জি দাদা সত্যি ই আপনার মেট্রো রেলের প্রশংসা দেখেই আমারও এখন মেট্রোরেলে উঠতে ইচ্ছা করছে জানিনা বাংলাদেশে কবে এই সুযোগ-সুবিধা চালু হবে। সব মিলিয়ে মেট্রো রেলের ছড়ার যে দারুন অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি আমার অনেক ভালো লেগেছে। সে সাথে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। তবে এত গাদাগাদির ভিতরও যে চমৎকার টিকেট সিস্টেম করা হয়েছে বা টাইমিংটা এত চমৎকারভাবে মেন্টেন করা হয় এগুলো সত্যিই প্রশংসনীয়।
ইন্ডিয়ার ট্রেন এর সার্ভিস সত্যিই অনেক প্রশংসার দাবিদার। আর ভাড়া টাও অনেক কম। আমাদের দেশের মেট্রো সার্ভিস কেমন হয় সেটাই দেখার পালা এখন ভাই।