আমি মনে করি প্রত্যেকের মেধাকে বিবেচনা করে তার লক্ষ্য নির্ধারণ করা উচিত কারণ আমি জানি আমার মেধাটা কতটুকু শার্প। আমি কতটুক কোন ক্ষেত্রে গেলে সফলতা পাব সেটা কিন্তু আমি নিজেও কিছুটা হলেও বুঝি। তাই আমিও বলব এরকম বিসিএস ক্যাডারের চিন্তাভাবনা সকলে বাদ দিয়ে ভালো একটা উদ্যোগতা হওয়ার চিন্তাভাবনা করলে এই ক্ষেত্রে যেমন নিজে খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবে পাশাপাশি দেশের অনেক উপকারে আসবে। আপনি এত সুন্দর ভাবে সবগুলো বিষয় গুছিয়ে লিখেছেন আমি মনে করি এতে অনেকে উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।