ভাই আপনার খেজুরের রস চুরি করে খাওয়ার গল্পটা পড়ে আমার নিজেরই মনে পড়ে গেল কত চুরি করে খেয়েছি। ডাইরেক্ট গাছে উঠে হাড়ি পেরে নিয়ে যেতাম আবার খালি হাড়িটা গাছের উপরে জায়গামতো রেখে চলে যেতাম। আসলে সেই দিনগুলো মনে হলে এখন খুব ভাবায়। আমরা কি করেছি আর আমাদের বাচ্চারা এখন কি করে এগুলো সম্পর্কে তারা আমাদের মুখে গল্পের মত শোনে।
ঠিকই বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে।।