাঞ্জল ভাবে প্রতি লাইন সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ চারটি সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 yesterday 

ছোট ছোট চারটি দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা সব কয়টি কবিতা আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আজকে আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 23 hours ago 

বিভিন্ন টপিক নিয়ে লেখা চমৎকার কয়েকটি অনু কবিতা দেখতে পেলাম আপনার পোস্টে। কবিতাগুলো ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া। এক একটা কবিতায় এক এক ধরনের অনুভূতি প্রকাশ করেছেন। সত্যি, ছোটবেলায় বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক মিস করি। শহর মাঝে আমরা সবাই স্বপ্ন নিয়ে এসেছি। জানিনা কতটা পূর্ণ করতে পারব। কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। চমৎকার কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 23 hours ago 

অনেক সুন্দর করে বিভিন্ন টপিক নিয়ে অনু কবিতা গুলো লিখেছেন। আমার কাছে আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। বিভিন্ন রকম টপিক নিয়ে এরকম কবিতাগুলো লিখলে সত্যি খুব ভালো লাগে। আপনি সবসময় অনেক সুন্দর অনু কবিতা লেগে থাকেন। এভাবে চেষ্টা করে যাচ্ছেন বলে এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন।

 22 hours ago 

অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার ছোট ছোট কবিতা গুলো। আপনার লেখা এত সুন্দর কবিতা আমাকে মুগ্ধ করেছে। কবিতা লিখতে আমিও অনেক পছন্দ করি। এতে মনের ভাব প্রকাশ হয়।

 22 hours ago 

ভিন্ন ভিন্ন অনুভূতিতে কবিতা লিখতে ভালো লাগে। এক কথায় রেনডম ফটোগ্রাফির মত। আপনি এখানে একাধিক ছোট ছোট কবিতা লিখেছেন। একাধিক অনুভূতিতে করা। এই অনুভূতি কবিতার লাইনগুলো অনেক মিল রয়েছে। আমি মনে করি ভিন্নতা থাকলে পড়তে ভালো লাগে এবং নতুন করে কবিতা লিখতে ভালো লাগে।

 20 hours ago 

কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। কবিতার মাধ্যমে নিজের মনের অন্তরের অন্তস্থল থেকে গভীর চিন্তা বেরিয়ে আসে। আজকে আপনি প্রকৃতি নিয়ে এবং নিজের প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন। কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

 12 hours ago 

বিভিন্ন ধরনের টপিক নিয়ে আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ছোট কবিতা শেয়ার করেছেন। প্রথম কবিতার মধ্যে একটা আলাদা ধরনের জিনিস আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। কেননা প্রত্যেকটি মানুষ সবসময় চেষ্টা করে শহরে গিয়ে বেশি উপার্জনের জন্য। যদি এর মধ্যে কেউ সফল হয় এবং বাকি সবাই হার মেনে যায়। এছাড়া ভালোবাসা এবং অন্যান্য টপিক নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 97827.50
ETH 2688.37
SBD 2.96