বিগত কয়েকদিনের বর্ষায় জনজীবনের বেহাল অবস্থা
আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টের মাধ্যমে আমি বিগত কয়েকদিনের টানা বর্ষার কারনে আমাদের এলাকার জনজীবনের বেহাল অবস্থা হয়ে গিয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন । ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
সমুদ্রে অবস্থিত নিম্নচাপের কারনে বিগত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের বাড়ির এলাকাটি একটু নিচে অবস্থিত হওয়ার কারনে উপরের এলাকার যাবতীয় পানি আমাদের এলাকাদিয়ে প্রবাহিত হয়ে থাকে। বিগত কয়েকদিনের বর্ষায় তেমন পানি না উঠলেও গতকাল রাত্রের পর থেকে পানির চাপ অনে বৃদ্ধি পেতে থাকে।
আমার বাড়ির আশেপাশে অনেকগুলি ঘের থাকার কারনে পানি প্রবাহ বিঘন হচ্ছে বিধায় একপ্রকার বণ্যারমত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছু কিছু বাড়িঘরে ইতিমধ্যে পানি প্রবেশ করতে দেখা গেছে। পানির কারনে রাস্তাঘাট একেবারে তলিয়ে গেছে। যে রাস্তাদিয়ে অফিসে আসতে ১০ মিনিট সময় লাগত আজ সেই পথ দিয়ে অফিসে আসতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে। মজার ব্যাপার হল রাস্তা দিয়ে আসার সময় অনেকগুলি মাছের সাথে দেখা হয় যারা কিনা রাস্তার উপরে খেলা করছিল।
এলাকার খেটে খাওয়া মানুষগুলির মনটা অনেক খারাপ কারন বর্ষার জন্য তাদের কোন কাজ নেই। তাই বাসায় বসে আছে। এমন একজনের সাথে দেখা হয়ে যাই অফিসে আসার সময়। তার মুখেই শুনতে পায় তার মনের ব্যাথার কথা একদিকে কাজ নেই অন্যদিকে ঘরের ভিতরে পানি ওঠারমত হয়েছে। আর ১দিন এমন বৃষ্টি হতে থাকলে ঘরের ভিতরে পানি প্রবেশ করিবে। আজও আঁকাশের অবস্থা ভাল নেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমাদের এলাকা একটু নীচে অবস্থানের ফলে এলাকার মেম্বর এদিকে তেমন আসে না। ফলে প্রায় প্রতি বছর বর্ষার সময় আমাদের এমন পরিস্থিতির সম্মুখিন হতে হয়।
বর্ষার ফলে এলাকার রাস্তাঘাটের অবস্থাও নাজুক হয়ে যাই। বিগত ২০ বছরে মধ্যে আমাদের এলাকায় ইটের ছলিং ছাড়া কোট পাকা রাস্তা হয়নী। প্রতিবছর বর্ষায় ডুবে যাওয়ার ফলে সেই রাস্তাগুলিও চলাচলের অনুপযুক্ত হয়ে গিয়েছে। বর্ষার দিনে এই রাস্তা দিয়ে চলাচল করিতে অনেক কষ্ট হয় বিশেষকরে রাত্রে বাড়ি যেতে হলে বেশি কষ্ট হয় আর রাস্তার উপরে যদি হাটু পানি হয় তাহলে তো আর কথাই নেই। রাস্তার উপরে চলতে গেলে একপ্রকার পা টিপে টিপে হাটতে হয়। কারন কোথাই নিচু কোথাউ উচু বোঝা যাই না।
এরপর রাস্তায় পানি থাকার কারনে মাঝে মধ্যে সাপের মাথেও দেখা হয়। ঢোড়া সাপ হলেও দেখে হঠাৎ দেখার কারনে অনেক ভয় লাগে। অনেক সময় তো সাপ নিজের দিকে আসেত থাকে পানির দৌড় দেওয়া ও যাই না। তাই অনেক বিপদের মধ্যে আছি। সবাই একটু মনখুলে দোয়া করবেন যেন অতি দ্রুত এই নিম্মচাপ শেষ হয়ে যাই এবং আবাও সেই ভাল অবস্থায় ফিরতে পারি এই কামনায় আজ এ পর্যন্ত।
আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়ে আমাদের এখানেও ঠিক একই রকম খারাপ অবস্থা। এতদিন কারেন্ট ছিল না। আজকে মাত্র কারেন্ট আসলো আর চারিদিকে পুকুর তো পানিতে পরিপূর্ণ। খুবই খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে আমরা দিন পার করলাম। আশা করবো আর বৃষ্টিপাত হবে না স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
জি ভাই সবার ই অবস্থা খুব খারাপ। দোয়া করি খুব দ্রুত সব ঠিক হয়ে যাক। ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য।